অরিজিনাল JBL Headphone সম্পর্কে কিছু কথা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

JBL একটি আমেরিকান অডিও ইলেকট্রনিক্স কোম্পানি যা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের প্রাইমারী প্রোডাক্ট হেডফোন এবং বেশ কিছু ইলেকট্রনিক্স যন্ত্র। চমৎকার ডিজাইন এবং উন্নত মানের শব্দ সবই পাওয়া যাবে এই হেডফোন থেকে।
JBL হেডফোনটি ডুয়েল লক ডিজাইন দিয়ে তৈরী। নিরাপদ এবং নিরবচ্ছিন্ন শব্দের জন্য হেডফোনটির কানের পিছনে হুকের ব্যাবস্থা রয়েছে। হেডফোনটিতে রয়েছে রিফ্লেকটিভ ক্যাবল যা কাজের শেষে আপনাকে রাতের দৃশ্যমানতা বোঝানোর মত শব্দ দিবে। এর মসৃণ শব্দ, লাইটওয়েট ডিজাইন সর্বচ্চো পারফরমেন্স দিয়ে আপনাকে ভাল একটা অভিজ্ঞতা দিবে। পরিষ্কার শব্দের জন্য উৎকৃষ্ট একটি হেডফোন JBL। এই হেডফোন দেয় স্পষ্ট এবং শক্তিশালী বেস বীট গান শোনার ক্ষেত্রে বা মুভি দেখার ক্ষেত্রে।

JBL Headphone কেন বিখ্যাত

JBL Headphone টি চমৎকার সাউন্ড আউটপুট দেয়। এছাড়া এর ডিজাইন বেশ ভাল। এর কানের পিছনের হুক হেডফোনটিতে অন্য মাত্রা যোগ করেছে। তাই হেডফোনটি পৃথিবী জুড়ে বিখ্যাত তার অপেক্ষা রাখে না।

সতর্কতা

আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে JBL Headphone সম্পর্কে হয়তো তেমন জানিনা। তাই আমরা সাধারনত কপি, মাস্টার কপি বা লোকাল ব্র্যান্ড কপি কিনে ফেলি। যেহেতু আমাদের অরিজিনাল হেডফোন সম্পর্কে তেমন ধারনা নাই তাই আমরা মনে করি JBL Headphone এর মুল্য লোকাল ব্র্যান্ড এর হেডফোন গুলির মতই হবে। একটি হেডফোন শুধু গান শোনার জন্য নয়, এর সাথে শারীরিক অনেক বিষয় জড়িত। তাই হেডফোনের ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে।
JBL এর অরিজিনাল হেডফোনের মূল্য কখনোই ৫০০ থেকে ২০০০ এর মধ্যে হওয়া সম্ভব না। কেউ যদি কিনে থাকেন ভাববেন নকল জিনিস কিনেছেন। আমরা কেউ নকল জিনিস পেতে চাই না তাই কোন জিনিস কেনার আগে অবশ্যই সতর্কতার সাথে এর সম্পর্কে খোঁজ খবর নিয়ে এর ইতিহাস জেনে অরিজিনাল জিনিসটি কিনতে হবে।

ভিডিও দেখতে এবং প্রয়োজনীয় তথ্যসমূহ জানতে লিঙ্কে ভিজিট করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস