পরীক্ষা নিরীক্ষার পর নতুন Drone এর আগমন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বেশ কিছু মাস পরীক্ষা নিরীক্ষার পর আসছে ড্রোন।এই Drone টি তার নিজস্ব লাইটওয়েট ধরতে পারে, এবং তার সব কাজ আরামদায়ক ভাবে সম্পন্ন করতে পারে।

ড্রোনটি তার নতুন হিরো ৫ ব্ল্যাক এবং হিরো ৫ সেশন এর ক্যামেরার সাথে কাজ করে। ড্রোনটি দেখতে বেশ সুন্দর, মসৃণ এবং ডিজাইন চমৎকার। ক্যালিফোর্নিয়া তে একটি ইভেন্ট এর আয়োজন করা হয় যেখানে এই ড্রোনটি উদ্ভোদন করা হয় এবং এর সাথে ছিল হিরো ৫ ব্ল্যাক এবং হিরো ৫ সেশন। এই ইভেন্ট এর আয়োজন করে GoPro।

drone

ড্রোনটির বিশেষ সুবিধা হচ্ছে এর বহনযোগ্যতা। এই ড্রোনটি যেকোনো জায়গায় বহন করা যাবে সহজভাবে কারন অন্যান্য ড্রোন এর তুলনায় এই ড্রোনটি আকারে বেশ ছোট। এবং ড্রোনটি যেকোনো ব্যাগ এ বহন করার জন্য মানানসই।

drone

এই ড্রোনটির সাথে ব্যবহারকারী খুব সহজেই ক্যামেরা সংযোগ করতে পারবে। ড্রোনটিতে রয়েছে ৩- অক্ষীয় ক্যামেরা যা মসৃণভাবে ফুটেজ গুলি নিতে পারে। এর স্ট্যাবিলাইজার রিমুভ্যাবল এবং সহজেই অন্য সব কিছুর সাথে সংযোগ করা যাবে। এই স্ট্যাবিলাইজারটির নাম কর্ম গ্রিপ যা পাহারের চুড়ায় বা অনেক উঁচুতে রেকর্ড করতে সাহায্য করে। এই ড্রোনটি একটি গেমপেইড স্টাইল কন্ট্রোলার এর সাহায্যে নিয়ন্ত্রন করা হয়। যার আছে দুইটি Joysticks এবং যা Touchscreen।হিরো ৫ ব্ল্যাক এবং হিরো ৫ সেশন ব্যবহারকারীরা যেকোনো সময় তাদের ছবি এবং ভিডিও গুলি আপলোড করতে পারবে।

ভিডিও দেখতে এবং বিস্তারিত জানতে লিঙ্কে ভিজিট করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস