কেন বার বার খুলে যায় জুতোর ফিতে ??

টিউন বিভাগ খবর
প্রকাশিত

জুতোর ফিতে খুলে জাওয়ার ঘটনা প্রায় সবার সাথেই ঘতে তাইনা ?
অনেকবার আছাড় ও খেয়েছেন হয়তো।
কিন্তু কেনো জুতোর ফিতে খুলে জায় জানেন কি ?
অবশ্যই সবার অজানা। তো চলুন জানা যাক।

ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে বিশ্ববিদ্যালয়ের একদল প্রযুক্তি গবেষক এই নিয়ে গবেষনা করে একটি পরিক্ষার মাধ্যমে
এর রহস্যভেদ করলেন।

 

গবেষক ক্রিস্টোফার ডেইলি-ডায়মন্ড এবং তাঁর সহকর্মীরা এই পরীক্ষা করেন।
তারা একজন ব্যক্তিকে ট্রেড মিলে হাটান, তাঁর পায়ে ছিল ফিতে বাঁধা জুতো।
গবেষক দল ব্যক্তিটির জুতোর ফিতে খুলে যাওয়ার দিকে ভালো করে লক্ষ্য করেন।
দেখা যায়, ফিতের বাঁধন ক্রমে ঢিলে হয়ে আসছে।
অতঃপর তারা বুঝতে পারলেন জুতোর ফিতে খুলে যাওয়ার প্রধান কারন হল ফিতের প্রসারন ও সংকোচন।
প্রসারন ও সংকোচনের ফলেই জুতোর ফিতে খুলে মাটিতে গড়ায়।

কিন্তু কেন হঠাৎ জুতোর ফিতে নিয়ে পড়লেন গবেষকরা?
বিষয়টাকে জুতোর ফিতে থেকে সরিয়ে গবেষকরা আসলে জোর দিয়েছেন ডিএনএ স্ট্রাকচারের উপরে।
এই গঠনটিও জুতোর ফিতের অনুরূপ। ডিএনএ মাইক্রোস্ট্রাকচারেও একই ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন ডায়মন্ড।
কোন ধরনের বাঁধন তবে কার্যকর— এই প্রশ্নের সমাধানে ব্যস্ত এখন গবেষক দল। তাঁদের ধারণা,
এই আবিষ্কার জেনেটিক ইঞ্জিনিয়ারিং চর্চায় বড় রকমের বদল আনতে পারে।

Level 0

আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মিজানুর রহমান মঞ্জু,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।