পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে পুরো বাংলাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে চায় ঢাকা ক্লিন/বিডি ক্লিন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রিয় দেশবাসী,

"পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন" বুকে ধারণ করে তারুণ্য নির্ভর একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর নাম #ঢাকা_ক্লিন। যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা পরিবর্তন এবং পরিচ্ছন্নতা বিষয়ক নাগরিক সচেতনতা বৃদ্ধি করাই #ঢাকা_ক্লিন এর মূল লক্ষ্য। পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবার সহযোগিতা ও ভালবাসা নিয়ে Dhaka Clean ইতিমধ্যেই ঢাকার গন্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়ে কাজ করে চলেছে অবিরাম। দেশব্যাপী এই পরিচ্ছন্নতা আন্দোলনকে ছড়িয়ে দিতে ঢাকা ক্লিন এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে #বিডি_ক্লিন। আর খুব শিঘ্রই শুরু হবে #BD_Clean এর অগ্রযাত্রা।

আপনি জেনে খুশী হবেন যে, বিভাগীয় ধাপ অতিক্রম করে ইতিমধ্যেই আমরা জেলা পর্যায়ে টিম গঠন করার কাজে হাত দিয়েছি এবং মে ২০১৭ এর মাঝামাঝি থেকে ঢাকা বিভাগের অন্তর্গত গোপালগঞ্জ (Dhaka Clean - Gopalganj) জেলায় কাজ শুরুর মধ্য দিয়ে শুরু হবে জেলা পর্যায়ের পরিচ্ছন্ন কাজ। পর্যায়ক্রমে যেসব জেলায় এরই মধ্যে টিম গঠন প্রক্রিয়া শেষ হয়েছ সেসব জেলায় শুরু হবে পরিচ্ছন্নতা অভিযান। আপনি/আপনারাও #ঢাকা_ক্লিন এর সাথে যুক্ত হয়ে শুরু করতে পারেন আপনার প্রিয় জেলা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম।

একজন সচেতন নাগরিক হিসেবে এই টিউনটি নিজ প্রোফাইলে শেয়ার দিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিন সমগ্র বাংলাদেশে, জানিয়ে দিন আপনার সকল বন্ধুদেরকে।

জেলা পর্যায়ে আমাদের সাথে যুক্ত হতে করণীয় ধাপ:

  • *একজন সমন্বয়কারী সহ নুন্যতম ৫০ সদস্যের একটি টিম গঠন করে তা [email protected] এই ই-মেইলে সেন্ড করতে হবে।
  • *টিমে প্রতিটি সদস্যের ক্ষেত্রে নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, ও মোবাইল নং এবং সমন্বয়কারীর ক্ষেত্রে পুর্ণ সিভি ও সমসাময়িক পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে।
  • *টিম পাঠানোর শেষ সময়: ২৪ মে ২০১৭।

বি.দ্র: বিস্তারিত জানতে বা আপনার কোন প্রশ্ন থাকলে তা http://www.facebook.com/DhakaClean পেইজে ইনবক্স করতে পারেন।

Level 2

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।