২০৫০ সালের মধ্যেই তেল বিহীন পরিবহন: ইইউ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আগামী ২০৫০ সালের মধ্যে তেল বিহীন পরিবহন যোগাযোগ সম্ভব বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ৷ এর পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে৷ তবে এজন্য সরকার ও বেসরকারি খাতকে বিকল্প জ্বালানি বিষয়ে বিনিয়োগ বহুগুনে বাড়াতে হবে৷

ইইউ'র সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে৷ শীর্ষস্থানীয় পরিবেশবিদ ও ব্যবসায়ীরা এই প্রতিবেদন তৈরিতে কাজ করেছেন৷ যাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সংগঠন এসিইএ ও ইউরোপিয়ান পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি'র নেতৃবৃন্দ এবং পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ও ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-এর প্রতিনিধিরা৷

তবে বিশেষজ্ঞদের ধারণা, তেলের বিকল্প শুধুমাত্র একটি জ্বালানি হতে পারে না৷ এর জন্য একাধিক জ্বালানির প্রয়োজন৷ যেমন স্বল্প দূরত্বের জন্য প্রয়োজন বিদ্যুৎচালিত যান, মাঝারি দূরত্বের জন্য হাইড্রোজেন চালিত গাড়ি এবং দূরের যাত্রার সময় বায়োফুয়েল ব্যবহার করা যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ এছাড়া বিমান যাত্রার জন্যও বায়োফুয়েল কার্যকর হতে পারে বলে তাদের ধারণা৷ আর সমুদ্রে চলাচলের জন্য ব্যবহার করা যেতে পারে তরল-গ্যাস৷

এসব বিষয় নিয়ে বিশদ আলোচনার জন্য আগামী মাসের ৪ তারিখে বৈঠকে বসবেন ইইউ নেতারা৷ সেখানে ২০৫০ সালের লক্ষ্য পূরণের জন্য কী কী করা উচিত, সে বিষয়ে আলোচনা হবে৷ লক্ষ্য পূরণের পথে আগামী ১০ বছর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইইউ নেতারা৷

(বিঃদ্রঃ- প্রতিবেদনটির বিস্তারিত pdf file এখানে ক্লিক করে দেখতে পারেন)

Level 0

আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ আশার আলোর বাণী শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।

Donnobad

তেল বিহীন পৃথিবীতে তেলের গাড়ি দিয়ে কি হবে বলেন দেখি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

জানিনা এই জীবনে দেখে যেতে পারব কিনা,
ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

    ২০৫০ সালের কথা বলা হলেও ২১০০ সালেও হবে কিনা, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে! আপনাকেও ধন্যবাদ।

টিউনের শিরোনাম দেখে আকর্ষণ বোধ করেছিলাম কিন্তু ভিতরে ঢুকে হতাশ হলাম ।

    খুব ভালো লাগলো আপনার কথা শুনে… আসলে কি আপনার মতো টিউনারদের কোমেন্ট আমি কখনো আশা করিনা…

    আপনি টিউন করবেন আর সবাই আপনার টিউনের প্রশংসায় পঞ্চমুখ হবে এ ধরনের মানসিকতা ত্যাগ করুন । আপনি যে তথ্য শেয়ার করেছেন তা আমার মত অনেকেরই
    জানা ছিল । তারপরও আপনি যে ধরনের টিউন করেন তাতে মনে করেছিলাম নতুন কিছু জানতে পারব । কিন্তু আপনি যে পিডিএফ ফাইল এড করেছেন তা ছিল ইংরেজীতে ।
    এটা সবার জন্য না হলেও অনেকের জন্য হতাশার ছিল । আর টেকটিউনস একটি বাংলা ব্লগ । সো বি কুল ম্যান ……………

    @ছাত্র ও শিক্ষক
    আপনি যে আবার ইংরেজী জানেন না, সেটা আমার জানা ছিলনা। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

    আপনিতো খুব ভাল ইংরেজী জানেন তাই আপনার উচিত আন্তর্জাতিক কোন ব্লগে লেখা । এতে আপনার সুনাম সারা বিশ্ব ছড়িয়ে পড়বে ।
    তখন আমার মত লোকের কমেন্ট আর দেখতে হবে না ।

    @ছাত্র ও শিক্ষক:
    “The Physics arXiv Blog”-এর নাম শুনেছেন? এটি একটি আন্তর্জাতিক ব্লগ। আমাকে ওখানে KFC নিক-এ পাবেন। ধন্যবাদ…

    খুব ভাল । আমিতো ভাই স্বল্প জ্ঞানী একজন মানুষ । আর আপনার ভাষায় আমি ইংরেজী ও জানিনা । তাই এ ব্লগে যাওয়ার ইচ্ছা ও নাই ।
    টেকটিউনসে বাংলায় যতটুকু পাড়ি ততটুকুই জানি । এখানেই শেষ । ধন্যবাদ

    @ছাত্র ও শিক্ষক:
    দেখুন, আপনার সাথে আযথা তর্ক করার কোন মানেই হয়না। টিউনে কোমেন্ট করার সময় নিজের ব্যক্তিত্ত্বটাও প্রকাশ পায়। টিউন ভালো লাগলে কোমেন্ট অবশ্যই ভালো আসে। কিন্তু খারাপ লাগলে সেখানে গঠনমূলক পরামর্শ থাকা উচিৎ। একটা টিউন কিভাবে একজন মানুষের হতাশার কারণ হতে পারে, আমার জানা নেই।