আন্তর্জাতিক কার্ডের বিকল্প- প্রিপেইড ভার্চুয়াল মাষ্টারকার্ড

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রিপেইড ভার্চুয়াল মাষ্টারকার্ডঃ

অনেকেই ফেসবুকে বিজ্ঞাপন দিতে চান, পেপাল বা আন্তর্জাতিক কার্ড না থাকার ফলে সম্ভব হয় না। সেক্ষেত্রে অন্যের কাছে ধর্না দিতে হয়। এখন থেকে আপনি নিজেই নিজের ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন। সম্পূর্ণ সুরক্ষিত এবং নিরাপদ আন্তর্জাতিক মাষ্টার কার্ড দিয়ে আপনি গুগল অ্যডওয়্যার বিজ্ঞাপন ছাড়াও যেখানে মাষ্টার কার্ড সাপোর্ট করে সেখানেই কার্ডটি ব্যবহার করতে পারবেন।

প্রিপেইড ভার্চুয়াল মাষ্টারকার্ড
প্রিপেইড ভার্চুয়াল মাষ্টারকার্ড

রয়েল টেকনোলজিস  ইন্টারন্যাশনাল রিলোডেবল ভার্চুয়াল কার্ড, যার মেয়াদ ০৩ বছর। এটি রিচার্জ করে আপনি বিল ও ফী পরিশোধ করতে পারবেন বিশ্বের যেকোনো ওয়েবসাইটে, যেমন এমাজন, ইবে, ফেইসবুক, গুগুল প্লে ষ্টোর, গুগুল এপ ষ্টোর, আলিবাবা, হোষ্ট গেটর ইত্যাদি সাইটে।

ছাত্ররা সহজেই এই কার্ডের সাহায্যে তাদের ACCA, GRE, GMAT, SAT, CiMA, TOEFL এবং University Application Fee পরিশোধ করতে পারবেন।

ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, বিজ্ঞানী প্রমুখ পেশাদার ব্যক্তিরা তাঁদের বিভিন্ন Seminar, Conference, Journal Subscription প্রভৃতি খুব সহজে এবং নিরাপদে পরিশোধ করতে পারেন।

ব্যবসায়ীরা এই কার্ড ব্যবহার ক’রে তাঁদের পণ্য ও সেবার বিজ্ঞাপন Facebook, Google প্রভৃতি প্ল্যাটফর্মে কোটি কোটি গ্রাহকের কাছে পৌছে দিতে পারেন।

এটি ভার্চুয়াল, তাই গতানুগতিক প্লাস্টিক ক্রেডিট কার্ডের চেয়ে বেশি নিরাপদ, কারণ এটি হারিয়ে যাবার ভয় নেই, এবং সুরক্ষিত। আপনার ব্যক্তিগত আর্থিক তথ্য নিরাপদ রাখতে ভার্চুয়াল কার্ড ব্যবহার ক’রা সবসময়ই অধিকতর নিরাপদ।

কোনো বাৎসরিক বা মাসিক ফী নেই, নেই কোনো কার্ড ইস্যু ফী। কার্ড ডেলিভারির সময়ে আপনি পাবেন একটি International Virtual Credit Card (Prepaid), যেখানে আপনার ১৬ ডিজিটের কার্ড নাম্বার, ০৩ সংখ্যার CVV/CSC Code, এবং Expiry Details, যার মেয়াদ থাকবে ০৩ বছর।

কিছু প্রয়োজনীয় তথ্যঃ

রয়েল টেকনোলজিস ৪ ধরনের কার্ড প্রদান করে থাকে।
১. সিলভার কার্ড
২. গোল্ড কার্ড
৩. প্লিটিনাম কার্ড
৪. গিফট কার্ড

 

এই কার্ড আপনি হাতে পাবেন না, কারণ এটি প্লাস্টিক কার্ড নয়, এটি একটি ইন্টারন্যাশনাল রিলোডেবল ভার্চুয়াল কার্ড, যার মেয়াদ ৩ বছর। রয়েল টেকনোলজিস আপনাকে ১৬ ডিজিটের কার্ড নম্বর, ৩ সংখ্যার CVV/CSC Code, এবং Expiry তারিখ দেবে। আপনি এই তথ্যসমূহ ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটে অনলাইনে কেনাকাটা, বিল পরিশোধ, কিংবা অন্যান্য ফী পরিশোধ করতে পারেন। অনলাইনে কার্ড ব্যবহার করার জন্য এটুকই যথেষ্ট।
কার্ড পেতে হলে ক্লিক করে প্রথমে অনলাইনে আবেদন করুন, তারপর রিচার্জ বিল পরিশোধ করুন।
কার্ড পাওয়ার জন্য সর্বনিম্ন ২৫ ডলার রিচার্জ করতে হবে, যা আপনি কার্ড ব্যবহার করে অনলাইনে খরচ করতে পারবেন। রয়েল টেকনোলজিস Zero USD ব্যলান্সে কোনো কার্ড ইস্যু করে না।
আপনার নিজের Passport অথবা National ID না থাকলে, কিংবা বয়স ১৮ এর চেয়ে কম হলে আপনার অভিভাবক কিংবা নিকাটাত্নীয়ের Passport অথবা National ID Copy ব্যবহার করুন। নিজের নামে নিচে চাইলে আপনি সিলবার কার্ড নিতে পারবেন।
কার্ডের মেয়াদ ৩ বছর। মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে একটি নতুন কার্ড নিতে হবে তবে পুরনো কার্ডের ব্যাল্যান্স নতুন কার্ডে ট্রান্সফার হয়ে যাবে।

যেভাবে ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারেনঃ

এই কার্ড ব্যবহার করে আপনি নির্বিঘ্নে নিজেই নিজের Facebook Ads পাবলিশ করতে পারবেন। অনেক সময় নিরাপত্তার স্বার্থে ফেসবুক আপনার Ads Account সাময়িকভাবে ফ্লাগড করে দিতে পারে এবং আপনার কাছে National ID কিংবা Passport এর কপি চাইতে পারে। আপনার ফেসবুক প্রোফাইলের নাম, জন্ম তারিখ ইত্যাদি আপনার National ID অথবা Passport-এর সাথে মিল থাকা উচিত, যেন আপনি কোনো সমস্যা ছাড়াই ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারেন।
যেকোনো কারণে কার্ড ব্যবহার করতে সমস্যা হলে, যেমন Card Declined due to Insufficient Balance, অথবা Card Declined due to Billing Address Mismatch, অথবা Card Suspended due to suspected Fraudulent Misuse, তাহলে দয়া করে আমাদের Facebook Page এ মেসেজ পাঠান। রয়েল টেকনোলজিস এর কাস্টমার সাপোর্ট সেন্টার আপনার সমস্যাটি ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করে আপনাকে টেলিফোনে অথবা ফিরতি মেসেজে অবহিত করবে।
আপনি এই কার্ড দিয়ে Paypal Verify করতে পারবেন। কার্ডটি Paypal এ Add করার পর আপনাকে একটি 4 Digit Code পাঠাবে, যা আমাদের থেকে জেনে নিতে পারবেন। Paypal এর ব্যাল্যান্স আপনার Card Account এ ট্রান্সফার করতে পারবেন, চাইলে ক্যাশআউটও করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে।

 

আপনার আর কোন জিজ্ঞাস থাকলে প্রশ্ন করতে পারেন এখানে- টেকবিপ এর Contact Us পেইজে গিয়ে আপনার প্রশ্ন পাঠিয়ে দিন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টিউন টি শেয়ার করে অন্যদের কেউ জানার সুযোগ দিন।

Save

Save

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মেহেদী হাসান, আমি ওয়েব ডেভেলপার হিশেবে কাজ করছি বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে। শখের বশে ব্লগ আর্টিকেল লিখি। আর্টিকেল রাইটার হিশেবে আমার অভিজ্ঞতা প্রায় ৫ বছর। আমার ব্লগ সাইট www.tutsroom.com থেকে আপনারা আমার সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবেন। টেকটিউনস ব্লগে আমি আপনাদের কে নিয়মিত ভালো কিছু টেকনোলজি লেখা উপহার দিতে পারবো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhai sob to bujlam,kintu card e dollar load device kivabe?card ta ora amake kivabe dibe,hate Na Pele use Korbo kivabe?

আপনার প্রথম প্রশ্ন বুঝতে পারি নাই। লোড ডিভাইস বলতে? আর কার্ড হাতে পাবেন না বলতে আপনার একটা কার্ডের কি থাকে? তার ইনফো গুলো পাবেন, আর ইনফো গুলো দিয়েই আপনি যে কোন কিছু ক্রয় করতে পারবেন।

Ami Jante cheyechilam card e taka ba dollar load debo kivabe?R shopping er jonno konta best?3 dhoroner card dekhlam.

Neteller virtual master tai valo….everywhere accepted.

Neteller virtual mastercard tai valo….everywhere accepted.