আপনি হয়ত বা শুনে আঁতকে উঠবেন আজ হঠাৎ করেই বিশ্ব বিখ্যাত পিটিসি Clixsense কে আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি হয়ত বা একথা শুনে মনে করবেন এই সাইটটি ও হয়তবা আর দশটা সাইটের মত স্ক্যাম করেছে। না এটি স্ক্যাম করার সম্ভাবনা নেই তবে, এর গতি প্রকৃতি দেখে যেটুুকু মনে হচ্ছে, এটি হ্যাকিংয়ের কবলে পড়েছে। কারন ক্রিক্সসেন্স এর সাইটে প্রবেশ করতে গেলেই সেটি এখন একটি পুর্ণ বয়স্কদে সাইটে রি-ডাইরেক্ট হয়ে যাচ্ছে।
তাহলে Clixsense এর ভাগ্যে কি হয়েছে? আমরা ধারনা করে নিতে পারি কেউ হতাশ হয়ে শত্রতা বশতঃ প্রতিশোধ নেওয়ার জন্য তার হ্যাকিং বিদ্যা প্রয়োগ করে থাকতে পারে। কিন্তু সবার সামনে এমন কন্টেন্ট প্রদর্শন আইনগত ও নৈতিকভাবে অন্যায় একটি কাজ। যেহেতু পিটিসি সাইটগুলো প্রতিদিন হাজার ট্রাফিক পাওয়ার জন্য ব্যবহার করা হয়। তাই আমার আশা করব অ্যাডমিন দ্রুত এই বিষয়টি দেখবেন। সকল জটিলতা নিরুপনে পদক্ষেপ নিবেন।
এই রকম সমস্যার উদ্ভব হওয়ায় কিছু সংখ্যক লোক এটা স্ক্যাম করেছে বলে প্রচার করছে। কথাটি ডাহা মিথ্যা বলেই আমার মনে হয়ে। যদি তাই হত তবে সাইটি একবারে হারিয়ে যেত, পরিবর্তে এটিতে প্রবেশে করতে গেলেই তা রিডাইরেক্ট হয়ে অন্য সাইটে চলে যাচ্ছে যা প্রমান করে যে, এটি নিশ্চত ভাবেই হ্যাকিং এর কবলে পড়েছে।
একটি সুপরিচিত "Money Making" Forum এ ক্লিক্সসেন্স কর্নধার একটি বার্তায় যা লিখছেন তা থেকে বোঝা যায় তিনি এ বিষয়টি নিয়ে তাঁর টিম নিয়ে কাজ করছে সাইটটিকে উদ্ধার করার জন্য। তাঁর বক্তব্য এখানে তুলে ধরা হল-
"Hello Everyone, first let me apologize for the issues today. Over the last several weeks we have been the target of a hacker who I believe first created the bot csadviewer and then moved on to submitting ads that when a viewer opened an attachment that popped up they got infected and their PC was compromised. Today, this hacker changed our DNS to a wonderful gay site. They removed our websites and email and of course with it being Sunday its hard to get any support. My phone has been ringing off the hook and my email blowing up. Please do not call or write in. We’re definitely aware of this problem.”
তিনি তার একটি মেসেজে বলেছেন যে, আসলে কি ঘটেছে, তিন আরও আমাদের জানাচ্ছেন যে, আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রত্যেকের একাউন্ট সুরক্ষিত আছে। তাঁর মুখ হতেই শুনুন তিনি কি বলেন-
"The ClixSense servers were not hacked and all of our servers are still intact and your account information was not affected. As I said above, it’s a DNS hack. It may take a bit for the site to come back online due to propagation but it will be back as soon as possible. I have a close friend who works with the FBI Cyber Crimes who I will reach out to later today and let them know as we’re going to open an investigation on this.
Again, I am sorry this happened and it’s certainly not the way I planned to start my Sunday."
Thanks
Jim Grago
ClixSense.com
উপরোক্ত কথার মধ্যে Jim Grago-র এযাবত কালে তার পেশাদারিত্বের প্রমান পাওয়া যায়। তাই আমরা কায়মানোবাক্যে প্রার্থনা করি তিনি যেন তার সাইটটিকে পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনী ব্যাক-আপ পান। এমনি একটি বিশ্বস্থ সাইটে সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোক এখানে কাজ করছে।
আমার সাইটে আপনাদের সকলকে আমন্ত্রন রইল ইনফোটেকলাইফ.কম
আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123
কম্পিউটার টিপস, ইন্টারনেটে আয় সহ প্রযুক্তি বিষয়ক লেটেস্ট আপডেট পেতে ভিজিট করুন এখনি http://bd.tutorialgift.com/ নিজে জানুন, লিখুন ও অন্যকে জানান!!