ছোখি বালুভাসা কারে কয় Bangla new movie trailer 2017 দেখে নিন মজা পাবেন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামুআলাইকুম,

আশা করি সবাই ভালো আছে। সামনে কোরবানী ঈদ। সবাইকে করবানী মুবারক। এই  কোরবানী ঈদে অনেকেই সুন্দর সুন্দর বড় বড় দামি দামি গরু, ছাগল, ভোড়া, উট কিনবেন। কিন্তু আপনার জানেন তারা কোরবানীর আগেই সেলিব্রেটি হয়ে পড়ে।

অনেকে অনেক ভাবে উল্টাইয়া পাল্টাইয়া ভিডিও বানািইয়া ছাইরা দেয় ইউটিউবে।

আজ আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাব যে ভিডিওটি দেখে হাসতে হাসতে গড়া গড়ি খাবে। অবশ্য ভিডিওর টিউমেন্টে যানাবেন ভিডিওটি কেমন হয়েছে কী করলে ভিডিওটি অরো ভালো হতো। যদি আরো ভালো ভালো কনেসেপ্ট থাকে বলবেন।আমরা গরু নিয়ে অনেক কিছুই দেখে থাকি।আবার গরু নিয়ে ছোটকালে অনেক রচনাও লিখছি। কেউ মুভির ট্রেইলর দেখেছেন ? আজকেরদেখবেন  আর ভাববেন কেমনে সম্ভব।

ছোখি বালুভাসা কারে কয় Bangla new  movie trailer  2017 

ভালোথাকবেন সুস্থ থাকবে। এই কামনাই করছি। আল্লাহ হাফেজ

পরিশেষে বলা যায়, গরুর ছোটখাটো অপরাধ থাকলেও প্রাণী হিসেবে গরু কিন্তু ভালোই। যে কারণে শুধু কোরবানির বাজারে নয়, কবিদের কবিতার বাজারেও গরুর ভালো একটা ডিমান্ড আছে। তাই তো জনৈক অখ্যাত কবি তার এক জবরদস্ত কবিতায় এভাবে রশি ধরে টেনে এনেছেন গরুকে—‘তুমি সাগর, আমি মরু/ছিলাম ছাগল, হলাম গরু।’

 

 

Level New

আমি শাওন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।