কৃত্তিম সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে চাঁদে।একজন ইউ এফ ও সন্ধানী দাবি করেছেন, একটি গবেষনা থেকে
চাঁদের মাটিতে কৃত্তিম সুড়ঙ্গটির সন্ধান পাওয়া গেছে
ইউএফও ও মহাকাশ সংক্রান্ত ইউটিউব চ্যানেল "সিকিওরটিম ১০" এর
কর্তা "টাইলার গ্লকনার" চাঁদে এই সুড়ঙ্গ আছে বলে দাবি করেছেন।
একটি ওয়েবসাইটে তিনি বলেছেন,
মহাকাশযান অ্যাপোলো ১৫ থেকে তোলা একটি ছবি থেকে এই সুড়ঙ্গের সন্ধান তিনি পেয়েছেন।
অ্যাপোলো ১৫ থেকে তোলা কিছু ছবি পর্যবেক্ষণ করে তিনি বলেছেন,
সেখানে আয়তাকার বস্তু এবং তাঁর ছায়া দেখা গিয়েছে,এই সুড়ঙ্গ মানুষের দ্বারা নির্মিত,এবং এর সঙ্গে চাঁদের কোনো
সুড়ঙ্গের সম্পর্ক রয়েছে।
টাইলারের মতে, বস্তুটিকে বাড়ির মতো দেখতে লাগছে। চাঁদের মাটিতে এর আগে এমন কোনও বস্তু দেখা যায়নি।
তবে, কী করে এবং কেন এমন একটা কাজ মানুষ করতে যাবে, তা নিয়ে কিছু বলেননি টাইলার।
চাঁদের মাটিতে কারা খুঁড়তে পারে সুড়ঙ্গ? আপাতত এই নিয়েই তর্কে মেতেছেন মহাকাশে প্রাণের সন্ধানে রত মানুষ।
ভিন গ্রহে প্রানের অস্তিত্তে কঠোর বিশ্বাসী টাইলার এর পর হয়তো চাঁদে এলিয়েন এর আসা যাওয়া নিয়ে কথা বলবেন।
আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।