হলিউডের মুভি নির্মাণের সময় যে সকল হাই এন্ড কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করা হয় সেরকম প্রফেশনাল ক্যামেরা কোম্পানি RED গত মাসে তাদের প্রথম স্মার্টফোন হাইড্রোজেন ওয়ান সম্পর্কে এনাউন্স করে। এনাউন্সে ডিভাইসটির সর্ম্পূর্ণ ডিটেইলস না দিলেও কিছু কিছু ফিচার সম্পর্কে বলে দেওয়া হয়েছে। আজকের আমার এই টিউনটি রেড হাইড্রোজেন ওয়ান ডিভাইসের প্রিভিউ নিয়েই করা হয়েছে।
রেড হাইড্রোজেন ওয়ানে ডিভাইসে থাকছে উচ্চ মানের ক্যামেরা এবং থাকবে হলোগ্রাফিক ডিসপ্লে যেখানে থ্রিডি কোয়ালিটির ইমেজ দেখা যাবে! এসকল সুবিধা সহ এই ডিভাইসটির প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। প্রি অডার মূল্য হিসেবে রাখা হচ্ছে ১১৯৫ ডলার যা প্রায় ৯৮০০০ হাজার টাকার মতো! তো লাখ খানেক টাকা খরচ করে এই ডিভাইসটি কিনবেন নাকি? যদিও এখনো ডিভাইসটির ফুল স্পেসিফিকেশন রিলিজ হয় নি তাই আমার মতে আরো কিছু দিন অপেক্ষা করাই শ্রেয়!
এই হচ্ছে RED Hydrogen One এর প্রটোটাইপ কপি। এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইসটি ডিজাইন আজকালকার যুগের স্মার্টফোনের ডিজাইনের থেকে অনেকটাই আলাদা।
ডিভাইসের পেছনের ডিজাইন করা হয়েছে মেটাল এবং কেভলার দিয়ে, রয়েছে বড়সড় ডুয়াল লেন্স ক্যামেরা, ডিভাইসের চারিদিকে রয়েছে চারটি স্কু, আর ডিভাইসের নিচের দিকে রয়েছে রেড কোম্পানির লোগো। রেড কোম্পানির এই ডিভাইসের প্রাথমিক সংস্করণে এলুমিনিয়াম থাকছে এবং উচ্চ মূল্যের মডেলে থাকছে টাইটানিয়াম বডি।
ফোনটির সাইডে দিকে হাতের সাথে খাপ খাইয়ে নেবার মতো করে ডিজাইন করা হয়েছে, সাইডে রয়েছে পাওয়ার বাটন যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে। আর আলাদা ভিডিও রেকডিং এর ডেডিকেটেড বাটন!
আর ডিভাইসটির অন্য দিকে রয়েছে দুটি ভলিউম বাটন।
ডিভাইসটির নিচের দিকে রয়েছে USB-C Port চাজিং পোর্ট এবং একটি হেডফোন জ্যাক।
ডিভাইসটির ফ্রন্ট ডিজাইনটি বেশ স্ট্যার্ন্ডাড। ৫.৭ ইঞ্চির ডিসপ্লে তে রয়েছে হলোগ্রাফিক ফিচার। তবে অনান্য স্মার্টফোনের থেকে এটি বেশ মোটা। তবে ১২০০ ডলারের স্মার্টফোনে কি ধরণের ডিসপ্লে রেজুলেশন থাকবে তা এখনো জানানো হয় নি। তবে হলোগ্রাফিক থ্রিডি ডিসপ্লের জন্য ডিভাইসটি ইউনিক হিসেবে বাজারে আসবে।
তবে অনান্য স্মার্টফোন যেমন আইফোন ৭ প্লাস এবং ওয়ানপ্লাস ৫ এর থেকেও সাইজে রেড হাইড্রোজেন ওয়ান ডিভাইসটি একটু শেইপে বড়।
এছাড়াও রেড হাইড্রোজেন ওয়ান ডিভাইসে বিভিন্ন ধরণের ক্যামেরা এক্সেসসরিস ব্যবহার করা যাবে। যার মাধ্যমে ডিভাইসটিকে পূর্ণাঙ্গ প্রফেশনাল ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। তবে এক্সেসসরিস ব্যবহার করলে ডিভাইসটি আরো মোটা হয়ে যাবে।
৫.৭ ইঞ্চি ডিসপ্লে এই ডিভাইসটির ডিজাইন করা হয়েছে খুব শক্ত পোক্ত ভাবে। তাই হঠাৎ করে হাত থেকে পড়ে গিয়ে ডিভাইস ডেমেজ হবার ভয় আর থাকছে না এই রেড হাইড্রোজেন ওয়ান ফোনে। আর হাতের গ্রিপ খুব ভালো যাবে কারণ ডিভাইসটির সাইডবারগুলো ডিজাইন করা হয়েছে ইউনিক ভাবে।
তবে যারা এক হাতে ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটি না নেওয়াই বেটার হবে। কারণ আকারে বড় হওয়ায় ডিভাইসটি এক হাতে ব্যবহার করা একটু কস্ট সাধ্য হয়ে পড়বে। তবে মনে রাখবেন, এই ডিভাইসটির মূল ফোকাস হচ্ছে এর ক্যামেরা। তাই যারা একটি ফোনে সুপার ক্যামেরা সার্পোট পেতে চান তাদের জন্য ডিভাইসটি বেশ কাজের হবে।
ডিভাইসটি ২০১৮ সালের শুরু দিকে বাজারে আসার কথা রয়েছে। যারা ডিভাইসটির প্রি অর্ডার করতে চান তারা এই লিংকে চলে যান। ডিভাইসটির এলুমিনিয়াম মডেলের মূল্য রাখা হয়েছে ১১৯৫ ডলার এবং টাইটানিয়াম মডেলের মূল্য রাখা হয়েছে প্রায় ১৫৯৫ ডলার।
তবে আমার মতে ডিভাইসটি পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন না পাওয়া পর্যন্ত প্রি অর্ডার না করাই বেটার, তবে ডিভাইসটি বর্তমান যুগের স্মার্টফোনের ক্যামেরার সাথে টক্কর দিতে আসছে সেটা আগে থেকেই বলা যায়।
হাইড্রোজেন ডিভাইসটি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে আর এর হার্ডওয়ার স্পেসিফিকেশন শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আর ডিভাইসটির হলোগ্রাফিক ডিসপ্লে তে 2D কনটেন্টগুলোকে ফুল রেজুলেশনে দেখা যাবে আর ক্যামেরার সাহায্যে তৈরি করা বিভিন্ন হলোগ্রাফিক কনটেন্টও দেখা যাবে।
সহজ কথায় বলতে গেলে রেড হাইড্রোজেন ওয়ান ডিভাইসে VR কোয়ালিটির কনটেন্ট দেখা যাবে কোনো প্রকার VR হেডসেট ছাড়াই! ব্যাপার জটিল ঝাক্কাস হবে মনে হচ্ছে! আর এই ফিচারটি ডিভাইসের আনার জন্য রেড কোম্পানি ডিসপ্লে তে ন্যানোটেকনোলজির ব্যবহার করেছে।
আর ডিভাইসটির স্পিকারে H3O Algorithm নামের নতুন ফিচার ব্যবহার করা হয়েছে, এর মাধ্যমে ডিভাইসটির স্টোরিও সাউন্ডগুলোকে এক্সটেনটিসভ মাল্টি ডিমেনশনাল অডিওতে রুপান্তর করা যাবে। মানে থ্রিডি কনটেন্টের সাথে এখন আপনি থিড্রি সাউন্ডও পাচ্ছেন একটি মোবাইল ডিভাইসে! আর ডিভাইসটি পকেট সিনেমা ক্যামেরা হিসেবেও আপনি ব্যবহার করতে পারবে! তো দেখা যাক এই উচ্চ মুল্যের ডিভাইসে ফাইনারি আমরা কি পেতে যাচ্ছি। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!