টেকটিউনস মিটআপের জন্য স্থান ও সময় চূড়ান্ত করা হয়েছে।
আর এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিম্নোক্ত ব্যাক্তিদের সাথেঃ
তো দেখা হবে রমনা তে ৪ ফেব্রুয়ারী, শুক্রবার বিকেল ৩টায়।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাওন ঢাকা তে আস, দেখা হবে। আমার টাকা গুলো পকেটে করে নিয়ে এসো। ওওওওওওওওহ তুমি তো আমাকে চিনতে পারনাই। তোমার দেওয়া Link দিয়া কাজ করেছিলাম, কিন্তু ভাই তুমি আমার পেমেন্ট দেওনাই। মনে অনেক কষ্ট পাইছি। রমনার বটমুলে, তোমার গুনগান আমি গাইব। আসলে নিজ কানে Live শুনতে পারবা। কাজ করে টাকা না পাউয়ার কি কষ্ট……………………….। আমার মত অনেকে আছে যারা প্রতারনার শিকার, বিদেশের Buyer এর কাছ থেকে। তুমি আমার দেশের লোক এমন করতে পারলা???? পৃথিবীটা গোল, একদিন দেখা হবেই কথা টা মনে রাখা উচিত ছিল। ঢাকা এসো দেখা হবে ভাই। মনে অনেক কষ্ট তোমাকে দেখে মনে পরে গেল।
মামুন ভাই, দয়া করে আমার Comments টা ডিলিট কইরেন না।
আরে বাধন ভাই কি বলেন এসব? কাজ করনে আমার দেয়া লিংক দিয়ে মানে? ভাই, অনেককেইতো কাজ দেই বাট আপনাকে কাজ দিছি মানে আপসাকে ঠিক চিনতে পারলাম না। দয়া করে পরিচয় টা ভাল করে দিন। আর কাজ করছে টাকা দেই নাই এটা ঠিক না। কিন্ত আমার কোন কাজ করছেন তাই বলেন আগে। আমার কাছে কাজ করছে অথচ পেমেন্ট দেই নাই এটা ঠিক বললেন না ভাই। হয়তো কোথাও মিসটেক হচ্ছে, বেপারটা পরিস্কার করে বলুন দয়া করে। কি কাজ করছেন? আমাকে মেসেন্জারে নক করুন দয়া করে @[email protected] কি কাজ করছে, কতটুকু করছেন বলেন, আমি যদি না দিয়ে থাকি হয়তো কারন বশত দেই না। কারন দর্শান পেমেন্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। 🙂
@বাধঁন, আপনাকে জানাচ্ছি যে, আপনি আমার সাথে যদি সত্যি কাজ করে তাকেন তবে সেটা কোন কাজ করছেন আমাকে জানাবেন। হ্যা, পেমেন্ট এ কিছু মিসটেক হতে পারে। তবে, আপনার “রমনার বটমুলে, তোমার গুনগান আমি গাইব। আসলে নিজ কানে Live শুনতে পারবা। কাজ করে টাকা না পাউয়ার কি কষ্ট……………………….। আমার মত অনেকে আছে যারা প্রতারনার শিকার, বিদেশের Buyer এর কাছ থেকে। তুমি আমার দেশের লোক এমন করতে পারলা???? পৃথিবীটা গোল, একদিন দেখা হবেই কথা টা মনে রাখা উচিত ছিল। ঢাকা এসো দেখা হবে ভাই। মনে অনেক কষ্ট তোমাকে দেখে মনে পরে গেল। ” এই কথাটা ঠিক বুঝলাম না। দয়া করে ক্লিয়ার করুন। আপনি যদি সত্যি আমার কোন কাজ করেন থাকেন, তবে তার প্রমান নিয়ে আমাকে মেসেন্জারে নক করবেন আশা করি। আপপি কাজের টাকা পেলে অবশ্যই পাবেন।
মাতৃ ভাষায় এমন জনপ্রিয় ওয়েব, আর কোথাও আছে কিনা জানিনা।৮ই ফাল্গুন তারিখ হলে ভালো হতো কিন্ত ছুটির দিন না হওয়াতে অনেকেই হয়তো আসতে পারবেনা।তাছাড়া শুক্রবার হওয়ার পক্ষে অনেকে ইচ্ছা পোষন করেছে।আমার আবার শুক্রবার ফাক নেই।এজন্য সবার সুবিধা দেখতে গেলে তারিখ নির্ধারণ করা সম্ভব হবে না।তাই আমার মত হল, আপনারা চিন্তা ভাবনা করে একটা তারিখ ও স্হান জানিয়ে দিন। যার যাওয়ার ইচছা আছে সে নিশ্চয় সময় বের করে নিতে পারবে।
নিঃসন্দেহে ভালো উদ্যোগ। অবশ্যই আশার চেষ্টা করবো, তবে বয়সে এখানে অনেকের চেয়েই ছোট তাই আসাটা মানাবে কিনা কে জানে? আমার মনে হয় বড় কোন পার্কে করলে ভালো হয়, এক্ষত্রে রমনা পার্কের কথা বিবেচনা করা যেতে পারে…
যদি আসি তাহলে ক্যামেরা নিয়ে আসার চেষ্টা করবো, যাতে যারা অনুপস্থিত থাকবে তারাও দেখে নিতে পারে কেমন ছিল মিটআপ……
যাদের যাদের ক্যামেরা বা হ্যান্ডিক্যাম আছে তাদের তা সাথে নিয়ে আসার অনুরোধ করবো।
একটা টেকটিউন সফর দেয়া যেতে পারে। ধরুন যারা এতে অংশ নিতে আগ্রহী, তাদের সবাই কে নিয়ে কক্সবাজার অথবা অন্য কোথাও গিয়ে মিট আপ করা গেলে খুব ভালো হত। আমরা সবাই সবার সাথে টিউনার হিসেবে পরিচিত। এই সম্পর্কটা আরো গভীর হত। আর টেকটিউন কে তুলে ধরা হবে সবার কাছে। বিশেষ করে যারা টেকটিউন বলে যে কিছু আছে সেটা যানেনা।
শাকিল ভাই এই বিষয় নিয়ে আমারও অনেক আগ্রহ ছিল আগের থেকেই।আমি চাই সবার মত আপনাদের সাথে দেখা করতে।আসতে পারব কিনা জানিনা।কেননা আমি থাকি ঝিনাইদহে।ঢাকায় আসাটা বেশ কষ্টসাদ্ধ ব্যপার।তারপর ও যদি ৪ তারিখে অনুষ্ঠিত হয় তবে আমি আসবো ইনশাহাল্লাহ।
আর ২১শে ফেব্রুয়ারীতে না করা ই ভালো।কেননা আমরা সবাই ঐ দিন ব্যস্ত থাকবো।
অনেক ভালো লাগছে এই মহান উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। টিটি তে আছি ১ বছরের মত বা বেশী, টিউন করছিলাম একটা তাও না জেনে ziddu এর লিঙ্ক দেওয়াতে কেটে দিসে। তাই লিখতে না পারলেও পড়তে পারি আর কমেন্ট ও করি কিন্তু আমি সবাইকে চিনি যদিও ব্যাক্তিগত ভাবে কথা হয়না। তাই অনুষ্ঠানে যেয়ে নিজেকে বিব্রতকর মনে হবে মনে হচ্ছে। অথচ সাভার থাকি ঢাকার যেখানেই হোক অনুষ্ঠান আমার সমস্যাই হবেনা । কি যে করি দিলে তো চায় কিন্তু জানে কুলায় না।
টেকটিউনসের সকল টিউনার ও ভিজিটরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথা কারো মনে আছে কিনা জানিনা। নানা সমস্যায় এতদিন টেকটিউনসে আসা হয়নি। অনেকদিন পর টেকটিউনসে আসলাম। এর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছি। টেকটিউনসের গেটআপে পরিবর্তন এসেছে। পুরানো টিউনাররা অনেকে টিউন করছেন না। নতুন অনেক টিউনার লিখছেন, তবে বানান ভুল এবং অত্যন্ত সংক্ষিপ্ত টিউন মাঝে মাঝে বেশী চোখে পড়ছে। তবে আজ টেকটিউনসে এসে শাকিল আরেফিনের এমন চমৎকার একটা প্রস্তাব দেখে মনটা খুশীতে ভরে উঠল। যদিও অল্প সময়ের নোটিশে এমন আয়োজন, তবু আমার প্রাণের টিউন টেকটিউনসের আয়োজনে শরীক না হয়ে কি ঘরে বসে থাকা যায়? প্রিয় টিউনারদের সাথে পরিচিত হওয়ার এমন সুযোগ মিস্ করতে কে চায়? স্থান এবং সময় নির্ধারিত হলে যথাশীঘ্র হাজির হব ইনশাল্লাহ্।
এরকম একটা অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনেক কিন্তু অনুষ্ঠানটির প্রতিপাদ্য কি থাকবে বা যারা সেখানে যারা উপস্থিত হবে তাদের কি কি করতে হবে তা জানালে ভাল হতো। যেমন প্রবাসী ভাই রেগুলার ভাল ভাল সফটওয়ার এর লিংক দেয় কিন্তু আমাদের নেট স্পিড না থাকায় তা ডাউনলোড করতে পারি না। যদি এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে তা পাওয়া যেত বা যার সংগ্রহে যত টিউটোরিয়াল বা প্রয়োজনীয় সফটওয়্যার আছে তা যদি সংগে আনে তাহলে তার একটা বিনিময় মেলা হয়ে উঠবে। আবার এমন হতে পারে যে টি টি তে এ যাবত যত টিউন হয়েছে তা কোন ডিভিডি বা পেনড্রাইভে করে নেয়া যাবে যা কিনা অফলাইনেও দেখা যাবে। আমার নিজস্ব মতামত থেকে বললাম। তবে এরকম একটা অনুষ্ঠান থেকে যদি সংগ্রহে রাখার মতো কিছু হয় তাহলে ক্ষতি তো নাই। আপনারা কি বলেন?
খুব ইচ্ছা ছিল আসার। কিন্তু আমার অবস্থা সাইফুল ভাইয়ের মত। লাস্ট টাইম সিসিমপুরের কাজে ঢাকায় একা যাওয়ার প্রয়োজন হয়েছিল। তাও পুরুপুরি একা নয় সিসিমপুরের গাড়িতে টিমের সাথে। কিন্তু যাওয়ার জন্য রিতিমত যুদ্ধ করতে হয়েছিল। এবার মনে হয়না যুদ্ধ করেও কোন লাভ হবে। কারন আব্বাজানের মেজাজ ইদানিং আমার প্রতি কেন জানি ভাল নেই। 🙁
প্রবাসী ভাইয়ার দ্রুত আরোগ্য কামনা করছি!
@আদনান ভাই! আমি সিলেট জিন্দাবাজার থেকে বলছি, টিএইচ সাইবার ক্যাফেতে আপনাকে স্বাগতম!!!
২৩ হক সুপার মার্কেট, পূর্ব জিন্দাবাজার, সিলেট। জিন্দাবাজার পয়েন্টের কাছেই।
[email protected], [email protected]
http://www.mediafire.com/?dcjupnm9mphxi4n এখান থেকে ডাউনলোড করে দেখুন এটাই সেটা কি না।সফটওয়্যারটি প্যাচ সহ আছে এবং ১০০% কার্যকর।সাইজ ৩০ মেগা।কাজ হোক বা না হোক জানাবেন।
আর মাত্র তিন দিন পরেই টেকটিউনসের মিট আপ। এখন যত দ্রুত পারা যায় সময় এবং স্থান ঠিক করে ফেলার জন্য অনুরোধ করবো। যেহেতু ঢাকার বাইরে থেকে অনেকেই আসবে বলে জানিয়েছেন তাই যত দ্রুত পারা যায় সময় ও স্থান বলে দিলে তারা সুবিধামত প্রস্তুতি নিয়ে চলে আসবেন। অনেকেরই বাসার বলা প্রয়োজন আছে, আবার অনেকের বাবা-মাকে রাজি করানোরও প্রয়োজন থাকতে পারে, তাই সব কিছু নির্দিষ্ট করে দিলে তারা হয়তোবা চিন্তা ভাবনা করার সুযোগ পাবে এবং প্রস্তুতি নেয়ার সুযোগ পাবে।
*আমার মনে হয় স্থানটা রমনা পার্ক বা বড় কোন পার্ক এ করলে ভালো হয়। এতে স্থান সঙ্কুলান নিয়ে সমস্যা হবে না…
ধন্যবাদ টেকটিউনকে, এতবড় একটা ঈদের আয়োজন করার উদ্যেগ নেয়ায়। আমি আসবো তবে ভালো হয় সময় এবঙ তারিখ আলাদা একটা টিউনে প্রকাশ করলে কারন এখানে হয়তো অনেকের চোখ এড়াতে পারে। আর যদি ৪ তারিখ হয় ভালো হয় বিকেলে এবং স্থান টা ধানমন্ডির যেকোন জায়গায় ভালো হয় কারন এটা সবার জন্যই আসতে সুবিধা হবে। তবে ডিজে আরিফের মতে যদি পার্কে হয় তাহলে সবাই মিট আপ না করে যুগল বন্দি হয়ে পিছটান মারবে।
খুবই খুশির খবর,,কিন্তু খারাপ লাগছে আমি আসতে পারবোনা কথা ভেবে…..
আমরা যারা দেশের বাহিরে আছি তাদের জন্য যদি কনো ব্যাবস্থা হতো
যেমন: কোন টিভি চ্যানেল এর মাধ্যমে সরাসরি দেখানোর ব্যাবস্থা করলে আমাদের জন্য খুবই ভালো হতো।
আরেকটা বিষয় এই অনুষ্ঠানটি ভালো ক্যামেরা দিয়ে ক্যাপচার করে, টেকটিউন এর মাধ্যমে
আমাদের কাছে দেয়ার ব্যাবস্থা করা হউক। ভালো থাকবেন সবাই ধন্যবাদ।
আমি অবশ্যই আসব। শুধু সময় ও তারিখটা জানা বাকি। আর শাকিল ভাই আপনার ইয়াহু আইডি টা কি দেয়া যাবে , তাহলে চ্যাটরুমে আপনাকে নক করতাম।