আসছে উড়ন্ত বাইক চড়বেন তো ?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গাড়ি প্রস্তুতকারক কোম্পানি "বি এম ডব্লিউ" এবার তৈরি করতে চলেছে নতুন প্রজন্মের উড়ন্ত মোটর বাইক জি হ্যাঁ এখন বাইক ও উড়বে আকাশে। কথাটি শুনে হয়তো অনেকেই নিজেকে উরন্ত বাইকে কল্পনা করে ফেলেছেন তাই না? 😛
যাই হোক কাজের কথায় আসি,

গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বি এম ডব্লিউ এবং অন্য একটি কোম্পানি লেগো একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করতে যাচ্ছে উড়ন্ত মোটর বাইক। দুই কোম্পানি মিলে মোটর বাইকটির একটি মডেল প্রস্তুত করে ফেলেছে। বাইকটির ট্রেলর এ বাইকটিকে মানুষের স্বাধীনতার সাথে তুলনা করেছেন বাইকটির নির্মাতারা।

মুলত বাইকটির ডিজাইন তৈরি করেছে বিখ্যাত টয় কোম্পানি দ্যা লেগো। বাইকটির মডেল তৈরি করতে সর্বমোট পার্টস লেগেছে ৬০৩ টি। এবং ওই ডিজাইনের উপর ভিত্তি করেই পুনরায় মূল ডিজাইন তৈরি করেছে বি এম ডব্লিউ এর ডিজাইনাররা। সর্ব প্রথম এই বছরের জানুয়ারি তে বাইকটির মডেল প্রকাশ পায়।

বিএমডব্লিউ মোটোরাডের সেলস এবং মার্কেটিংয়ের প্রধান হেনার ফস্ট বলেছেন, তাদের অনুরোধেই লেগো কোম্পানি উড়ন্ত বাইকের মডেল তৈরি করেছে। কিছুদিনের মধ্যেই হয়ত তৈরি হয়ে যাবে উড়ন্ত বাইক, কিন্তু বানিজ্যিক ভাবে এই বিক্রি করা হবে কিনা তা সম্পর্কে কিছুই বলেননি বাইকটির নির্মাতারা।

Level 0

আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস