বাজারে আসতে চলেছে নতুন প্রজুক্তির ব্যাগ
যা নিজেই সাফ করবে ময়লা জামা কাপড়
নতুন প্রযুক্তির এই ব্যাগ নিয়ে এসেছে কিকস্টার্টার।
যার কল্যাণে বাসায় এসে দেখবেন, ব্যায়ামাগারে ব্যাগে ঢোকানো কাপড় বাসায় আসতে আসতে নিজেই পরিষ্কার হয়ে যাবে!
কিকস্টার্টারের নতুন প্যাকসিউল ব্যাগ সবার জন্য নিয়ে এসেছে এমনই একটি সমাধান।
এই ব্যাগ নিজেকে পরিষ্কার করার পাশাপাশি এর ভেতরে যা কিছু থাকবে, সবই পরিষ্কার করবে।
আলট্রাভায়োলেট-সি এবং ওজোন-থ্রি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি দূর করবে কাপড়ের ময়লা।
এই প্রযুক্তির সহকারী উদ্ভাবক রাভিদ ইউসুফ বলেন,
‘প্যাকসিউল ব্যাগটি এর ভেতরে যা কিছু আপনি রাখবেন, তার সবই পরিষ্কার করবে।
আলট্রাভায়োলেট-সি এবং ওজোন-থ্রি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি দূর করবে কাপড়ের ময়লা।
পাশাপাশি সুগন্ধ যোগ করবে এবং কাপড়ের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে কাপড়কে বিশুদ্ধ করে তুলবে।
আর এ প্রক্রিয়া স্রেফ ব্যাগের বাইরে থাকা একটি বোতাম চাপলেই শুরু হয়ে যাবে।’
সবকিছুই ঘটবে প্যাকসিউল জিম ব্যাগের ভেতরে এবং এটি স্বাভাবিকভাবেই ঘটবে।
একবার কাপড় পরিষ্কার করতে ব্যাগটি সময় নেবে প্রায় ৩৫ মিনিট।
আই ও এস এবং অ্যানড্রয়েড অ্যাপের মাধ্যমে ব্যাগটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে
এবং কাপড় পরিষ্কার করা শেষ হলে এটি নিজে থেকে সংকেত দেবে।
বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ব্যাগ ব্যবহারের চেয়ে একটি ব্যাগ ব্যবহার করা ভালো।
ব্যাগের মধ্যে রয়েছে ইউএসবি চার্জের ব্যাবস্থা।
এ ছাড়া আরো ২০টি আলাদা ফিচার এবং অনেক পকেট।
কিছুদিন বাদেই বাজারে আসছে এই অভিনব পণ্য। আর এর দাম পড়বে ২২৯ মার্কিন ডলার।
আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।