বিশ্বের সবচে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বেশকিছু গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নথি ফাঁস হয়েছে। এসব নথিতে প্রতিষ্ঠানটির সন্ত্রাসবাদ, বর্ণবাদ, পর্নোগ্রাফি সংক্রান্ত টিউন প্রতিরোধে নিজস্ব নীতিমালা রয়েছে। এ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া নথিতে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীরা সন্ত্রাসবাদ, বর্ণবাদ, পর্নোগ্রাফি সংক্রান্ত কী ধরনের টিউন করতে পারবেন, আর কী ধরনের পারবেন না তার বিস্তারিত উল্লেখ আছে। আবার এসব ইস্যুতে কোনো টিউন ‘সহনশীলতার মাত্রা ছাড়ালে’ সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কেমন নীতি গ্রহণ করবে- সে বিষয়েও উল্লেখ আছে।
গার্ডিয়ানের দাবি, এসব বিষয়ে প্রতিষ্ঠানটির শতাধিক ট্রেনিং মডিউল, স্প্রেডশিট এবং ফ্লো-চার্ট সম্বলিত নথি মিলেছে। এসব নথিতে সহিংসতা, বিদ্বেষমূলক টিউমেন্ট, সন্ত্রাসবাদ সমর্থন, প্রতিশোধমূলক পর্নোগ্রাফি ও বর্ণবাদের মতো বিষয়গুলো প্রতিরোধে ফেসবুকের অভ্যন্তরীণ নীতিমালা কী হবে তা বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতিমালা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। অভিযোগ উঠছে ভুয়া খবর ছড়ানোর। সম্প্রতি রাজতন্ত্রবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে থাইল্যান্ড সরকার। ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী হোম সিলেক্ট কমিটি অভিযোগ তুলেছে, বিতর্কিত টিউন সামাল দিতে ক্রমাগত ভাবে ব্যর্থ হচ্ছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ নথি ফাঁসের ঘটনা চলমান বিতর্কে নতুন করে রসদ জোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, চলমান বিতর্কের মধ্যেই ফেসবুকের অভ্যন্তরীণ মডারেশন কিংবা সেন্সরশীপের নীতিমালা প্রথমবারের মতো জনসম্মুখে এলো। তবে এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বণিক বার্তা , বিবিসি
আমি মোঃ ফাহাদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ। টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।