অবশেষে হয়ে গেল টেকটিউনস মিটআপ ২০১১

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বহু আকাঙ্খিত টেকটিউনস মিটআপ ২০১১ অবশেষ হয়েই গেল। প্রায় ৮০জন টিটি সদস্যদের উপস্থিতিতে রমনা পার্কে ঘাসের উপরে গোল হয়ে বসেই এটি শেষ হয়ে গেল। টেকটিউনসের অনেক রথি মহারথিদের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে উঠেছিল রমনা পার্কের একটি বিশেষ স্থান। আমাদের অনেকের মনেই স্মরনীয় হয়ে থাকবে এটি বহুদিন। আমরা সবসময় যাদের নিয়ে হিংসা করি যাদের টিউন দেখে মনে হয় ভিন গ্রহের কোন প্রানী, টেকটিউনসের সেই সব নক্ষত্রদের চোখের সামনে পেয়ে আমি এবং আমার মতো অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। এখনও বিশ্বাস হচ্ছেনা মেহেদী ভাই, সোহান ভাই (টিনটিন), শাকিল আরেফিন, হাসান যোবায়ের আল ফাতাহ, লাকী এফএম ইত্যাদি টেক ভি.ভি.আই.পি দের সাথে কয়েকটি ঘন্টা পার করেছি।

মেঘ রোদ্দর ভাইয়ের সৌজন্যে কয়েকটি ছবি এখানে দেয়া হলো।

টেকটিউনসের "নাটের গুরু" যারা

আমি বিশেষ করে এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্যই সুদুর চাঁপাই নবাবগঞ্জ থেকে সকালের ট্রেনে করে এসেছিলাম। আমার মতো আরোও অনেকেই যেমন টিউনার সজীব রহমান এসেছেন ঝিনাইদহ থেকে, রীতিমতো নাকি জেহাদ করে দিনাজপুর থেকে এসেছে টিউনার সাইফুল। আরোও অনেকে হয়তো আসতে চেয়েও আসতে পারেননি। আমি ভেবেছিলাম এতো বড় বড় মানুষগুলো আসবেন। জমকালো অনুষ্ঠান হবে। আমি কমলাপুর ষ্টেশন থেকে পায়ে হেটেই রমনা পার্কে প্রবেশ করি। দুর থেকেই লক্ষ করছিলাম হয়তো সাউন্ড সিষ্টেম থেকে ভেসে আসবে কোন জলদগম্ভীর স্বর। কেউ হয়তো জননেতাদের মতো ভাষন দিবেন। আমি এক কোনায় গিয়ে বসবো। গিয়ে দেখলাম কিছুই নাই। স্রেফ ঘাসের উপরে কয়েকজন মানুষ গোল হয়ে বসে গল্প করছে। আমি মোটামুটি কনফিউশানে পড়ে গেলাম আসলেই কি মিটআপ হবে? কাউকেতো দেখছিনা। আমি সেই গোল মিটিংয়ের কিছুটা কাছাকাছি আসতেই কানে ভেসে আসলো টেকটিউনস শব্দটি। মেহেদী ভাই কথা বলছিলেন। গিয়ে বসলাম। পরিচয় হলো। ভার্চুয়াল জগতে পরিচিত সব মানুষকে বাস্তব চোখে দেখলাম। সেই সব বিখ্যাত মানুষদের সাথে কিছুক্ষনের আড্ডা মনে হচ্ছে চোখের পলকেই শেষ। ঘুরে ফিরে একটাই কথা আসছিলো সার্ভার এর সমস্যা নিয়ে। মেহেদী ভাই অসীম ধৈয্যের সাথে হাসিমুখে এতগুলো মানুষের নানামুখী প্রশ্নাক্রমন দক্ষতার সাথেই সামাল দিলেন। হঠাৎ করেই একজন পাঞ্জাবী পরা মানুষের আগমন। সবাইকে নড়েচড়ে বসতে দেখে মনে হলো ইনি বিশেষ কেউ। সাথে সাথেই পরিচয় পেলাম। ইনি টেকটিউনসের অন্যতম প্রধান প্রানপুরুষ শাহজালাল ভাই। মেহেদী ভাই ঘোষনা দিলেন শীঘ্রই আসছে Techtunes 3 এবং সেইসাথে নতুন সার্ভারে টেকটিউন্স স্থানান্তরের কথা। অনেকে অনেকভাবে টেকটিউনস নিয়ে মনের কথা ব্যক্ত করলেন। কেউ প্রতিদিন ইন্টারনেট ব্রাউজ শুরু করেন টেকটিউনস দিয়ে। একজনতো বলেই ফেললেন টেকটিউনস না থাকলে মনে হয় তার গার্লফেন্ড হারিয়ে গেছে।

আসলে এগুলো আমাদের সবারই মনের কথা। অবাক লাগলো সেইসাথে গর্ব অনুভব করলাম টেকটিউনসের ভিজিটরের সংখ্যা জেনে। প্রতিদিন নাকি গড়ে ছয়হাজার ভিজিটরের পদচারনায় মুখরিত হয় টেকটিউনস অঙ্গন। কথা ছিলো লাইভ টেলিকাষ্টের । কিন্ত কোন ব্যবস্থা শেষ পর্যন্ত করা হয়নি। কারো কাছে একটি হ্যান্ডিক্যাম থাকলেও হয়তো ভিডিও করে নেটে আপলোড করা হতো। সেটাও হয়নি। আমি নিজে ক্যামেরা নিয়ে আসিনি। কারন জানতাম ম্যাক্সিমাম সদস্যের কাছেই ক্যামেরা থাকবে। পরে তাদের তোলা ছবিগুলো হাতেপায়ে ধরে কালেকশন করলেই যথেষ্ট। পরিশেষে বলা যায় এই অনুষ্ঠানটির পরিধি আরোও অনেক বড় করা যেত। আমরা যারা অনেক দুর থেকে এসেছি তারা পুরোপুরি উপভোগ করার আগেই চোখের পলকে অনুষ্ঠানটি শেষ হয়ে গেল।

(আমি অপেক্ষা করে আছি ছবিগুলো পাবার আশায়। ইতিমধেই মেঘ রোদ্দুর ভাইয়ের কিছু ছবি পেয়েছি। আরোও যারা ছবি তুলেছেন তারা দয়া করে কোন কাটছাট না করেই সবগুলো ছবি আমাদের সাথে শেয়ার করুন। )

{{{ পুনশ্চ : যারা আসতে পারেননি তাদের আফসোসের কোন কারন নাই। আমাদেরকে একেবারে শুকনো মুখে ফিরতে হয়েছে। যদিও শাহজালাল ভাই কোথা থেকে খেয়ে এসে আমাদের সামনে ঢেকুর তুললেন (শুনিয়ে দিলেন)। কিন্তু আমরা আলুর সিঙ্গারা কিংবা লাল চাও পাইনি।}}}

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম পোস্ট। আসলেই আজকে অনেক মজা হয়েছে।

    সহমত।

    কিন্ত শাকিল ভাইয়ের ফেসবুক স্টেটাস দেখে মনে হচ্ছে তিনি টিটির মডারেটরদের ব্যবহারে কষ্ট পেয়েছেন!!!???
    ব্যাপারটা কী???

    শাকিল আরেফিন ভাইকে আমি মনে করতাম খিটখিটে চেহারার রাগী ধরনের একজন মানুষ। কিন্তু বাস্তবে তাকে সম্পৃর্ন বিপরীত মনে হলো। পাঞ্জাবী পরা মোটাসোটা একজন মানুষ রাগ করতেই পারেন না। মিটআপেও সেরকম মনে হলোনা।

    ভাই আপনার দারিগুলা আমার খুব ভাল লাগে!!!

    মালেক ভাই বুঝলামনা! দারি বলতে কি বুঝিয়েছেন? আমিতো ক্লিন শেভড ছিলাম!

    আয় হায় আমারে এত খারাপ ভাবতেন? @ ব্লগার ভাই

    শাকিল ভাই। খারাপতো বলিনি। আসলে প্রোফাইল পিকচার দেখে কারোও সম্পর্কে ধারনা করা মুশকিল। আমার মনে হতো আপনি বুঝি রাগী চেহারার হবেন। এখন দেখছি ধারনা সম্পুর্ন উল্টো!

    @ব্লগার ভাই শাকিল ভাইয়ের মন্তব্য দেখে আশা করি আপনার চিন্তা দূর হয়েছে। 😀

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই! জ্বী আমার দুশ্চিন্তা দূর হয়েছে! ধন্যবাদ

মিস করলাম মনে হচ্ছে !

    চুক চুক!! কাইন্দেননা ভাই।
    আবার হবেতো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো………….

    Level 0

    অবশ্যই আবার দেখা হবে 🙂 পরবর্তীতে

স্বরনীয় হয়ে থাকবে দিনটি।উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

    Level 0

    হুম আমার ত্ত ভালো লেগেছে

    আপনার এই ছবিটি বোধহয় অনেক আগের, দেখে কিন্তু চিনতেই পারিনি যে এটা আপনি…

    আমি উপস্থিত হয়ে পরিচয়ের আগে ডিজে আরিফ ছাড়া আর কাউকেই চিনতে পারিনি। টেকটিউনসে রিয়েল পিকচার মাত্র কয়েকজনের আছে। অনেকে গ্রাভাটার না বোঝার কারনে ছবিই দিতে পারছেনা।

Level 0

খুব আফসোস হচ্ছে, যেতে পারিনি বলে। কি করবো অফিসের কাজ ফেলে আগে বেরুতে পারিনি। আমার মায়ের শরীরটাও ভালো ছিলোনা। তাই যখন বের হয়েছি সোজা বাসায় এসেছি। আমি টেক টিউনসের নতুন সদস্য। অনেকদিন থেকে ইচ্ছা ছিলো এমন একটা পরিবারের সদস্য হবো। কিন্তু কেন যেনো টেকটিউন্সএর দেখা পেলাম অনেক পরে। তাও আবার সামুতে হাসান জোবায়ের ভাই এর ব্লগ পড়তে গিয়েই আমার মনের চাওয়া মতো এই প্লাটফর্ম খুজে পেলাম। আমার ই ব্যর্থতা !! এতোদিন পরে কেনো পেলাম এটাকে !!!
ভালো থাকুক টিটি পরিবারের সব্বাই।

    চরম মিস করসেন।

    Level 0

    :C

    Level 0

    মন খারাপ করবেন না। অচিরেই আবার দেখা হবে।

আয় হায়! কি বলেন কিছুই খাওয়ায় নাই। 🙁

    Level 0

    হুম এই তো কিছু পিপড়ার কামড় আর বিশাল একটা ফুটবলের ধাক্কা আর আর একটি কাক মরে পড়ে ছিল বোধহয় টেকটিউনের টিউনারদের আগমনের কথা শুনে।:)

মারুফ ভাই আমাদের সাথে ছিল অথচ উনি টিউনার মারুফ ভাই যিনি মোবাইল নিয়ে জটিল সব টিউন করেছেন সেই পরিচয় দেননি। তখন জানলে আমার মোবাইলটা ফ্রী ঠিক করে নিতাম। 😛 😉
যদিও মিট আপ শেষে আসল পরিচয় দিয়েছিলেন। 😀

    আসলে কিছু বুঝে ওঠার আগেই মিটআপ সমাপ্তি। এখনও মনে হচ্ছে ওটা স্বপ্ন ছিল।

    Level 0

    সত্যি সন্ধ্যা এত তাড়াতাড়ি আসলো কেন বুঝতে পারলাম না। শাহজালাল ভাইয়া এসে বসতেই সন্ধ্যা 🙁

অনেক ভাল লেগেছে… অনেক মজা পাইছি। তাই আজকের দিনটি আমার জন্য একটা মনে রাখার মতো দিন। কিন্তু শাকিল আরেফিন ভাই এর ফেইসবুক স্ট্যাটাস আপডেট দেখে আমার মনটা একটু বিমর্শ হলো।

আমি ও মারুফ ভাইয়ের সকল কথার সাথে একমত………………………………..

সত্যিই মিটাপে আজ অনেক মজা হল…. অনেকের সাথে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগছে।
মিটআপের কিছু ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে…. চাইলে দেখে নিতে পারেন।
http://www.facebook.com/album.php?aid=63632&id=100000185351127&saved#!/album.php?fbid=198467130169464&id=100000185351127&aid=63632

    Level 0

    আমি ত্ত কিছু দিলাম 🙂 যোগ করতে পারেন।

পড়ে মনে হলো আমিও ছিলাম! দারুণ লিখেছেন। আমার বাসার খুব কাছেই কিন্তু কপালের লিখন 🙁

Level 0

আমার কাছে এটা মোটেও ভাল লগেনি। ইউটিউবে দেখি টেকটিউনসের মিলন মেলা নামক ভিডিও। অথচ ভিডওতে দেখা যাচ্ছে কয়কজন মানুষ ঘাসের উপর গোল হেয়ে চুপচাপ বসে আছে কোন কথা বার্তা নেই। এবারও তার পুরাবৃত্তি ! সত্যিই আমি অবাক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেকটিউনেসর মত একটি সাইটের এরকম সাদামাটা অনুষ্ঠান কারা টেকটিউনসের অবমানারই শামিল। তাও আবার গত ৭ দিন ধরে ঘোষনা দিয়ে এরকম অনুষ্ঠান করা মোটেও ভাল লাগে নি আমার কাছে। হ্যাঁ এটা হতে পারতো ঢাকায় যারা আছে ফোনে তাদের সাথে যোগাযোগ করে জাষ্ট বিকেলে চা পানের আড্ডার মত একটা আড্ডা হলে ভাল হত। ঠিক যে রকম আমারা কয়েকজন নেট বন্ধু মিলে মাঝে মাঝে আড্ডা দেই। সারা বাংলাদেশের মানুষ কে দাওয়াত দিয়ে এনে ঘাসের উপরে কয়েক মিনিট বসিয়ে রাখার কোন প্রয়োজনই আমি দেখি না তাও আবার কোন টপিকস ছাড়াই। টেকটিউনসের প্রতি মানুষের ভিন্ন ধারনাই ছিল। এভাবে নিজেদের সম্মান নিজেরাই বিসর্জন দিলে কারও কিছু করার নেই।
আসলে টিটির যে কি মর্যাদা তা এডমিন প্যানেলও ঠিক মত জানে না। সিম্পল একটা ব্লগ যে একাটা দেশকে পরিবর্তন করতে পারে তা তাদের ধারনাতেই নেই।
অন্যন্য ব্লগের ব্লগার রা যেখানে নাম করা হোটেলে আড্ডা দিতে পারে টিটি কেন তা পারে না? সামনে ২১শে ফেব্রুয়ারি টিটি কি কোন কর্যক্রম গ্রহন করেছে? আমি জানি কিছুই করে নি।
দুই বছর আগেও যে ঘাসের উপর বসে গোল মিটিং ২ বছর পরেও সেই ঘাসের উপরেই বসে মিটিং সামনে কি হবে কে জানে।
আসলে এগিয়ে যাওয়ার জন্য সবার আগে চিন্তা ধারা পরিবর্তন জরুরী।
আমি কোন টিউন করি না কিন্তু টিটিকে ভাল লাগত তাই এ বিষয়ে একটা টিউন করেছিলম।
https://www.techtunes.io/reports/tune-id/38745/
টিটির বিরুদ্ধে বললাম এখন সাবাই আমার………………বিরুদ্ধে হামলে পারেন।

    টেকটিউনের এডমিনদের ক্রেডিট এটা যে তারা টিউনারদের সাথে একই সাথে ঘাসের উপর বসে কথা বলেন খুব কাছ থেকে তাদের সমস্যা শোনেন।

    আর নামী হোটেল বড় কথা না মিটআপটাই বড় কথা। আর টপিক ছিল না তাই বা আপনাকে কে বলল?
    আমরা কাওকে জোড় করে আনিনি যারা এসেছে তারা নিজ ইচ্ছায় এসেছে আর যারা এসেছে তারা কেউই আপনার মত এমন মন-মানসিকতার নয়।
    এবং আমি তাদের সাথে কথা বলেছি তারা সবাই খুশি ছিল। অনেক খুশী।

    আপনি যেটা বলছেন এটা আপনার সমস্যা।
    আর এগিয়ে যাওয়ার কথাই যদি বলেন তবে আগে আপনার চিন্তাধারাকে এগিয়ে নিন।

    সহমত

    আপনার সাথে সম্পুর্ন দ্বিমত পোষন করছি। নাম করা হোটেলে আড্ডার চেয়ে এখানে আমরা বেশি Enjoy করেছি। এতে আমরা আরো বেশি সাচ্ছন্দ ফিল করেছি। মন-মানসিকতা চেঞ্জ করেন।

    এটা মোটেও অফিশিয়ালি কিছু ছিল না। টিউনারদের মধ্যে পরিচিত হওয়াই ছিল প্রধান উদ্দেশ্য। তবে আপনার মতো যদি সবার মনে এ জাতিয় চিন্তা এসে থাকে তাহলে বলবো আনঅফিশিয়ালি মিট আপের কোন প্রয়োজন নেই।

    Level 0

    বড় কোন হোটেলে বসে কথা বলা কিংবা কিছু চিবুতে চিবুতে তৃপ্তির ঢেকুর তোলার চেয়ে পিপড়ার কামড় খেয়ে টেকটিউনের ভবিষ্যত বাণী নিজের কানে শুনে নিজেকে অনেক অনেক বেশি গর্বিত মনে হচ্ছে। যারা আসতে পারেনি বা আসেনি তারা চরম মিস করেছে। আর আমাদের শেকড় একটাই মাটি। তাই মাটিকে ভুলে যেতে পারিনা। মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। আজ মিটআপের কারণে সেটা সম্ভব হয়েছে।

    শাকিল ভাই সহমত 🙂

    বড় কোন হোটেলে না হোক বড় একটা অনুষ্ঠান হতে পারতো । তাহলে হয়তো ৮০ জনের জায়গায় ৮০০ জন হত। বুলবুল ভাইর সাথে কিছু টা সহমত। তবে আমরা কোন কিছু মনে রাখি না । আসলে মনে রাখার মতো মনই আমাদের নেই। আসতে পারিনি সে জন্যে কাল একটু খারাপ লেগেছিল তবে এখন আর সে দুঃখ নেই। কারন ৯৯% টেকটিউনার আমার মত অনুপস্থিত ছিল।ছবি দেখে মনে হয় ৮০ জনের ৭০ জনই ছিল ঢাকার…

    Level 0

    @Md Sr Aslam , আসলে আমি সেটাই বুঝাতে চেয়েছি, আমি হয়ত একটু বেশীই বলে ফেলেছি বা বলার ধরনটি হয়ত ঠিক হয় নি। বড় কোন টিভি চ্যানেলে না হোক অন্তত পত্রিকায়-তো দুই একটি ছবি ছাপা হতে পারত, তাতে অনেকেই টিটির নাম এবং তাদের কার্যক্রম সমন্ধে জানতে পারত, অনেক সচেতন মহল রয়েছেন যারা প্রতিদিন পত্রিকা পড়েন কিন্তু কোনদিন ইন্টারনেট চালায়নি কিন্তু ঠিকই তারা সমাজে প্রতিষ্ঠত,
    যা হোক এসব কথা বলার আমি কে?
    মার কাছে মামার বাড়ির বদনাম করতে এসে জব্বর ধরা খাইলাম। মুই ভয় পাইছি 😮 ছোরি

    শাকিল ভাই ঠিক বলছে,
    “”আপনি যেটা বলছেন এটা আপনার সমস্যা।
    আর এগিয়ে যাওয়ার কথাই যদি বলেন তবে আগে আপনার চিন্তাধারাকে এগিয়ে নিন।””

    হ্যা বুলবুল ভাই মিট আপে প্রচারের কথাও উঠেছিল। তখন জালাল ভাই একটা কথাই বলেছেন প্রচার তখনি করা হবে যখন টিটি ক্লাউড সার্ভারে স্থানান্তর করা হবে। কারন এত ভিজিটরের চাপ এখন পরিচালনা করা সম্ভব নয়।

    বুলবুল ভাই আপনার দু:খ আমি বুজতে পারছি। আপনি গর্ব টেকটিউনস হল সবচেয়ে বর টেকনোলজি সাইট তো আমার প্রশ্ন হল আপনাদের কি sponser নাই। আমি ফোরাম প্রজন্ম প্রগাম করলাস সেখানে কি সুন্দর পরিবেশ সবাই বিভিন্ন বিষয় ডিসাকাস করলাম আমাদের বেশ কিছু sponser ছিল এর মাঝে বেসিস এবং আর কিছু সফওয়ার কম্পানি। উল্লেখ আমাদের প্রাগাম সারাসরি ব্লডকাস্টিং প্রাচার হয়েছে। ঢাকার বাইরে থেকে যারা ছিল তারা সরাসরি ব্লডকাস্টিং প্রাগাম দেখতে পেরেছেন।খাবার দাবারের সুন্দর ব্যবস্থা ছিল এবং বিভ্ন্ন ইভেন্ট ছিল।এতো দুর থেকে বিভিন্ন লোক আসল। আপনারা ঘাসে বসে প্রগাম করলেন। আপনার ব্যানার ছিল কিনা জানি না। আশাকরি সামনে অব্যশই আপনাদের sponser থাকবে।

    আমার একটা প্রশ্ন শাকিল ভাই এর কাছে, আমরা যারা টেকটিউনের টিউনার বা নিয়মিত ভিজিটর তারা কি নিম্ন জাতের মানুষ ?
    কারণ তিনি গর্ব করে বলেছেন- “টেকটিউনের এডমিনদের ক্রেডিট এটা যে তারা টিউনারদের সাথে একই সাথে ঘাসের উপর বসে কথা বলেন খুব কাছ থেকে তাদের সমস্যা শোনেন”। আপনারা যারা এর এডমিন, তারা কি মঙ্গল গ্রহে থাকেন নাকি ? । যাক তাতেও খুশি। কিছু টিউনার তো আপনারদের পদধুলি পেল ! সেটা কম কি ?

৬০ জন না আমি একবার গুনেই দেখলাম ৮২ জন।
এরপরেও অনেকে এসেছে।

    শাকিল ভাই আমি একবারই গুনেছিলাম ৬০জনই ছিলো তখন। অবশ্য এর আগে এবং পরে অনেকে এসেছেন বা চলে গেছেন। সুতরাং কমবেশি হতেই পারে।

    কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনি নেতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন।

    ভাইয়া আমি বুঝলামনা আমার ভুলটি কোথায়। আমি নেতিবাচক কোন দিক খোজার চেষ্টা করছিনা। বরং এখনও আপনাদের সবার সাথে দেখা হবার ঘোর কাটিয়ে উঠার চেষ্টা করছি। তবে সংখ্যাটি আপডেট করে দিলাম।

    অফটপিক : শাকিল ভাই পিছনে যে মহিলা বসে আছেন তিনি কি ব্লগার রিয়া? আমার এমনিতেই মনে হলো।

    Level 0

    শাকিল ভাইয়া পৃষ্ঠায় লেখা আছে এর সাথে কিছু + করেন। অনেকে পরে এসেছে।

প্রতিদিন ছয় হাজার ইউনিক ভিজিটর।

    Level 0

    এটা আমাদের সবচেয়ে বড় পাত্তয়া।

Level 0

টিটি তে অনেকা দিন ধরে আছি,,,,,,,,, থাকবো………….
যদিও আগে টিউন করতাম কিন্তু এখন আর করি না ………..তবে সবসময় থাকবো…………
>> কিরন

আবার হবে তো দেখা… এ দেখাই শেষ দেখা নয় তো…

ভাইরা আসতে পারি নাই বলে ভাল লাগছে না । মিটআপ এর ভিডিও লিংক টা কেউ শেয়ার করেন যাতে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারি ।

    সেইভাবে তো ভিডিও করা হয়নাই। তবে আপাতত মেঘ রোদ্দুর ভাইয়ের ছবিগুলো দেখতে পারেন। অচিরেই কেউ হয়তো আরোও কোন লিংক শেয়ার করবেন।

সুন্দর !! তবে ভাই শেষের লাইন তুকু কেটে দিলে ভাল হয় ;(

    ভাইয়া আমিতো সিরিয়াসলি বলছিনা। এটা জাষ্ট ফান। আমরা এমনিতেই খুব এনজয় করেছি।

আমি উপস্থিত ছিলাম না।কিন্তু আপনাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করবো বলে ফোন দিয়েছিলাম ফাহিম রেজা বাঁধনের মোবাইলে।অনেক ক’বার ফোন দিলাম কিন্তু উনি ধরলেন না।ভেবেছিলাম উনার মোবাইলের লাউড স্পীকার অন করে আপনাদের শুভেচ্ছা জানাবো।যাইহোক আমার ইচ্ছা অপূর্ণই রয়ে গেলো।ফাহিম রেজা বাঁধন অনেক পরে কল ব্যাক করেছিলেন কিন্তু আমি ধরিনি।তখন ধরে কোন লাভ হতো না।

    আমাদের জন্য এটাও একটা চমক হতে পারতো!!!

    Level 0

    আপনার কিছু বলা উচিত ফাহিম ভাই

    Level 0

    প্রবাসী ভাই আমরা আপনাকে মিস করেছি । এখন বুঝতে পারলাম আপনার চমকটি। পরবর্তীতে আবার অবশ্যই কথা হবে

    প্রবাসী আমি অনেক দুঃখিত :(। আমি মোবাইল টা সাইলেন করায় এই সমস্যা হয়েছে। সরি ভাই , মাফ করবেন। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না :(। আমি ইচ্ছা করে কিন্তু কাজ তা করি নাই। আমি আবারো সরি 🙁

    আমি মনে করেছিলাম যে প্রবাসী ভাই সশরীরে উপস্থিত হয়ে আমাদের সবাইকে চমকে দেবেন। আমরা সবাই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তার চমকের আশায় ছিলাম।

    @ আকাশ, আমিও সেটাই মনে করেছিলাম।

    ডাউনলোড করলাম। আপনাকে ধণ্যবাদ

Level 0

Issa thakle o asar kono upai cilo na! Ami kokhono kono tune kori nai are basa/bari khulna,Bagerhat. Tobe amar prio vie,bondhura ek songe dekha,kotha,poricoy,golpo korse tatei ami moha khusi. Asa kori ai rokom moha milone kono ek din ami o asbo. Insaallah.

    আপনি আসলে আরোও মজা হতো।

sory aste na parar karone. ami apnar sathe kichu ta ekmot. ami shakil vai ke agei bolechilam valo ekta jom jomat meet up korar jonne. amar mone hoi techtunes er fan dhakar bahire beshi. se somoy shakil vai er reply dekhe amar mon venge gelo. tai asa holo na. maruf diner vitor dhaka aste perechen r ami dupure steamer e utle pordin sokale dhaka pouchatam. ki hoto? elam.. dekhlam.. cole jetam.. mone rakhar moto kichu ki thakto ? (mobile diye lekha tai banglay parini)

    তবুও অনেক কিছু মিস করেছেন।

মজা পেলুম শাকিল ভাইয়ের মন্তব্যে। উনার কথায় মনে হলো টেকটিউনস পরিচালকদ্বয় ব্রাক্ষ্মণ সম্প্রদায়ের মানুষ উনারা নিচু জাতের নম শুদ্র মানুষের সাথে ঘাসে বসে কথা বলেছেন। উনারা মহান, সবার তাপস্য। এ থেকে আপনাদের এর চেয়ে বড় কিছু পাওয়া হতে পারে না।

    আপনার চিন্তাভাবনা আরোও উন্নত করুন।

    আমার চিন্তা-ভাবনা উন্নত আছে। এটা নিয়ে আপনার চিন্তার কারণ নাই। আমি শুধু শাকিল ভাইয়ের কথার ভাব সম্প্রসারণ করেছি।

খুব মজা হইছে।

Level 0

একটি সুন্দর মিলনমেলা থেকে বঞ্চিত হলাম। দেখা যাক সামনের কোন মিলন মেলায়……..অবশ্য চাঁদা ধার্য করে হলে ও খাবারের ব্যবস্থা করতে হবে। কারণ দুরদুরান্ত থেকে এসে যারা ক্ষুধায় কষ্ট করেছেন তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া উপায় নেই। কবির ভাষায় “ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পুর্ণিমার চাঁদ যেন ঝলাসানো রটি।”

    সামনের কোন মিলনমেলায় কি আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন? আই মিন আমরা একটু প্রিপারেশন নিতাম 😀

মনে হচ্ছে চরম জিনিস মিস করলাম, next time ইনশাল্লাহ

    হাঁ ভাই। চ্রম জিনিস মিস করছেন। নেক্সট টাইমে অবশ্যই আসবেন।