আসসালামু আলাইকুম।
আমি জানি শীঘ্রই কোন বড় টিউনার এটা নিয়ে মেগা টিউন করে ফেলতে পারে। আমার সামনেই পরীক্ষা(২৬ তারিখ শুরু), তাই অতি সংক্ষিপ্তভাবে শুধু খবরটা দেওয়ার জন্য এই টিউন।
আজ ব্লগস্পটে প্রবেশ করতেই আমি একদম :O হয়ে গেলাম! ব্লগস্পট এখন একদমই নতুন রূপে! শুধু নতুন রূপেই নয়, আগের চেয়ে অনেক স্মার্ট এখন ব্লগস্পট। যদিও আমি ব্যক্তিগতভাবে ব্লগস্পটকে প্রাধান্য দিই সাধারণ সাইটের জন্য, কিন্তু ড্যাশবোর্ডটা খুব আনস্মার্ট লাগত, এটা সত্য। আজ যখন প্রবেশ করলাম, নতুন রূপটা খুবই মনে ধরল। অরেঞ্জ রংটা কেমন চোখে লাগত, এখন অরেঞ্জ কালারে লোগোতে এমনকি blogger লেখার ফন্টেও এসেছে পরিবর্তন। অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে ফিরোজা রং। সাইডবার হয়েছে একদম অন্যরকম। ব্লগলিস্ট ও রিডিং লিস্ট সাইডবারে এসে ঢুকেছে! কিছু স্ক্রিণশট দেখে নিন এবং নিজেই অতি ্দ্রুত লগইন করে চেক করুন নতুন ব্লগস্পট!
আমি কখনোই এক কথা দুবার লিখে শব্দ বাড়াই না। একবার ভুল ক্রমে শুধু এক লাইন দুবার পেস্ট করে দিয়েছিলাম আমারই পূর্বে লেখা একটি টিউন থেকে। কিন্তু আজ লেখার কিছুই নাই। তবু এক কথা দুবার লিখতে চাচ্ছি না। আমার মনে হয় এটা সর্বোচ্চ নিম্ন মানের টিউনের লক্ষণ। তাই এসব কথা লিখে শব্দ বাড়ালাম। আর দরকার নেই। ১৮০ শব্দ হয়ে গেছে। ২০০-ও একটু পরেই হয়ে যাবে। তো এখানেই বিদায়।
আল্লাহ হাফেজ।
আমার ব্লগস্পট ব্লগে ভিজিট করতে পারেন-
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।