আমরা তো প্রতিদিন ই নানা ধরনের স্বপ্ন দেখি। কখনো ভয়ের,কখনো আনন্দের,কখনো দুঃখের। প্রতিদিন ই নতুন নতুন স্বপ্ন দেখি। আবার ভুলেও যাই। প্রতিদিন যেনো এক একটি মুভি দেখি বিনা খরছে ফ্রী মুভি।হা হা ! সবাই অনেক আগ্রহ নিয়ে ঘুমাতে যাই এই ভেবে যে আজ যেনো কি মুভি দেখা হবে।
নতুন কোন চমক দেখা হবে আজকে ? বাস্তবে যা করা সম্ভব নয়, স্বপ্নে আমরা অনেকেই তা সম্ভব করে ফেলি। তাই না? হ্যাঁ এমনটা সবার সাথেই হয়। আমাদের আশা, আকাঙ্ক্ষা, সব কিছুর দেখা মেলে এই স্বপ্নে প্রতিদিন আমরা আশায় থাকি ভালো একটা স্বপ্ন দেখার জন্য। কিন্তু দেখা যায় তা আর হয়না। ভালো স্বপ্ন গুলোর দেখা খুব কম মেলে।কিন্তু এখন থেকে আমরা আমাদের সপ্ন গুলোকেও নিয়ন্ত্রন করতে পারবো।
জি হ্যাঁ প্রজুক্তির কল্যানে এখন তাও সম্ভব। বিজ্ঞান এবং প্রযুক্তি মিলে এখন এমন এক হেডব্যান্ড আবিষ্কার করেছে যার মাধ্যমে আমরা এখন থেকে নিজের স্বপ্নকে নিয়ন্ত্রন করা সম্ভব।
নেদারল্যান্ডের 'আইব্যান্ড প্লাস' নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছে অভিনব এই হেডব্যান্ড। ব্যান্ডটিকে স্মার্ট ফোলের সাথে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে কপালে পরিধান করে ঘুমাতে হবে। এটিতে ইসিজি সেন্সর যুক্ত করায়। এতি আমাদের ঘুমের সময় শারিরিক বিষয়গুলো পর্যবেক্ষণ করে সেই তথ্য পাঠাবে স্মার্ট ফোনে। তারপর স্মার্ট ফোনের এপ এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে নানা ধরনের লাইট ইফেক্ট এবং অডিও-ভিজুয়্যাল সংকেত তৈরি করবে যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আনন্দময় স্বপ্ন দেখতে পারব। জানা গেছে এই বছরের জুলাই মাসে এই হেডব্যান্ড বাজারে আসতে পারে। বাংলাদেশি মুল্যে এই ব্যান্ড এর মুল্য হতে পারে (আনুমানিক) ১১ হাজার টাকার মত।
আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Onak Thanks.