অনলাইনে আয়-রোজগার! কিন্তু কী ভাবে করা যায় সহজে?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেকটিউন ফিরে আসার পর নতুন বছরে আমার এটি ২য় টিউন। কিন্তু প্রথম টিউনটি পরিপূর্ণতার আগেই বন্ধ করে দিতে হয়েছে। যাই হোক আমি আজ সবাইকে নতুন বছরের অভিনন্দন জানিয়ে টিউনটি করতে যাচ্ছি। নতুন অনেক ব্যবহারকারী আছে যারা অনেকেই একে বারে নতুন কিন্তু ইচ্ছে ১০০% অনলাইনে অর্থ উপার্জনের কিন্তু পারছেন না। কেননা ভালো মত প্রোগ্রামিং কিংবা ডিজাইন না জানলে কোন কাজ পাত্তয়া সম্ভব না। micro-worker এ সীমিত কাজ,vworker, odesk সহ বিভিন্ন সাইটে কাজের আশার বিড করতে করতে অনেকেই হাল ছেড়ে দেন। তবে এ ক্ষেত্রে অনেকেই ptcসাইটগুলো বেছে নেয়। কিন্তু বিভিন্ন কারণে একাউন্ট বন্ধ করে দেত্তয়া হয়। আর ভুয়া সাইটের তো আর অভাব নেই। এক্ষেত্রে চ্যাট করে অনেকেই ডলার উপার্জন করতে পারেন। এটি নিয়ে আগে একটি টিউন করেছিলাম এখানে । কিন্তু নতুন হত্তয়ার কারণে অনেকেরই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছিলাম। এথন আমি এই সাইটে মডারেটর হিসেবে কাজ করছি। এবং ভালোই আয় হচ্ছে। নবীন যারা ইচ্ছে আছে তারা এখানে একবার ঘুরে আসতে পারেন। গতমাসে আমি এখান থেকে বেশ কিছু ডলার আয় করেছি।

আমার নিক ro2.biz সাইটে mahbub_du।

আর redhot67bux.com থেকে ptc ব্যবহারের মাধ্যমে আপনি ডলার পেতে পারেন। এখানে বিভিন্ন মেয়াদের সদস্য হত্তয়া যায়। ক্যাশ আউটের জন্য আবেদন করলে সবোর্চ্চ ২০ দিনের মধ্যে অর্থ পাত্তয়া যায়।

আর আপনি ১৫/১০/৭ দিন পর পর আবেদন করতে পারেন।

সবাইকে ধন্যবাদ।।।

Level 0

আমি swordfish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ধন্যবাদ অনলাইনের আয় করার জন্য ভাল ভাল সাইট থাকতে পি টি সি সময় না দিয়ে কিছুদিন vworker, odesk ভাল সাইট সময় দেন। প্রয়োজনে ভাল করে কাজ শিখেন।

    Level 0

    ধন্যবাদ। আমি টিউন করেছি দেখে কী মনে হয় আমি কাজ পারি না??? নবীন যারা তাদের জন্য পিটিসি ছাড়া কোন গন্তব্য নেই প্রথমে। পরে তারা কাজ শিখে বড় বড় কাজ সম্পন্ন করতে পারে। না বুঝে মন্তব্য করবেন না। সহজ একটি পদ্ধতির কথা বলেছি। তাই বলে ভাববেন না কিছু জানি না। আরো ৫ বছর আগে থেকেই ফ্রিল্যান্সার সাইটের আশেপাশে ঘোরাঘুরি করেছি।

    Level 0

    @ রুবেল, কাজ না জেনে সারা জীবন vworker, odesk সময় দিয়েও কোন লাভ হবে না। ঠিক যেরকম আমি চায়না ভাষা না জেনে যদি ওই ভষায় বই, কবিতা,গান লিখার চেষ্টা করলে যা হবে আর কি। একটা জিনিস বুঝতে হবে সাবার জন্য সব সাইট না।

Level 0

যদিও আমি এই সাইটে কাজ করি না। তবে সাইটটি নিয়মিতই পে করে যাচ্ছে তা আমিও জানি। বেশ কয়েকজন ইনভেষ্টও কেরেছে দেখলাম।
ধন্যবাদ।

    Level 0

    শুনে খুশি হলাম। আর সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

যাক, swordfish ভাই শুনে ভালই লাগল,

কিন্তু যারা পিটিসি এর জগতে একেবারে নতুন তাদেরকে একটু সতর্ক করতে চাই। দয়া করে নিচের পোস্টটি একবার পড়ুন/
http://earnerblogs.blogspot.com/2010/12/earn-with-best-ptc-sites-operation-1.html

ভাই এই টিউন হয়তো আমাদের দেশের জন্য না।চ্যাট করে ও আয়? অনলাইনে আয় কি এতই সোজা হয়ে গেলো?? তাহলে দেশ এত দিনে…….

    Level 0

    তাই না কি, এটা আমাদের দেশের জন্য না? তহলে আমাদের দেশের জন্য কোনটা, কইয়া ফালান আপনার সাথে আমিও যোগ দিতে চাই।

    Level 0

    ভাইয়া আমি মঙ্গল গ্রহ থেকে চ্যাট করছি 🙂

Level New

ভাই, বিস্তারিত বলবেন কিভাবে কাজ করতে হয়?