প্রথমবারের মত লন্ডন ফ্যাশন সপ্তাহে চুলের যাদু দেখালেন মডেলরা। সেখানে দর্শকরা এবং অন্যান্য ফ্যশন ডিজাইনাররা সবাই দেখতে পেয়েছেন একটু পর পর বদলে যাচ্ছে মডেলদের চুলের রঙ।
লন্ডনের দুইটি প্রতিষ্ঠান দ্যা আনসিন এবং লরেন বুকার নামক লন্ডনের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মিলে তৈরি করেছেন চুলে ব্যবহার করার অভিনব এক ডাই। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার লরেন বুকার শুধু ফ্যাশন ডিজাইনার নন, তিনি বিখ্যাত ম্যাটেরিয়াল রসায়নবীদ ও বটে।
তাদের তৈরি এই ডাই ব্যবহারে কিছুক্ষণ পর পর বদলে যাবে চুলের রঙ। জানা গেছে, চুলের রঙ বদলাবে প্রথমত কালো থেকে লাল, এরপর কালো থেকে সাদা, রুপালী থেকে নীল, নীল থেকে সাদা এবং কালো থেকে হলুদ। সাধারনত চুলের রঙগুলো বদলায় তাপমাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে, কারন এতে থার্মোকরিক রঙ ব্যবহার করা হয়েছে, যার কারনে এটি বিভিন্য তাপমাত্রায় বিভিন্য রঙ এ পরিবর্তিত হয়।
এই ডাইতে খুব অল্প মাত্রায় বা নেই বললেই চলে এমন টক্সিক ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারে চুলের কোনো ক্ষতি হবার আশংকা নেই। এটি মূলত পলিমেরিক স্ট্যাবিলাজেশন প্রক্রিয়ায় কাজ করে। এটি আধা স্থায়ী রঙ যার ফলে এটির রঙ বদলায় সহজেই। এর উৎপাদক এই ডাই কে এখন ও বাজারে ছাড়েননি। এর আরো কিছু পরিক্ষা নিরীক্ষা করার পর সম্ভবত এটি বাজারে ছাড়বেন বলে জানিয়েছেন।
আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।