বাড়িতে পৌঁছলেই চার্জ হবে মোবাইল! আশ্চর্য এক আবিষ্কার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

শুখবর! শুখবর!!
বাড়িতে পৌঁছলেই চার্জ হবে মোবাইল! এখন থেকে যেকোনো ডিভাইস চার্জ দেয়ার জন্য আর দরকার হবেনা চার্জারের। এমন এক প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে যার মাধ্যমে আপনি ঘরে ঢুকলেই অটোমেটিক চার্জ হতে থাকবে আপনার ডিভাইস। এর জন্য আপনাকে আপনার ডিভাইসটি কোনো নির্দিষ্ট স্থানেও রাখতে হবেনা। ঘরে ঢুকা মাত্রই চার্জ হতে থাকবে ডিভাইসটি।

এই প্রযুক্তি আবিস্কার করেছে কোন প্রতিষ্ঠান জানতে চান?। আপনি সেই প্রতিষ্ঠান কে চিনেন খুব ভালো করেই চিনেন। তবে অন্য ক্ষেত্রে। বিখ্যাত কার্টুন নিরমাতা প্রতিষ্ঠান "ডিজনি" কে তো চিনেন অবশ্যই। এই "ডিজনি" এখন খুলেছে রিসার্চ সেন্টার এবং এই রিসার্চ সেন্টার এর নাম হচ্ছে "ডিজনি রিসার্চ"। "ডিজনি রিসার্চ" এর গবেষকরা এমন এক রুম তৈরি করেছেন যার ফ্লোর,ছাদ,এবং দেয়াল সম্পূর্ণই হবে এলুমিনিয়াম প্যানেল এর। এবং রুমের ঠিক মাঝখানে কপারের একটি পাইপ সংযুক্ত করা আছে এটির ব্যাস ২ ইঞ্ছি।

গবেষকরা বলেছেন এই পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ১.৩ মিলিয়ন বার বিদ্যুৎ তরঙ্গ যাতায়াত করবে। কপার পাইপ এর মাঝখানে একটি ক্যাপাসিটর সংযুক্ত আছে যা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রন করবে। আর এই বিদ্যুৎ এর যাতায়াত এর ফলে রুমে সৃষ্টি হবে তড়িৎ চৌম্বকীয় অবস্থান। ফলে রুমে ঢুকা মাত্রই যেকোনো চার্জ দেয়ার ডিভাইস চার্জ হতে শুরু করবে।

Level 0

আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস