পেপ্যাল বিডি এখন থেকে বাংলাদেশে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অনলাইন ফিল্যান্সিং জগতে পেপ্যালের কথা, গুরুত্ব সকলেই জানে। কিন্তু আগ্রহ থাকা সত্বেও পেপ্যালের সুবিধা এতদিন কেউ গ্রহণ করতে পারনি। তবে এই মুহূর্ত থেকে সম্ভব। অবিশ্ব্য হলেও সত্যি যে বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম প্রায় দেড় বছর।

পেপ্যালের একাউন্ট চালু করতে হলে এখনই ঢুকে পড়ুন পেপ্যাল বিডি এর ওয়েব সাইডে। http://www.paypalbd.com

রেজিস্ট্রেশনের নিয়মাবলী:

পেপ্যাল বিডির ওয়েবসাইডে আপনি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। ওদের মোট তিনটা প্যাকেজের মধ্যে আপনাকে প্রতি বছর ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দিতে হবে এবং উত্তোলনের মোট টাকার ১০% থেকে ৩% পর্যন্ত দিতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন প্রকিয়া সম্পন্ন হওয়ার পর আপনার একাউন্ট পেন্ডিং আবস্থায় থাকবে। কাটাবন অবস্থিত ওদের অফিসে যেয়ে বাৎসরিক চাঁদা পরিশোধ করে একাউন্ট চালু করতে হবে।

বাৎসরিক চাঁদা পরিশোধ এর সময় এক কপি পার্সপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, আপনার কর্মস্থলের আইডি কার্ডের ফটোকপি, এবং ঢাকায় আবস্থিত কোন ব্যাংক এর আকাউন্টের চেক বই এর ফটোকপি জমা দিতে হবে।

বিস্তারিত পেপ্যার বিডি এর ওয়েবসাইডে পাবেন।

ধন্যবাদ

Level 3

আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কি ওদের সাথে কোন লেনদেন করেছেন?

হ্যা, আমি একাউন্ট করেছি প্রায় ছয় মাস। ওদের ওয়েবসাইডে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেয়া আছে। যোগাযোগ করে দেখতে পারেন।
ধন্যবাদ

    টাকা এনেছেন কি?

      @রাসেদ: টাকা আসে সরাসরি আপনার ব্যাংক একাউন্ট এ। আপনি জনপ্রিয় সকম ফ্রীল্যান্সিং সাইট থেকে টাকা তুলতে পারবেন ও আমাজন/Ebay এর মত মার্কেট থেকে পেপাল/মাস্টারকারড/ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন।

আরে ভাই এটাতো পুরানা খবর। পেপালের নতুন খবর থাকলে দেন।এটা নিয়ে আরোও অনেক আগে আমিও বিভিন্ন ফোরামে লেখালেখি করেছি।

    আপনি টাকা এনেছেন ওদের মাধ্যমে?

    না, আমি কোনো প্রকার লেনদেন করিনি, তবে অনেকেই করছে। আপনি যদি একেবারেই অনলাইনের টাকা দেশে আনতে অপরাগ হন তবে এদেরকে ব্যাবহার করতে পারেন।

thanks share korar jonno age baparta jantam na apnarr madhome janlam

তাদের কম্পানির একটা পেপল আইডি আছে সে আইডি তে আপনার ডলার withdraw করতে হবে । তারপর তাদের office এ জাইয়া আপনার টাকা নিয়া আসতে হবে ।

আমার বয়স তো ১৮ না। আমি কি একাউন্ট খুলতে পারবো নাকি ৩ বছর অপেক্ষা করব।

সম্ভবনা নেই, তারপরও আপনি ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

গত ৩ বছরে এক টাকাও পাই নাই 🙂

Level 0

আপনার টিউন টি পুনরায় পড়ুন, এরপর নিচে যা লিখলাম খেয়াল করুন.
আপনি সরাসরি মিথ্যা কথা বলে গেসেন. আপনার লেখার চতুর্থ লাইন., এবং শেষ লাইনের আগের লাইন টি পুরোপরি মিথা কথা বলে গেসেন .

[ [পেপ্যালের একাউন্ট চালু করতে হলে এখনই ঢুকে পড়ুন পেপ্যাল বিডি এর ওয়েব সাইডে]] এটা প্রথম মিথ্যা দিলেন..
[[ তো এখনই রেজিস্ট্রেশন করে হয়ে যান পেপ্যাল একাউন্টের মালিক। ]] এটা দিতীয় গুরুতর ধোকা দিলেন. কাদের জন্য করলেন, কেন করলেন.

খেয়াল করুন., এটা কোনো সফট তূফ্ত এর টিউন না., এটার সাথে ভালো টাকা পইসার লেনদেন জড়িত .

সবার সতর্কতার জন্য বলছি., পেপাল বিডি তে পেপাল একাউন্ট চালু করা হয় না., এবং পেপাল একাউন্ট রেজিস্টার করা যায় না. আপনার পেপাল জনিত কাজগুলো তারা মিডেল মেন হয়ে করে দিবে চার্জ এর বিনিময়ে.

গাইজ , আশা ছাইরেন না .
আমার কাছে খবর আছে. , পেপাল বলে > অফিসিয়াল পেপাল যে দিনই এশিয়া তে এক্সপান্ড করবে , টপ অফ দা লিস্ট কোন দেশ.?

আমাদের বাংলাদেশ. :
তাছাড়া আগামী বছর পেপাল এর কেমপেইন কালে আমাদের একটা চান্স আছে.
http://lh5.ggpht.com/_6RLdPlRw4Rg/TRVPrBRL1TI/AAAAAAAACNQ/FfXNSMEHHIk/s800/paypal%20in%20bd.jpg

    @dux: মিয়া আজাইরা কথা বইলেন না। পেপালবিডি সম্পর্কে কোনো খারাপ অভিযোগ নেই। থাকলে আপনি দেখান। আর আপনার টাকা তারা সরাসরি আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে আর তারা কোনো চার্জ কাটবে না – আমি বলব “মামা বাড়ির আবদার?”

    হাজার খানেক ক্লায়েন্ট কে অনেক ভালো সার্ভিস দিয়ে আসছে অনেক বছর ধরে।

ভুয়া। ১০০% বাটপার।

এদের থেকে সাবধান । যথাসম্ভব দূরে থাকুন। এটাই সবচেয়ে ভালো উপায়।।

Waiting for PayPal…………