স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ গ্যালিক্সি এস ৮ ও এস৮ প্লাস এক মাসেরও কম সময়ের মধ্যে এক কোটির বেশি বিক্রি হয়েছে। যেখানে স্যামসাং এস স্মার্টফোন সিরিজের প্রথম ফোন স্যামসাং এস এক কোটির ঘরে যেতে সময় লেগেছিল সাত মাস।
দক্ষিণ কোরীয় পত্রিকা চুসুন ইলবো স্যামসাংয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। স্পেনের বার্তা সংস্থা ইএফই বুধবার প্রথম এই খবর প্রকাশ করে।
গত ২১ এপ্রিল থেকে ইউরোপসহ দক্ষিণ কোরিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বাজারে আসে গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস। বৃহস্পতিবার (১৯ মে) থেকে চীনের বাজারে অবমুক্ত করা হয়েছে ফোন দুটি।
চলতি মাসের শেষ নাগাদ বিশ্বব্যাপী ১২০টি দেশের বাজারে এই ফোন পৌঁছে দেয়ার পরিকল্পনা আছে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন ফোন দুটি শুরুতেই যে সাফল্য দেখিয়েছে তাতে এটি আগের সংস্করণ গ্যালাক্সি এস ৭ কে ছাড়িয়ে যাবে। ওই ফোনটি বিক্রি হয়েছিল ৫ কোটি ইউনিট।
তবে স্যামসাং আশা করছে তাদের নতুন ফ্ল্যাগশিপটির বিক্রি চার কোটি ছাড়িয়ে যাবে।
দক্ষিণ কোরীয় পত্রিকা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার ব্রোকারেজ হাউজগুলো অনুমান করছে গ্যালাক্সি এস৮ ও এস প্লাস ৪ থেকে ৬ কোটি ইউনিট বিক্রি হবে।
সূত্র:বণিক বার্তা ,ইকোনমিক টাইমস
আমি মোঃ ফাহাদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।