বাংলালিংক নিয়ে এসেছে দারুণ এক অফার, যা পাবেন ৪৯ টাকা রিচার্জে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম। বাংলালিংক নিয়ে এলো দারুণ এক অফার। এই অফারের নাম দেওয়া হয়েছে এক দেশ, এক অফার। অর্থাৎ, আপনার নতুন, পুরাতন, বন্ধ, সচল সব প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল কানেকশনেই এই অফারটি পাবেন।

one-country-one-offer

প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা

৳৪৯ রিচার্জেই পাবে দারুণ চমক। প্রতিদিন: সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকছে ৩০০ MB ফ্রি ইন্টারনেট,
৫ মিনিট বাংলালিংক-বাংলালিংক টকটাইম, ৫০০ বাংলালিংক-বাংলালিংক এসএমএস আর  ফ্রি বাংলাফ্লিক্স সাবস্ক্রিপশন! আরো আছেঃ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১০ মিনিটে প্রথম ৳৪৯ রিচার্জকারী পাবে ফ্রি আকর্ষণীয় 3G স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ! মেয়াদ ৭ দিন।

অফারের বিস্তারিত:

  • ৪৯ টাকা রিচার্জে শুধুমাত্র প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরাই ৩০০ এমবি ইন্টারনেট, ৫০০ এসএমএস (বাংলালিংক-বাংলালিংক), ৫ মিনিট টকটাইম (বাংলালিংক-বাংলালিংক), ফ্রি বাংলাফ্লিক্স সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। মূল অ্যাকাউন্টে ৪৯ টাকা থাকছেই
  • বোনাস মিনিট ব্যবহারে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য
  • ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক একাধিকবার এই অফার নিতে পারবেন। একাধিক রিচার্জের ক্ষেত্রে, বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে
  • বোনাস ব্যবহারের সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা
  • প্রতিদিনের বোনাসের মেয়াদ ঐদিনই শেষ হয়ে যাবে
  • ইন্টারনেট, ভয়েস এবং এসএমএস ব্যবহার চেক করতে ডায়াল *124*49#
  • স্পেশাল ট্যারিফ এই বোনাসের জন্য প্রযোজ্য নয়
  • ক্যাম্পেইন চলাকালীন সময়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১০ মিনিটে প্রথম ৪৯ টাকা রিচার্জকারী একটি 3G স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। বিজয়ী গ্রাহককে এসএমএস -এর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে
  • একজন গ্রাহক একবারই স্মার্টফোন জিততে পারবেন
  • ফ্রি ইন্টারনেট ব্যবহার শেষ হয়ে গেলে, সাধারণ ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে
  • গিফট প্রদানের ব্যাপারে, যেকোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার বাংলালিংক সংরক্ষণ করে
  • এই অফারটি সীমিত সময়ের জন্য

আজকের এই টিউন এতটুকুই। আল্লাহ হাফেজ।

সৌজন্যে: আমরা

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস