শীঘ্রই পৃথিবী দ্বিতীয় একটি সূর্য্য পেতে পারে, অন্তত এক বা দুই সপ্তাহের জন্য৷ পৃথিবী থেকে বহুদূরের এক রাতের তারা বিস্ফোরিত হয়ে আলোকিত করতে পারে চারিদিক৷ এই আলো কেড়ে নেবে রাতের আঁধার৷
মহাবিশ্বে এমন আলোর খেলা দেখা যেতে পারে এবছরই, অন্তত গবেষকরা এমনটাই দাবি করছেন৷ বিশালাকৃতির লাল নক্ষত্র বেটেলগেজের বিস্ফোরণের ফলে তৈরি হবে সুপারনোভা৷ এই সুপারনোভা আলোকিত করবে চারিদিক৷
পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে বেটেলগেজ৷ তাসত্ত্বেও বিস্ফোরণের পর এটিকে দেখে মনে হবে, আকাশের বুকে দ্বিতীয় এক সূর্য্য উঠেছে৷ আলোর তীব্রতায় এক বা দু'সপ্তাহের জন্য পৃথিবীর বুক থেকে রাতের আঁধার হারিয়ে যেতে পারে৷
বলাবাহুল্য, বেটেলগেজ হচ্ছে রাতের আকাশে দৃশ্যমান নবম উজ্জ্বলতম তারা আর নক্ষত্রপূঞ্জের দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র৷ তবে এটির বিস্ফোরণে মানবজাতি কিংবা পৃথিবীর কোন ক্ষতি হবে না বলেই আশ্বস্ত করছেন বিজ্ঞানীরা৷
অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্র্যাড কার্টার এই প্রসঙ্গে বলেন, নক্ষত্রের বিস্ফোরণের পর সাধারণত আমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার বর্ষণ অনুভব করবো, যাকে বলা হয় নিউট্রিনোস৷ এগুলো আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় আলোর গতিতে ছুটতে সক্ষম৷
তবে আসল প্রশ্ন হচ্ছে, ঠিক কবে এই নক্ষত্রের বিস্ফোরণ ঘটবে? ব্র্যাড কার্টার এর মতে, ২০১২ সালের আগেই এই বিস্ফোরণ ঘটতে পারে৷ তবে, সেটা যদি এখন না হয়, তাহলে দ্বিতীয় সূর্যের দর্শন পেতে আরো কয়েক লাখ বছর অপেক্ষা করতে হবে৷
আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটু আগেই দেখে এলাম…আবার দেখলাম। 🙂