উইন্ডোজে আর থাকবে না পেইন্ট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কম্পিউটার ব্যবহার  করে কিন্তু পেইন্ট চেনেনা, এমন মানুষ বের করা দুষ্কর। মাইক্রোসফট এর এই অংকনভিত্তিক সফটওয়্যারের পথচলা শেষ হতে যাচ্ছে ৩২ বছর পর বর্তমান ২০১৭ সালে।  আগামী উইন্ডোজ সংস্করণে আর ডিফল্ট ভাবে থাকবে না বলে নিশ্চিত করেছে মাইক্রোসফট। এক বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট এর তথ্য জানায়। মাইক্রোসফট এর ডেভেলপাররা আর নতুন কোন সংস্করণও করবে না এই পেইন্টের।

১৯৮৫ সালে প্রথম উইন্ডোজ সংস্করণের সঙ্গেই প্রথম এসেছিল এই অঙ্কনভিত্তিক সফটওয়্যার মাইক্রোসফট পেইন্ট বা এম এস পেইন্ট। পরবর্তী সময়ে মাইক্রোসফট, জেডসফট কর্পোরেশনের তৈরি ‘পিসি পেইন্টব্রাশ’কে লাইসেন্স করিয়ে নেয়। এই সফটওয়্যার উদ্ভাবনের পর মাত্র এক বিটের মনোক্রোম গ্রাফিকস সমর্থন করত। উইন্ডোজ ৯৮ এর গ্রাহকেরা এ সফটওয়্যার ব্যবহার করে প্রথম জেপিইজি ধরনের ছবি সংরক্ষণের সুযোগ পায়। গত কয়েক দিন আগে মাইক্রোসফটের প্রকাশিত এক তালিকায় এই পেইন্ট অনুমোদন দেওয়া হয়নি। ফলে চলতি বছরের শেষ দিকে উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস হালনাগাদ থেকে বাতিল করা হতে পারে পেইন্ট এমন ধারণা ছড়িয়ে পড়েছে ব্যবহারকারীদের মাঝে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ শুরু করে পেইন্টের ভক্তরা। গত সোমবার মাইক্রোসফট তাই আবার ঘোষণা দেয়, পেইন্ট উইন্ডোজের নতুন সংস্করণে ডিফল্টভাবে থাকছে না ঠিকই, তবে পুরোপুরি বাতিলও করা হবে না। উইন্ডোজ অ্যাপ স্টোরে বিনা মূল্যে পাওয়া যাবে পেইন্ট। মাইক্রোসফট এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে এক ব্লগ টিউনে মাইক্রোসফটের মহাব্যবস্থাপক মেগান সনডার্স লিখেন, এমএস পেইন্ট থাকছে, শিগগিরই এটির একটি নতুন স্থান হবে, উইন্ডোজ স্টোরে এটি বিনা মূল্যে পাওয়া যাবে। গত বছর পেইন্টের নতুন সংস্করণ ‘পেইন্ট ৩ ডি’ উন্মোচন করেছিল মাইক্রোসফট। ত্রিমাত্রিক ছবি তৈরি করার পেইন্ট ৩ ডি’র বেশ কয়েকটি সুবিধা মাইক্রোসফট ফটোতে থাকতে পারে বলেও জানান সনডার্স।

Level 0

আমি Muhit Shimanto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস