টেকটিউনস মিটআপ ২০১১, সময় ও স্থান আপডেট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেকটিউনস মিটআপের জন্য স্থান ও সময় চূড়ান্ত করা হয়েছে।

স্থানঃ রমনা পার্ক।

সময়ঃ ৪ ফেব্রুয়ারী, শুক্রবার বিকেল ৩টা।

গুগল ম্যাপে স্থানঃ


আর এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিম্নোক্ত ব্যাক্তিদের সাথেঃ

  • ফাহিম রেজা বাধন
  • রকিবুল হায়দার
  • হাসান যোবায়ের
  • লাকি এফ এম

তো দেখা হবে রমনা তে ৪ ফেব্রুয়ারী, শুক্রবার বিকেল ৩টায়।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অবশ্যই আসব। শুধু সময় ও তারিখটা জানা বাকি। আর শাকিল ভাই আপনার ইয়াহু আইডি টা কি দেয়া যাবে , তাহলে চ্যাটরুমে আপনাকে নক করতাম।

    আমি ইয়াহূতে চ্যাট করা তো দূরের কথা মেইলও চেক করি না। আমাকে জিমেইল আর ফেসবুকেই পাবেন।

    Level 0

    where? plzzzzzzzzzz

    Level 0

    sudu tume now ame o asbo……

অবশ্যই আসবো ইনশাআল্লাহ!
এই দিনের অপেক্ষায় ছিলাম এতদিন।
অসীম ধন্যবাদ এত বড় সংবাদ দেয়ার জন্য। 😀 😀

    তারিখ ও সময় প্রস্তাব কর।

    ২১শে ফেব্রুয়ারী।

    ৪ ফেব্রুয়ারী করা যেতে পারে। কারন ছুটির দিন।
    তবে ২১ তারিখ হলে বেশি দেরি হয়ে যায়।
    তাছাড়া এই দিন অনেকের অন্য কাজও থাকে।

    আসলে বাংলা ভাষায় প্রযুক্তির মিলন মেলার জন্য আমার মনে হয়েছে এই দিনটিই ভালো হবে।

    Level 0

    Aste chawar jonno tomai onek dhonnobad.

আয়োজন টা অবশ্যই বড় হওয়া উচিৎ। উপস্তিত হয় যাবো সময় মতো…..

    সহমত। আসার ইচ্ছা আছে, সময় আর তারিখের উপর নির্ভর করছে।

    Level 0

    tume kolpona o korte parba na j koto boro aiojon…bujla?

আসতে পারবো কিনা জানি না। তবে হ্যা সুযোগ পেলে আসবো অবশ্যই। : ) তারিখ ২১ ফেব্রুয়ারী করলে ভাল হয়, শহীদদের প্রতি সম্মান জানিয়ে মিটআপ এ টিটি এর টিউনাররা সম্মানিতবোধ করবে আশা করি। একটি স্বরণীয় দিন হয়ে থাকবে। 😀

    এদিন অনেকের আলাদা শিডিউল থাকে তাছাড়া ঐদিন আয়োজনে আরো কিছু জটিলতা রয়েছে। তাই এই তারিখটা হচ্ছে না।

    শাওন ঢাকা তে আস, দেখা হবে। আমার টাকা গুলো পকেটে করে নিয়ে এসো। ওওওওওওওওহ তুমি তো আমাকে চিনতে পারনাই। তোমার দেওয়া Link দিয়া কাজ করেছিলাম, কিন্তু ভাই তুমি আমার পেমেন্ট দেওনাই। মনে অনেক কষ্ট পাইছি। রমনার বটমুলে, তোমার গুনগান আমি গাইব। আসলে নিজ কানে Live শুনতে পারবা। কাজ করে টাকা না পাউয়ার কি কষ্ট……………………….। আমার মত অনেকে আছে যারা প্রতারনার শিকার, বিদেশের Buyer এর কাছ থেকে। তুমি আমার দেশের লোক এমন করতে পারলা???? পৃথিবীটা গোল, একদিন দেখা হবেই কথা টা মনে রাখা উচিত ছিল। ঢাকা এসো দেখা হবে ভাই। মনে অনেক কষ্ট তোমাকে দেখে মনে পরে গেল।

    মামুন ভাই, দয়া করে আমার Comments টা ডিলিট কইরেন না।

    আরে বাধন ভাই কি বলেন এসব? কাজ করনে আমার দেয়া লিংক দিয়ে মানে? ভাই, অনেককেইতো কাজ দেই বাট আপনাকে কাজ দিছি মানে আপসাকে ঠিক চিনতে পারলাম না। দয়া করে পরিচয় টা ভাল করে দিন। আর কাজ করছে টাকা দেই নাই এটা ঠিক না। কিন্ত আমার কোন কাজ করছেন তাই বলেন আগে। আমার কাছে কাজ করছে অথচ পেমেন্ট দেই নাই এটা ঠিক বললেন না ভাই। হয়তো কোথাও মিসটেক হচ্ছে, বেপারটা পরিস্কার করে বলুন দয়া করে। কি কাজ করছেন? আমাকে মেসেন্জারে নক করুন দয়া করে @[email protected] কি কাজ করছে, কতটুকু করছেন বলেন, আমি যদি না দিয়ে থাকি হয়তো কারন বশত দেই না। কারন দর্শান পেমেন্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। 🙂

    @বাধঁন, আপনাকে জানাচ্ছি যে, আপনি আমার সাথে যদি সত্যি কাজ করে তাকেন তবে সেটা কোন কাজ করছেন আমাকে জানাবেন। হ্যা, পেমেন্ট এ কিছু মিসটেক হতে পারে। তবে, আপনার “রমনার বটমুলে, তোমার গুনগান আমি গাইব। আসলে নিজ কানে Live শুনতে পারবা। কাজ করে টাকা না পাউয়ার কি কষ্ট……………………….। আমার মত অনেকে আছে যারা প্রতারনার শিকার, বিদেশের Buyer এর কাছ থেকে। তুমি আমার দেশের লোক এমন করতে পারলা???? পৃথিবীটা গোল, একদিন দেখা হবেই কথা টা মনে রাখা উচিত ছিল। ঢাকা এসো দেখা হবে ভাই। মনে অনেক কষ্ট তোমাকে দেখে মনে পরে গেল। ” এই কথাটা ঠিক বুঝলাম না। দয়া করে ক্লিয়ার করুন। আপনি যদি সত্যি আমার কোন কাজ করেন থাকেন, তবে তার প্রমান নিয়ে আমাকে মেসেন্জারে নক করবেন আশা করি। আপপি কাজের টাকা পেলে অবশ্যই পাবেন।

Level 0

অবশ্যই আসবো ইনশাআল্লাহ!
তবে ভাই তারিখ ও সময় একটা সরকারী ছুটি দেখে দিলে ভাল হয়। তাহলে আমার মনে হয় সবার সুবিধা হবে।

21st february . thanks

আসবো ইনশাআল্লাহ!

valo idea..

শুক্রবার দেখে কোন একটা তারিখ নির্ধারণ করেন সবার সুবিধা হবে

Level 0

৪ই ফেব্রুয়ারি শুক্রবার হলে ভালো হয়। আশাকরি যোগ দিতে পারবো। তারিখ সময় স্থান অপেক্ষায় রইলাম 🙂

    Level 0

    শুক্রবার বিকাল ৩টার সময় হলে সবাই আসতে পারবে নামাজ পড়ে। আর ধানমন্ডি এলাকায় কী স্থানটি নির্ধারণ করা যায়?

হি হি হি , ৩ তারিখ পরীক্ষা !

আসেত পারব না। কারণ , আমি থাকি সিলেটে । তবে শুভ কামনা রইল।।।

শাকিল ভাই এই মিট-আপ টা খুবেই জরুরি !!! এই ভাল একটা কাজ করার জন্য আপনাকে ও সাম্য ভাইকে অনেক ধন্যবাদ । যেকোন শুক্রবার হলে আমার আসতে কোন সমস্যা হবে না ।

মাতৃ ভাষায় এমন জনপ্রিয় ওয়েব, আর কোথাও আছে কিনা জানিনা।৮ই ফাল্গুন তারিখ হলে ভালো হতো কিন্ত ছুটির দিন না হওয়াতে অনেকেই হয়তো আসতে পারবেনা।তাছাড়া শুক্রবার হওয়ার পক্ষে অনেকে ইচ্ছা পোষন করেছে।আমার আবার শুক্রবার ফাক নেই।এজন্য সবার সুবিধা দেখতে গেলে তারিখ নির্ধারণ করা সম্ভব হবে না।তাই আমার মত হল, আপনারা চিন্তা ভাবনা করে একটা তারিখ ও স্হান জানিয়ে দিন। যার যাওয়ার ইচছা আছে সে নিশ্চয় সময় বের করে নিতে পারবে।

Level 0

ইনশাআল্লাহ 😀

অবশ্যাই আসব।……………….
সময় ত্ত তারিখ জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ শাকিল ভাই…….

২১ তারিখ বিভিন্ন প্রোগ্রাম থাকায় ওই দিন পসিবল না,
৪ তারিখ ই ভালো।

    সময় মানে তো শুধু তারিখ নয়।
    আপনারা দিনের নির্দিষ্ট কোন সময় প্রস্তাব করুন, যেমন বেলা ৩ টা থেকে ৬ টা।

    ৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টা হলে ভাল হয় । নামাজ পরে আস্তে ধিরে আসা যাবে ।

শাকিল ভাই,

আমি খুবই আগ্রহী আপনাদের সাথে দেখা করার জন্য। দিনটা যদি হয় শুক্রবার; তাহলে আরও ভাল হয় , তবে শুক্রবার হলে সময় বিকালে হলে ভাল কারণ জুময়ার নামাজের জন্য সকালে অনেকে আসতে চাইতে নাও পারে। যাই হোক তারিখ ও সময়ের জন্য অপেক্ষায় রইলাম।

ও ভাই…
আমি ভারতের পশ্চিমবঙ্গে থাকি…..
আমার ইচ্ছা থাকলেও উপায় নেই….
আমার দ্বারা সম্ভব হবে না….
তাই তো বলি …সমবর্তন অনুষ্ঠানে কি হলো লিখে বিস্তারিত জানাবেন কিন্তু….
আমার মন আপনাদের সাথেই রইলো

    Level 0

    খুব আফসোস লাগছে আসতে পারবোনা ভেবে।কারন আমার একা কোথাও যেতে ভাল লাগেনা।টেকটেউনস এ কষ্টিয়ার কেউ থাকলে আওয়ায দিয়েন।সফল ও সার্থক হোক টিটি মিটআপ।

এই রকম একটা অনুষ্টানে থাকতে পারবনা বলে খারাপ লাগছে । কারন আমি যে মালয়শিয়াতে । মিট আপ শুভ হোক ।

যদি আপনার কথামত ৪ ফেব্রুয়ারী হয়, তাহলে অবশ্যই আসব। এর পরে হলে সমস্যা আছে আমার।

আমি আসতে চেয়েছিলাম।কিন্তু সেটা কখনোই সম্ভব না! 🙁

ধানমন্ডির আসেপাশে (মানে ১-২ মাইল ব্যাসর্ধ বিশিষ্ট সার্কেল ) এর মধ্যে হলে আমার সুবিধা 😀

কত দিন ধরে আশায় ছিলাম এমন একটা দিনের কিন্তু আমরা যায়া টিউন করতে পারিনা শুধু মন্ত্যব করি তারা কি আসতে পারব ?
ভাইয়া দয়াকরে ৪ তারিখে করবেন না। যদি সম্ভব হয়। ৪ তারিখে আমার ভাইয়ের বিয়ে। অন্য যে কোন ছুটির দিন হলেই হবে।

ভাই আমিও আসতে চাই।আমার জন্য সময় কোন ব্যাপার না,এক সময় হলেই হলো। আর একটা কথা ভাই খাবার এর জন্য আমাদের কত টাকা করে দিতে হবে জানালে ভালো হতো । ধন্যবাদ এই রকম একটা আয়োজন করার জন্য।

ঈদ হবে আর আমি আসবো না, তা হইতে পারেনা, আমি আসার চেষ্টা করব।

Level 0

Inshallah Aboshai Ashbo. Shudu time & place ta thik koren plz.
As early as possible

অবশ্যই আসবো ইনশাআল্লাহ!

Level 0

এই রকম একটা অনুষ্টানে থাকতে পারবনা বলে খুব খারাপ লাগছে। আমি থাকি চট্টগ্রামে ।
খুব Miss করবো। তবে শুভ কামনা রইল সবার জন্য।

    তাহলে চট্টগামে একটা মিটআপ করলে কেমন হয়? আমিও তো চট্টতে আছি। আর কারা কারা চট্টগ্রাম আছেন?

    আমিও চাঁটগার পোলা…………………

    আঁইও চিটাগং এর পোয়া,আর কেউ কি আছেন,থাকলে আওয়াজ দেন।

    Level 0

    আমিও আছি … আর কেও…?

    আমিও আছি চট্টগ্রামে।

    আরে আরে
    আরেঁ থুইয়ারে অনরা কডে যন? আইঁ ও চিডাংওত থাহি।

Level 0

৪ তারিখ হলে ভাল। Inshallah Aboshai Ashbo । আমার সব চেয়ে প্রিয় সাইড এটা ।

আর নাদের দেখার আমার খুব ইছছা । ধানমন্ডি হলে ভাল হয়।

Level 0

আপনাদের দেখার খুব ইছছা আমার ……………………

আহ !!!
আমি কি আসতে পারব??
দিনাজপুরে থাকি তাও আবার জীবনে কোনদিন একাই দিনাজপুরেই যাইনি 🙁 ।
আচ্ছা দিন তারিখ টা ঠিক করেন দেখি সাহস হয় কি না !!

Level 0

আমি তো টিউন করি না। কিন্তু সব লেখা পড়ি।

সব সময় টেকটিউনস এর সাথে থাকি। আমি কি আসতে পারব ?

৪ তারিখ হলে ভাল হয়। আমি থাকি সিরাজগঞ্জ এর শাহজাদপুর এ। আমি আপনাদের সবাইকে খুব অনুভব করি। আমি না এসে কি থাকতে পারব?
আমি অবশ্যই আসবো। স্থান, কাল, সব কিছু জানার অপেক্ষায় রইলাম… ভাল থাকবেন।

    শাহজাদপুরের কোথায় থাকেন??? ডিটেইল বলেন।

শুভ কামনা রইল সবার জন্য।
আমারও সবাইকে দেখার ইচ্ছা আছে। তবে আমি থাকি গাজীপুরে।

ভালো হয় যদি অনুষ্ঠানটির কাছে একটি ল্যাপটপ এবং ওয়েবক্যাম বসিয়ে দেয়া যায়। আমরা অন্তত সরাসরি সম্প্রচার দেখতে পারব। চাঁপাই নবাবগঞ্জ থেকে আসা বড়ই কঠিন!

    আর হাঁ এই টিউনটি ৪তারিখ পর্যন্ত স্টিকি করা মনে হয় ভালো হবে। তাতে সবাই ব্যাপারটা জানতে পারবে।

    এটা করলে বাংলাদেশে টেকটিউন্স হবে প্রথম সাইট যারা লাইভ মিট-আপ আনুষ্ঠান সম্প্রচার করবে ।
    আপনার আইডিয়াগুলো আসলেই ভালো । দেখা যাক মডারেটরগণ কি করেন । আপনাকে ধন্যবাদ ।

    অফটপিকঃ @মারুফ ভাই, আপনার বাসা চাঁপাইয়ের কোথায়? আমার বাসা নাচোল।

    রনি পারভেজ ভাই রানীবাড়ী চাঁদপুর এসে আমার নাম বললে সবাই চিনবে।
    (মল্লিকপুর ঘাট পার হতে হবে।)
    আপনি নাচোল কোন জায়গায়?

যেহেতু টিউনারদের মিলন মেলা তাই কমেন্টা করা ঠিক কিনা ভাবতে ছিলাম তারপর ভাবলাম কমপক্ষে আপনাদের একটা শুভকামনা জানানো দরকার,
আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করছি আপনাদের উদ্যোগ সফল হবে।

নিঃসন্দেহে ভালো উদ্যোগ। অবশ্যই আশার চেষ্টা করবো, তবে বয়সে এখানে অনেকের চেয়েই ছোট তাই আসাটা মানাবে কিনা কে জানে? আমার মনে হয় বড় কোন পার্কে করলে ভালো হয়, এক্ষত্রে রমনা পার্কের কথা বিবেচনা করা যেতে পারে…

যদি আসি তাহলে ক্যামেরা নিয়ে আসার চেষ্টা করবো, যাতে যারা অনুপস্থিত থাকবে তারাও দেখে নিতে পারে কেমন ছিল মিটআপ……

যাদের যাদের ক্যামেরা বা হ্যান্ডিক্যাম আছে তাদের তা সাথে নিয়ে আসার অনুরোধ করবো।

    আরে আরে !! কও কি??
    আমিও যাচ্ছি তারপর মেপে দেখব তুমি আমার থেকে বড় না ছোট 😀
    তবে ক্লাসের দিক থেকে কিন্তু আমার থেকে একটু ছোটই 🙂

    আবার জিগায়, আগেতো আসো তারপর দেখা যাবে কে ছোট কে বড়… 😀
    সত্যিই কি আসবে সাইফুল? মানে আসতে পারবে একা? বাসা থেকে আসতে দিবে?

সরকারি ছুটির দিনে হলে আসতে পারব ।

ভাল উদ্যোগ তবে এবার মনে হয় আশা হচ্ছে না, পরেরবার ইনশাল্লাহ

একটা টেকটিউন সফর দেয়া যেতে পারে। ধরুন যারা এতে অংশ নিতে আগ্রহী, তাদের সবাই কে নিয়ে কক্সবাজার অথবা অন্য কোথাও গিয়ে মিট আপ করা গেলে খুব ভালো হত। আমরা সবাই সবার সাথে টিউনার হিসেবে পরিচিত। এই সম্পর্কটা আরো গভীর হত। আর টেকটিউন কে তুলে ধরা হবে সবার কাছে। বিশেষ করে যারা টেকটিউন বলে যে কিছু আছে সেটা যানেনা।

    ঢাকার অনেকের সেখানে যাওয়া সমস্যা একই সাথে তবে আপনি সেখানে মানুষের কাছে টেকটিউনস কে তুলে ধরতে পারেন

আমি আছি… আসবো ইন্সাল্লাহ …।

যদি টিউনারদের সাথে দেখা করতে পারতাম তাহলে সত্যিই খুব ভাল লাগত। কিন্তু আমি চট্টগ্রাম থাকি। তাই প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারব না। তবে আমার শুভকামনা রইল এটা যেন একটা পরিপূর্ণ মিলন মেলা হয়।

তারিখ বার যেটাই হোক স্থানটা ঢাকা প্রেস ক্লাব করলে ভাল হয়। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভাল

    এটা ভাবা যেতে পারে, ঢাকার প্রায় সব জায়গা থেকেই এখানে আসাটা সহজ হবে।

আসতে পারি । ৪ তারিখ ঠিক আছে….

অবশ্যই আসবো। যেহেতু ২১ শে ফেব্রুয়ারী আমাদের মাতৃভাষা দিবস তাই আমার কাছে ২১শে ফেব্রুয়ারিই মিটআপের দিন হওয়া উচিত।

12pm হলে ভালো হয়,কারন যারা ঢাকার বাহির থেকে আসবে তাদের তো আবার বাড়ি ফিরতে হবে।

অবশ্যই আসবো ইনশাআল্লাহ!

I want to attend .

এই মন্তব্যটি করতে গিয়ে দেখলাম আপনার মন্তব্যসংখ্যা 2011-টি…
Techtunes Meet-Up 2011 আসবোই…

৪ তারিখ একটু তারাতারি হয়ে যায়, পরের শুক্রবার হলে খুব ভালো হয়, অর্থাৎ ১১ তারিখ দুপুর ২ টায় মিটআপ প্রোগ্রাম করলে অনেক ভালো হয় ।
ভালো উদ্যোগ । সবাইকে ধন্যবাদ ।

    ৪ তারিখের এখনও ৭ দিন বাকী আর পেছালে শুধু পেছানোই হয় তাছাড়া এখন আর সুযোগও নেই।

শাকিল ভাই এই বিষয় নিয়ে আমারও অনেক আগ্রহ ছিল আগের থেকেই।আমি চাই সবার মত আপনাদের সাথে দেখা করতে।আসতে পারব কিনা জানিনা।কেননা আমি থাকি ঝিনাইদহে।ঢাকায় আসাটা বেশ কষ্টসাদ্ধ ব্যপার।তারপর ও যদি ৪ তারিখে অনুষ্ঠিত হয় তবে আমি আসবো ইনশাহাল্লাহ।
আর ২১শে ফেব্রুয়ারীতে না করা ই ভালো।কেননা আমরা সবাই ঐ দিন ব্যস্ত থাকবো।

    বেশী সমস্যা হলে এত দূর থেকে আসার ব্যাপারটা নিজেই ভেবে দেখুন, আপনার উপরই ছেড়ে দিলাম

অনেক ভালো লাগছে এই মহান উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। টিটি তে আছি ১ বছরের মত বা বেশী, টিউন করছিলাম একটা তাও না জেনে ziddu এর লিঙ্ক দেওয়াতে কেটে দিসে। তাই লিখতে না পারলেও পড়তে পারি আর কমেন্ট ও করি কিন্তু আমি সবাইকে চিনি যদিও ব্যাক্তিগত ভাবে কথা হয়না। তাই অনুষ্ঠানে যেয়ে নিজেকে বিব্রতকর মনে হবে মনে হচ্ছে। অথচ সাভার থাকি ঢাকার যেখানেই হোক অনুষ্ঠান আমার সমস্যাই হবেনা । কি যে করি দিলে তো চায় কিন্তু জানে কুলায় না।

আমার খুব খুব ইচ্ছা আসার কিন্তু আমার ভাইয়ের বিয়ে যে। ৪ তারিখ বাদে অন্য যে কোন ছুটির দিন হলে কি হয়না? সবার কাছে আমার আকুল আবেদন।

    সম্ভাবনা নাই

    শুধু ভাইয়াই তো বিয়ে করবে !
    আপনি তো আর করবেন না।
    চলে আসুন !

    কামরুল ভাই, আপনার ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়ে এক ঢিলে ৩ পাখি 😀

    ১. মিটআপ ও হবে
    ২. খাওয়া দাওয়ার খরচ বেচে যাবে।
    ৩. কামরুল ভাই ও থাকতে পারবে। 😉

    হুমমম। কামরুল ভাই দাওয়াত দিয়ে ফেলুন।

আমারও আসিতে মন চায়………………..কিন্তু চট্রগ্রামের ফটিকছড়ি থেকে ঢাকায় আসিবার কথা চিন্তা করা এই অধমের নিকট নিছক বোকামী ছাড়া আর অন্য কিছু নহে……….
তবুও দূরে থাকিয়া ভালবাসিয়া যাইবো টিটিকে আর তাহার যতসব টিউনারদিগকে >>>>>>>>>
টিটির টিউনার মিটআপের জন্য রহিলো শুভ কামনা………………………..

    উহু !!
    বড়ই দুঃখ পাইলাম 🙁

    ঠিকআছে আপনি ওই দিন নামাজ পড়ে একটা ভাল সময় দেখে ঘুমাইয়েন 😛

    সহমত সাইফুলের সাত্থে…

    জেলা বা বিভাগ ভিত্তিক মিটআপ করা যায়।

২১ ফেব্রুয়ারী হলে ভাল , তার পরও আসার চেষ্টা করব

৪ তারিখই ভাল
আমি আসব
কোথায় হবে

Level 0

আমি বাংলাদেশের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থাকি। তাই আসতে পাবো কিনা জানিনা। তবে সবার জন্য শুভো কামনা রইল।

ধন্যবাদ এই মহতি উদ্‌দোগের জন্য। চেস্‌টা থাকবে আসার।

Level 0

4 FEB is Best Time.

আসবো ইনশাআল্লাহ!

asar issya ase

আসতে পারবো কিনা জানি না। তবে হ্যা সুযোগ পেলে অবশ্যই আসবো ।

অবশ্যই যেতে হবে।

শাকিল ভাই আমার আসার ইচ্ছা আছে।

আমি অবশ্যই আসিবো বৎস গণ ! তোমাদের ফেসবুক জনিত সমস্যাবলির সমাধান দিতে আমি আপ্রান চেষ্টা চালাইবো। তাছাড়া, ভক্তগন গণধেআলাই দেবার জন্য এবং এডমিন/মডারেটর গন ধোলাই খাবার জন্য প্রস্তুত থাকুন। নতুবা সার্ভারের এই জ্যাম হইতে সাইট কে মুক্ত করুন মিট আপ এর আগেই।

    স্থান ও সময় নিশ্চিত করিয়া ফেসবুক এ আপডেট দিবেন বলিয়া আশা রাখিতেছি। আরেকটা কথা, মিটআপ এর দিন একটা আনন্দ মিছিল করিতে পারিলে উত্তম হইতো। শুক্রবারের ঢাকা শহর দেখিবার বড় সাধ ছিল।

টেকটিউনসের সকল টিউনার ও ভিজিটরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথা কারো মনে আছে কিনা জানিনা। নানা সমস্যায় এতদিন টেকটিউনসে আসা হয়নি। অনেকদিন পর টেকটিউনসে আসলাম। এর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছি। টেকটিউনসের গেটআপে পরিবর্তন এসেছে। পুরানো টিউনাররা অনেকে টিউন করছেন না। নতুন অনেক টিউনার লিখছেন, তবে বানান ভুল এবং অত্যন্ত সংক্ষিপ্ত টিউন মাঝে মাঝে বেশী চোখে পড়ছে। তবে আজ টেকটিউনসে এসে শাকিল আরেফিনের এমন চমৎকার একটা প্রস্তাব দেখে মনটা খুশীতে ভরে উঠল। যদিও অল্প সময়ের নোটিশে এমন আয়োজন, তবু আমার প্রাণের টিউন টেকটিউনসের আয়োজনে শরীক না হয়ে কি ঘরে বসে থাকা যায়? প্রিয় টিউনারদের সাথে পরিচিত হওয়ার এমন সুযোগ মিস্ করতে কে চায়? স্থান এবং সময় নির্ধারিত হলে যথাশীঘ্র হাজির হব ইনশাল্লাহ্।

Level 0

Vai khulna te thaki, kintu aste issa kore. tech tune is the best. final date ta flow up koren…..jate amara jante pari…thanks

    ভাই আমিও খুলনায় থাকি। আমার সাথে যোগাযোগ করুন প্লিজ।
    আমার নাম্বার ০১৮১৯৭০৪০৮৭

গতবছর মিটআপে এসেছিলাম।সবার সাথে পরিচিত হয়ে বেশ ভাল লেগেছিল। আমার তেমন টিউন করা হয় না।তবে নিয়মিত ভিজ়িট আর ডাউনলড ্করা মিস হয় না। যাহোক এবারের পরিকল্পনা ও উদ্দেগ যেন শুভ হোক। ১ অথবা ২ তারিখ হলে আসতে পারতাম।কারন আমার তিন তারিখ থেকে এক্সাম।শাকিল ভাই আপনাকে ধন্যবাদ এই শুভ উদ্দেগের জন্য…………….।

অবশ্যই আসবো ইনশাআল্লাহ!
এই দিনের অপেক্ষায় ছিলাম এতদিন।
ধন্যবাদ সংবাদ দেয়ার জন্য

Level 0

এরকম একটা অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনেক কিন্তু অনুষ্ঠানটির প্রতিপাদ্য কি থাকবে বা যারা সেখানে যারা উপস্থিত হবে তাদের কি কি করতে হবে তা জানালে ভাল হতো। যেমন প্রবাসী ভাই রেগুলার ভাল ভাল সফটওয়ার এর লিংক দেয় কিন্তু আমাদের নেট স্পিড না থাকায় তা ডাউনলোড করতে পারি না। যদি এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে তা পাওয়া যেত বা যার সংগ্রহে যত টিউটোরিয়াল বা প্রয়োজনীয় সফটওয়্যার আছে তা যদি সংগে আনে তাহলে তার একটা বিনিময় মেলা হয়ে উঠবে। আবার এমন হতে পারে যে টি টি তে এ যাবত যত টিউন হয়েছে তা কোন ডিভিডি বা পেনড্রাইভে করে নেয়া যাবে যা কিনা অফলাইনেও দেখা যাবে। আমার নিজস্ব মতামত থেকে বললাম। তবে এরকম একটা অনুষ্ঠান থেকে যদি সংগ্রহে রাখার মতো কিছু হয় তাহলে ক্ষতি তো নাই। আপনারা কি বলেন?

আমি আসতে চাই।

ডেট / টাইম কি ঠিক হল শেষ অবধি, আর স্থান কোথায়? কেও একটু জানান আমি আসবো ইনশাল্লাহ। আর সাথে টিটি এর আরো কিছু নিরব পাঠক থাকবে ইনশাল্লাহ

    Level 0

    @প্রবাসী ভাই , আপনার শরীলের কি অবস্তা…?
    একখ কি একটু ভাল লাকতেছে …?
    আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
    ভাল থাকবেন ।

    Level 0

    sorry ভুল হয়ে গেল।

খুব ইচ্ছা ছিল আসার। কিন্তু আমার অবস্থা সাইফুল ভাইয়ের মত। লাস্ট টাইম সিসিমপুরের কাজে ঢাকায় একা যাওয়ার প্রয়োজন হয়েছিল। তাও পুরুপুরি একা নয় সিসিমপুরের গাড়িতে টিমের সাথে। কিন্তু যাওয়ার জন্য রিতিমত যুদ্ধ করতে হয়েছিল। এবার মনে হয়না যুদ্ধ করেও কোন লাভ হবে। কারন আব্বাজানের মেজাজ ইদানিং আমার প্রতি কেন জানি ভাল নেই। 🙁

    আদনান আপনি বোধহয় আমার কাছে একটি সফটওয়্যার চেয়ে মেইল করেছেন।যাইহোক সফটওয়্যারটি আমি দিতে পারবো।সরাসরি মিডিয়া ফায়ার লিঙ্ক চান নাকি অন্যান্য লিঙ্ক হলেও চল্বে?জানাবেন।অসুস্থ্যতার কারনে টিউন করতে পারছি না তাই লিঙ্ক দিতে চাচ্ছি।

    এটাও আছে আপনার কাছে! সব সফটওয়্যার আপনি পান কোথা থেকে একটু বলবেন? আমি গুগলে কয়েক ঘন্টা ধরে খুজেছি লাভ হয়নি। আর লিঙ্ক মিডিয়া ফায়ার হলেই ভাল হয় কারন অন্য লিঙ্ক থেকে ডাউনলোড অনেক ঝামেলা।

    সিলেটে যারা আছেন তারাকি একটু হাত তুলবেন? আমরা নাহয় লোকালি মিটআপ করে দুধের স্বাদ ঘোলে মিটাই। এ নিয়ে আলাদা করে টিউন করতে চাচ্ছি না। এখান থেকেই কমেন্টে সবকিছু ঠিক-ঠাক হোক।

    প্রবাসী ভাইয়ার দ্রুত আরোগ্য কামনা করছি!
    @আদনান ভাই! আমি সিলেট জিন্দাবাজার থেকে বলছি, টিএইচ সাইবার ক্যাফেতে আপনাকে স্বাগতম!!!
    ২৩ হক সুপার মার্কেট, পূর্ব জিন্দাবাজার, সিলেট। জিন্দাবাজার পয়েন্টের কাছেই।
    [email protected], [email protected]

    http://www.mediafire.com/?dcjupnm9mphxi4n এখান থেকে ডাউনলোড করে দেখুন এটাই সেটা কি না।সফটওয়্যারটি প্যাচ সহ আছে এবং ১০০% কার্যকর।সাইজ ৩০ মেগা।কাজ হোক বা না হোক জানাবেন।

    কাজ করছে না। সফটওয়্যারটা ৪.০ ভার্ষন আর প্যাচটা ৩.২ ভার্ষনের।

    আপনি আনইন্সটল করুন।এবার পুনরায় ইন্সটল করুন।ইন্সটলের পর local disk c >>> programs >>> jolly technologies >>> id flow তে প্যাচটি ঢুকিয়ে রান করুন।এবার ডেস্কটপে ক্লিক করে বাকি কাজগুলো সারুন।কাজ না করার কোন কারন নেই।১০০% কাজ করবে।

    প্যাচএর উইন্ডোতে লিখা উঠে “Wrong file size or already patched”

    Level 0

    @প্রবাসী ভাই , আপনার শরীলের কি অবস্তা…?
    একখ কি একটু ভাল লাকতেছে …?
    আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
    ভাল থাকবেন ।

    প্যাচ যে এক্টিভ হয় তার স্ক্রীন শর্ট আপনাকে মেইল করে পাঠিয়েছি।বাকিটা আপনার কপাল।
    @faRuk এখন আছি মোটামুটি।ধন্যবাদ।

আসার চেষ্টা করব। রংপুর থেকে দূরত্ব ……………………………।

Level 0

উপরের মন্তব্য থেকে ই বুজা যাই সবাই টেকটিউনস কে কত ভালো ভাসে ………………

হুম ৪ তারিখ হলে ভাল হয়। কারন শুক্রবার।
যদিও চট্টগ্রামের অধিবাসী, এখন ঢাকাই থাকি…………………

আমি পুরনো পাঠক এবং নতুন কমেন্টর। তবে আসার ইচ্ছা তো সেইরকম। ইনশাআল্লাহ আসবো।

ইনশাআল্লাহ অবশ্যই আসার চেস্টা করব! তবে আমি গার্মেন্টসে চাকুরি করি ছুটি খুব কম পাই! শুক্রবার হলে ভাল হয়!

4 February করেন আর পিছাইয়েন না ।

আর মাত্র তিন দিন পরেই টেকটিউনসের মিট আপ। এখন যত দ্রুত পারা যায় সময় এবং স্থান ঠিক করে ফেলার জন্য অনুরোধ করবো। যেহেতু ঢাকার বাইরে থেকে অনেকেই আসবে বলে জানিয়েছেন তাই যত দ্রুত পারা যায় সময় ও স্থান বলে দিলে তারা সুবিধামত প্রস্তুতি নিয়ে চলে আসবেন। অনেকেরই বাসার বলা প্রয়োজন আছে, আবার অনেকের বাবা-মাকে রাজি করানোরও প্রয়োজন থাকতে পারে, তাই সব কিছু নির্দিষ্ট করে দিলে তারা হয়তোবা চিন্তা ভাবনা করার সুযোগ পাবে এবং প্রস্তুতি নেয়ার সুযোগ পাবে।

*আমার মনে হয় স্থানটা রমনা পার্ক বা বড় কোন পার্ক এ করলে ভালো হয়। এতে স্থান সঙ্কুলান নিয়ে সমস্যা হবে না…

ধন্যবাদ টেকটিউনকে, এতবড় একটা ঈদের আয়োজন করার উদ্যেগ নেয়ায়। আমি আসবো তবে ভালো হয় সময় এবঙ তারিখ আলাদা একটা টিউনে প্রকাশ করলে কারন এখানে হয়তো অনেকের চোখ এড়াতে পারে। আর যদি ৪ তারিখ হয় ভালো হয় বিকেলে এবং স্থান টা ধানমন্ডির যেকোন জায়গায় ভালো হয় কারন এটা সবার জন্যই আসতে সুবিধা হবে। তবে ডিজে আরিফের মতে যদি পার্কে হয় তাহলে সবাই মিট আপ না করে যুগল বন্দি হয়ে পিছটান মারবে।

৪ ফেব্রুয়ারী করা যেতে পারে। কারন ছুটির দিন।
তবে ২১ তারিখ হলে বেশি দেরি হয়ে যায়।

আমি কি আসতে পারি……..শাকিল……….??

আমিও আসবো কিন্তু

I am coming also.

আমাকে কি অংশগ্রহণ করার সুযোগ দেয়া যাবে?

২১ ফেব্রুয়ারী ব্যতীত যে কোন শুক্রবার হতে পারে।

মনের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে কোন পাবলিক পরীক্ষায় ফেল করেছি। 🙁

খুবই খুশির খবর,,কিন্তু খারাপ লাগছে আমি আসতে পারবোনা কথা ভেবে…..
আমরা যারা দেশের বাহিরে আছি তাদের জন্য যদি কনো ব্যাবস্থা হতো
যেমন: কোন টিভি চ্যানেল এর মাধ্যমে সরাসরি দেখানোর ব্যাবস্থা করলে আমাদের জন্য খুবই ভালো হতো।
আরেকটা বিষয় এই অনুষ্ঠানটি ভালো ক্যামেরা দিয়ে ক্যাপচার করে, টেকটিউন এর মাধ্যমে
আমাদের কাছে দেয়ার ব্যাবস্থা করা হউক। ভালো থাকবেন সবাই ধন্যবাদ।

আমি যে আপনাদের সঙ্গেই আছি ( তা যে কোন ভাবেই হোক ) ৪ তারিখেই তা প্রমান দেবো।

    বুঝেছি আপনি দেশে আসবেন। দেশে আসার খবর কার কাছে শুনলাম মনে করতে পারছি না।
    দেশে আপনাকে স্বাগতম। ভাল থাকবেন।

    ভাই, আপনার সাথে দেখা হবে কোথায়?

    Naki Vedio Chat e aiben??? Jai hok apnare dekhbar shad asey amader… aia foren 🙂 amr 1-8th february porjonto khub Hard Schedule porse 3rd februaryte Ctg 4th e Dhaka 5th e Sylhet… Ekta schedule to miss hobar e 🙁

আসছি……………………

অবশ্যই আসতে পারেন ভাই । টেকটিউনস স্বাগতম আপনাকে আশাকরি নিয়মিত আমাদের সাথে থাকবেন…

লক্ষ্য এখন রমনা পার্ক…

Level 0

মন তাই খারাপ হয়ে গেল , আমার বিসিএস শেষ হচ্ছে 8/2/11 । এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি । so, i cannot come

Level 3

ইনশাআল্লাহ আমিও আসব।

শাকিল আরেফিন ভাই কে বলছি, এই মিট আপ এ কি কোন বিশেষ অতিথি থাকবে? কোনও ইলেক্ট্রনিক্স মিডিয়া কি জানে ব্যাপারটা? এটা নিয়ে একটা ভালো রিপোর্ট হতে পারে, যা কিনা টেকটিউনস কে আরও পরিচিত ও জনপ্রিয় করতে পারে। আমাকে একটু বলবেন কি?

Level 0

ইস খুব মিস করব…….. চট্টগ্রাম থেকে আসা সম্ভব না………….

I shall come.

Level 0

আসবো ইনশাআল্লাহ
শাকিল ভাই রমনা পার্ক এর ঠিক কোন জায়গাটাতে আসতে হবে ???
পুরা পার্ক ঘুড়ে খুজতে সবার কস্ট হবে, তাই বলছিলাম নিদির্ষ্ট কোনো স্থানের নাম জানানোর জন্য।
অসংখ্য…………..ধন্যবাদ এই মহতি উদ্‌দোগের জন্য।

ভাই, আমিও কিন্তু আসতেছি।

আমার বাসার পাশে আমি কি না এসে পারি

সিলেটে যারা আছেন তারাকি একটু হাত তুলবেন? আমরা নাহয় লোকালি মিটআপ করে দুধের স্বাদ ঘোলে মিটাই। এ নিয়ে আলাদা করে টিউন করতে চাচ্ছি না। এখান থেকেই কমেন্টে সবকিছু ঠিক-ঠাক হোক। সময় স্থান পরে ঠিক করা হবে।

Level 0

হয়তো আসছি,হয়তো না।

সবার সাথে আগামীকাল দেখা হবে।

আমি অনেক দূর থেকে আসবো। কিশোরগন্জ থেকে।তাছাড়া আমি ঢাকার রাস্তাঘাট খুব একটা চিনি না।সময়ের উপর নিরভর করে।আসব ইনসাল্লাহ

Level 0

অফিস আছে। তবুও মন থেকেই ইচ্ছা আছে। যদি পারি সুযোগ ছারবোনা ইনশাআল্লাহ!!!

আফসোস! একটা জরুরী কাজে বাড়িতে আসলাম আর ঢাকাতে মিটআপ এর সময়, দিন ঠিক হয়ে গেল………….কপালটাই খারাপ……..:(

খুবই দুঃখ লাগছে কারণ আমি আসতে পারবো এর প্রধান কারণ হলো আমি থাকি দিনাজপুরের পার্বতীপুর থানায়। 🙁 তবে ইনসাআল্লাহ আগামী মিটআপে আসার যথাসাদ্য চেষ্টা করবো।

Level 0

আচ্ছা,গেস্ট নিয়ে কি আসা যাবে?

    চাচ্ছিলাম মিটআপের অনুষ্ঠান লাইভ এমবেড করতে হলনা। শাকিল ভাই করে দিন টিউনে প্লীজ। আর মন্তব্য দুটিও রিমুভ করে দিন।