মাত্র ৮ হাজার টাকায় ‘আইফোন ৮’!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

চলতি বছর অর্থাৎ এই ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল তাদের আইফোনের নতুন সংস্করণ আইফোন ৮ বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতোমধ্যেই চীনের বাজারে সম্ভাব্য আইফোন ৮ এর সকল ফিচারসহ ক্লোন সংস্করণ বিক্রি করা হচ্ছে। এতে আইফোন এর ফিচার নিয়ে যেসব গুঞ্জন উঠেছিল, তার সকল ফিচারই থাকছে এতে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এই নকল আইফোন ৮ এর পিছনে ছুটতে নিষেধ করেছেন। কারণ, এটি দেখতে সম্পূর্ণ আইফোন এর মত হলেও এর কাঠামো প্লাস্টিকের। আর এই ক্লোন অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণে চলে। ক্লোনের ওপরে আইওএস স্ক্রিনের মতো একটি পর্দা আছে। তবে তার পারফরম্যান্স আইওএসের মতো নয়। এতে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের কোনো সুযোগ নেই।

ইয়াহুর এক প্রতিবেদনে বলা হয়েছে, একেবারে আনকোরা বা নতুন ক্রেতা, যাঁরা প্রকৃত আইফোন চিনতে ভুল করেন, তাঁদের এই ভুয়া আইফোন ধরিয়ে দিতে পারেন অসাধু বিক্রেতারা। কারণ, ক্লোন এই আইফোন দেখতে আসল আইফোনের মতোই।

এ বছরের আলোচিত ফোনগুলোর মধ্যে অন্যতম আইফোন ৮। তবে যেহেতু তা এখনো বাজারে আসেনি, তাই ক্লোন সংস্করণটি ঘিরে অনেকের আগ্রহ রয়েছে।

Level 0

আমি Muhit Shimanto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস