হাত পা জমে যাচ্ছে ,শীতে কাঁপছে দেশ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

শীতে কাঁপছে দেশ। জানুয়ারি মাসে দেশের কোথাও কোথাও তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রি সেলসিয়াসে। শীতের ফলে দেখা দিয়েছে সর্দি-কাশি, জ্বর এবং ডায়রিয়া। দেশের নদীবিধৌত অঞ্চলে আছে ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে রাতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কয়েকটি অঞ্চলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ টানা তিন সপ্তাহে গড়িয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি অথবা দু’টি মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে দু’টি অথবা তিনটি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তীব্র শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা নামবে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সারা দেশেই শীতে শিশু, বৃদ্ধদের দেখা দিয়েছে সর্দি-কাশি, জ্বর ও নিউমোনিয়া।
রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে এ মুহূর্তে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এ সব অঞ্চলের তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। মঙ্গলবার সারা দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। কুমিল্লা, বরিশাল ও সীতাকুণ্ডসহ রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ অবস্থা আরো তিন দিন অপরিবর্তিত থাকবে।

মহাদেশীয় উচ্চচাপ দেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিরাজ করার কারণে শীত পড়েছে সারা দেশেই। তবে এটা অস্বাভাবিক কিছু নয়। প্রতি বছরই জানুয়ারির এ সময়টায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায় দেশের কোনো কোনো অঞ্চলে। এ ছাড়া বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ বিরাজ করছে।

সোমবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ১২ দশমিক চার ডিগ্রি। দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৯, রাজশাহীতে ৯ দশমিক সাত, ঈশ্বরদীতে ৯ দশমিক চার, সৈয়দপুরে ৯ দশমিক চার, সাতক্ষীরায় ৯ দশমিক সাত ও যশোরে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

সুত্র : http://www.ptbnews.com

Level 0

আমি আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আহসান ভাই ,আপনের টিউনটি সচেতন মূলক টিউন, ভাল লাগল,কিন্তু টিউনটি বেনাস হিসাবে দিলে আর ভাল হত !!! ধন্যবাদ ………………………….।

আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ সচেতনা মুলক টিউনটি করার জন্য।
“আসুন আমরা সকল সামর্থবান গন কমপক্ষে একটি করে হলেও গরমের কাপড় দরিদ্রদের মাঝে বিতরন করে দরিদ্র জন গোষ্ঠির পাশে এসে দাড়াই”।