জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারকে তো সবাই চিনেন তাই না? তার ব্যবহার করা ঐতিহাসিক টেলিফোন সেটটি নিলামে বিক্রি হয়েছে ২ লক্ষ ৪৩ হাজার মার্কিন ডলারে। নিলামটি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড চেজাপেক সিটিতে আলেক্সান্ডার হিস্টরিক্যাল অকশন্স নামক এক নিলাম অনুষ্ঠানে।
তবে যেই ব্যক্তি এই টেলিফোনটি কিনেছেন তার নাম ও পরিচয় কিছুই প্রকাশ করেনি আলেক্সান্ডার হিস্টরিক্যাল অকশন্স আলেক্সান্ডার অকশন্স থেকে বলা হয়েছে, এই টেলিফোনটি ব্যবহার করে অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দুই বছরে অনেক দিক নির্দেশনা দিয়েছেন,এমনকি এই সময়টিতে হিটলারের নির্দেশে তাঁর সেনাবাহিনীরা লাখো মানুষকে হত্যা করেছে।
পরবর্তীতে জার্মানির আত্মসমর্পণের পর স্যার রালফ রাইনার নামক এক ব্রিটিশ ব্রিগেডিয়ার, ১৯৫৬ সালে বার্লিনে হিটলারের বাঙ্কার পরিদর্শনে গিয়েছিলেন, তখন রুশ কর্মকর্তাদের কাছে থেকে তিনি এটি উপহার হিসেবে পেয়েছেন। এবং তাঁর ছেলে উত্তরাধিকার সূত্রে এটি পান। টেলিফনের পিছনে হিটলারের নাম এবন নাজি পার্টির নাম খোদাই করা আছে। আলেক্সান্ডার হিস্টরিক্যাল অকশন্স এর ধারনা ছিলো টেলিফোনটি ৩ লক্ষ ডলারে বিক্রি হবে।
একই দিনে হিটলারের পোষা চিনামাটির কুকুরটিও নিলামে বিক্রি করা হয়, এবং এটির দাম হয়েছিলো ২৪ হাজার ৩০০ মার্কিন
ডলার, তবে এটি কিনেছেন অন্য আরেকজন ক্রেতা।
আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও ডাকলাম ১০ টাকা এক । হা হা