"দশম উজ্জীবক পুনর্মিলন অনুষ্ঠান ২০১০" আগামী ১৮ ডিসেম্বর, শনিবার, ২০১০ সকাল ৯টায় গণস্বাস্থ্য কেন্দ্র মাঠ, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। আপনি জেনে আনন্দিত হবেন যে, এ পুনর্মিলন অনুষ্ঠানটি thpbd.org এবং comjagat.com থেকে সরাসরি ওয়েবকাস্ট করা হবে। এ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি জনাব মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনাব এ এস এম শাহজাহান, ড. আকবর আলী খান, জনাব সুলতানা কামাল, জনাব সেলিনা হোসেন এবং জনাব আইরিন খান। আহ্বায়ক হিসেবে থাকবেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবী।
অনলাইনে এ অনুষ্ঠানটি উপভোগ করতে আগ্রহীরা http://video.comjagat.com/watch_video.php?v=81af36e756af6bf ঠিকানায় ভিজিট করুন।চাইলে আপনি অনলাইনে অনুষ্ঠানটির ওপর মন্তব্য পাঠানোর পাশাপাশি প্রশ্ন করার সুযোগ পাবেন। ‘কমপিউটার জগৎ’ আশা করছে অন্যান্য বারের মতো এবারো শত শত প্রযুক্তিপ্রেমী অনলাইনে ‘দশম উজ্জীবক পূনর্মিলন- ২০১০’-বিষয়ক অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করবেন।
সারাদেশ থেকে প্রায় ২০ হাজার উজ্জীবকের সরব অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ‘ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতিতে দশম উজ্জীবক পুনর্মিলন অনুষ্ঠান একটি অসাধারণ আনন্দপূর্ণ মিলনমেলায় পরিণত হবে।
আমি কমজগৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Jagat has been involved with the ICT movement here in Bangladesh for more than a period of two decades. During this period we have been able to create a set of records for which we feel proud of.
আপনাদের সাইট হ্যাক। প্রথমে এটা ঠিক করুন।