বৈশ্বিক বাজারে গ্যালাক্সি এস৮ উন্মোচন করা হয়েছে। এটি স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ডিভাইসটি যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশে এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে। গ্যালাক্সি এস৮-এর ভর্তুকিহীন মূল্য ধরা হয়েছে ৭২০ ডলার। খবর স্ট্যাটিস্টা।
ডিভাইসটির জন্য এই মূল্য কতটুকু যুক্তিসঙ্গত? যুক্তরাজ্যভিত্তিক আর্থিক সেবাদাতা ও বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মারকিটের তথ্য অনুযায়ী, প্রতি ইউনিট গ্যালাক্সি এস৮ তৈরিতে স্যামসাংয়ের ব্যয় হয়েছে ৩০৭ দশমিক ৫ ডলার, যা অন্য প্রতিষ্ঠানগুলোর প্রিমিয়াম হ্যান্ডসেট নির্মাণ ব্যয়ের চেয়ে বেশি। অর্থাত্ ডিভাইসটির জন্য এ মূল্য যথেষ্ট যুক্তিসঙ্গত বলে বিবেচনা করা হচ্ছে।
আইএইচএস বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিমিয়াম হ্যান্ডসেটের উপাদান ও উৎপাদন ব্যয় সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। যদিও এর প্রতিবেদনে বিপণন, গবেষণা ও উন্নয়ন এবং অন্যান্য পরোক্ষ ব্যয় ধরা হয় না। দেখা যায়, দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং নির্মিত গ্যালাক্সি এস৮ ডিভাইসটির উত্পাদন ব্যয় বিদ্যমান প্রতিযোগী ডিভাইসগুলোর চেয়ে বেশি।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাং প্রিমিয়াম হ্যান্ডসেটগুলোর বড় প্রতিদ্বন্দ্বী আইফোন। কিন্তু গ্যালাক্সি এস৮ নির্মাণ ব্যয় অ্যাপলের সর্বশেষ আইফোন ৭ উৎপাদন ব্যয়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি হয়েছে। প্রতি ইউনিট আইফোন উৎপাদনে অ্যাপলের ব্যয় হয়েছে ২২৪ দশমিক ৮০ ডলার। এছাড়া গ্যালাক্সি এস৮-এর উত্পাদন ব্যয় ডিভাইসটির আগের সংস্করণ গ্যালাক্সি এস৭-এর তুলনায় ৫০ ডলার বেশি হয়েছে।
আইএইচএসের বিশ্লেষক অ্যান্ড্রু রাশওয়েইলার বলেন, গ্যালাক্সি এস৮ দিয়ে স্মার্টফোন বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও চীনভিত্তিক ডিভাইস নির্মাতাদের টেক্কা দিতে চায় স্যামসাং।
সূত্র: বণিক বার্তা
আমি মোঃ ফাহাদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।