এবার মহাকাশে যাচ্ছে বিখ্যাত কেএফসির স্যান্ডউইচ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ফাস্ট ফুডের জন্য বিখ্যাত ফাস্ট ফুড কেফসির, এতদিন কেফসির খাবার হয়তো পৃথিবীর সব দেশে পাওয়া যেত কিন্তুু এবার পাওয়া যাবে মহাকাশে।

ফাস্ট ফুডের তৈরি খাবার এবার যাচ্ছে মহাকাশে। যুক্তরাষ্ট্র থেকে কেফসির তৈরি স্যান্ডউইচ পাঠানো হচ্ছে মহাকাশে। ইতোমধ্যে টুইটার এবং ইউটিউবে এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়ে গেলো।

Tech Light News,tech news,technology,information technology,deepesh khisa
Space Sandwich

এনডিটিভির খবরে জানানো হয়েছে যে, কেফসির এই স্যান্ডউইচ কোন রকেটের মাধ্যমে পাঠানো হবে না। এটি একটি বড় আকৃতির বেলুনে খাবার বহনের মাধ্যমে পাঠানো হবে। এই কাজে ওয়ার্ল্ড ভিউ নামের একটি দল সাহায্য করবে।

কেফসি জানিয়েছে, মহাকাশ ভ্রমনের জন্য আদা দিয়ে তৈরি চিকেন স্যান্ডউইচ তৈরি করা হবে। আগামী ২১ জুন এই বানানো স্যান্ডউইচগুলো মহাকাশের উদ্দেশ্যে রওনা দিবে। এই স্যান্ডউইচগুলো জন্য একটি বিশেষ বড় বাক্স তৈরি করা হয়েছে ইতোমধ্যে। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে নাসা চ্যানেলে এবং নাসা ব্লগে ।

এবং আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকতে পারেন Technology World

সবাই ভালো থাকবেন আর হ্যাঁ টেকটিউনসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি দীপেশ খীসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস