ভারতে আগামী ১ জুলাই থেকে বাস্তবায়িত হতে যাচ্ছে উচ্চাভিলাসী করনীতি গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি)। এর আওতায় সেবাখাত হিসেবে টেলিকম খাতের ওপর ১৮ শতাংশ করারোপ করা হচ্ছে।
দেশটির টেলিকম খাতের কোম্পানিগুলো মনে করছে জিএসটির আওতায় করারোপ করা হলে এ খাত হুমকির মুখে পড়বে। সম্ভাব্য হুমকির বিষয়গুলো আন্তঃমন্ত্রণালয় গ্রুপের (আইএমজি) বৈঠকে তুলে ধরার পরিকল্পনা করেছে টেলিকম কোম্পানিগুলোর সংগঠন সিওএআই।
সেলুলার অপারেশনস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিওএআই) মতে, ভারতে এ খাতটি ঋণ ভারে জর্জরিত। ইতিমধ্যে ৪ দশমিক ৯ লাখ কোটি রুপি ঋণ রয়েছে। এখন জিএসটির আওতায় ১৫ শতাংশের বেশি করারোপ করা হলে এ খাত হুমকির মুখে পড়বে।
সংগঠনের ডিরেক্টর জেনারেল রাজন ম্যাথুস বলেন, ‘সামনের মাসে আইএমজির বৈঠকে প্রেজেন্টেশন দেবে সিওএআই। এতে জিএসটির আওতায় ১৮ শতাংশ করারোপের পরিপ্রেক্ষিতে ঋণগ্রস্থ এ খাতের কোম্পানিগুলোর হতাশার কথা তুলে ধরা হবে।’
সিওএআই এর সদস্য ভারতের বড় বড় টেলিকম কোম্পানিগুলো। এতে রয়েছে ভারতী এয়ারটেল, ভোডাফোন ইন্ডিয়া, আইডিয়া সেলুলার, রিলায়েন্স জিও ইনফোকমের মত কোম্পানি।
(আইএমজি বৈঠকে ক্ষতির হিসাব দেবে টেলিকম কোম্পানিগুলো)
সূত্র: বণিক বার্তা ,ইকোনমিক টাইমস
আমি মোঃ ফাহাদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।