কাল রাতে একটি টিউন করতে চেয়েছিলাম এ নিয়ে কিন্তু টেকটিউনের সমস্যার কারণে লিখে শেষ করার আগেই সার্ভার এর কাজ শুরু হয়। আজ সকালে ট্রাই করে দেখি একই অবস্থা। পরে বিকালবেলা জিমেইলে সোমেল ভাই আমাকে একটি লিংক দিয়ে দেখতে বললে দেখি টেকটিউনেত্ত বাটপার আস্তানা বসিয়েছে। ইন্টারনেটে কাজের প্রয়োজনে ডলার ক্রয় বিক্রয় করতে হয়। কিন্তু ইদানিং নতুন নতুন ব্যবহারকারী এসে প্রথম টিউন করে ডলার বিক্রয় করবে বলে। যারা দীর্ঘদিন ধরে টিটি পরিবারের সাথে জড়িত এবং নির্ভরযোগ্য তাদের কাছ থেকেই সবসময় পরামর্শ নেত্তয়া উচিত। তারা এমন কাউকে রেফার করবে না যে বাটপারি করবে। আমরা প্রায় সবাই ছাত্র। অনলাইনে আয়ের আশায় ডলার কিনে বিভিন্ন সাইটে ব্যবহার করি। কিন্তু টাকা যদি এভাবে কেউ ছিনিয়ে নেয় তা হলে এর চেয়ে কষ্টের কিছু আর হতে পারে না। তাই এক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা উচিত। ডলার ক্রয়-বিক্রয়ের পূর্বে সঠিক পরিচয় সম্পর্কে নিশ্চিন্ত হোন। মোবাইলে লোড করে দেত্তয়ার পূর্বে একটু ভেবে নিন। ঢাকায় থাকলে ঢাকায় অবস্থানকারী কাছ হতে ডলার ক্রয় করুন হাতে হাতে। এভাবে নির্ভরযোগ্য স্থান থেকে ডলার ক্রয় করুন। ব্যাংক এর মাধ্যমে পে করতে গেলে যাকে দিবেন তার সর্ম্পূন তথ্য জেনে নিন। অন্য নামের একাউন্টে টাকা দিবেন না। আর ইন্টারনেট থেকে পাত্তয়া তথ্য থেকে ডলার কিনতে গেলে অর্থাৎ টেকটিউন থেকে কিনতে গেলে কোন নতুন টিউনারের কাছ খেকে না কিনে পুরনো ব্যবহারকারীদের সাহায্য নিন। সর্তকতা অবলম্বন করুন। ঠক বাটপারদের টিটি থেকে বিতাড়িত করুন।
Email Sender: [email protected]
IP address: 119.30.39.16
IP address country: Bangladesh
IP address state: n/a
IP address city: Dhaka
IP address latitude: 23.7231
IP address longitude: 90.4086
ISP of this IP: Grameenphone Ltd.
Organization: Grameenphone Ltd.
সোমেল ভাই আমাকে gtalk এই তথ্যটুকু দিয়েছেন। তাই সবাইকে দিলাম। যদি সবাই চেষ্টা করি তা হলে এই ঠকটাকে বের করতে পারবো টাইগার মেটের মতোই। টেকটিউন সবই পারে।*** টিউনে থাম্বনেইল ইমেইজ সমস্যার কারণে টিউনটি প্রথম দিকে পোস্ট করতে পারিনি। ২য় পৃষ্ঠায় চলে যাত্তয়ার কারণে এখন ২বার সবার জন্য পোস্ট করেছি।***
https://www.techtunes.io/internet/tune-id/49621/ এখানে দেখুন
আমি swordfish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনের ডাটাবেজ ঘাটলেইতো পরিচয় পাওয়া যায়।