বর্তমানে পত্রিকা খুললেই পাওয়া যাচ্ছে nid জালিয়াতি করে সিম রেজি: করায় আটক। ২/৩ দিন আগে এক ছোট ভাই আমাকে বলল আমার সিমটা রেজি: হইছে কি না পরীক্ষা করে দাও। তখন দেখা গেল তার জাতীয় পরিচয় পত্র দিয়ে তার দুইটা নম্বরসহ আরো অপরিচিত ২টা নম্বর রেজি: হইছে। বিষয়টা শুনে সে ভয় পেয়ে গেল। তখন সে বলল সিম রেজি: করার সময় দোকানদার কাজ হয়নি বলে ৩/৪ বার আংগুলের ছাপ নিয়েছিল। আমি তাকে ভীত না হয়ে অন্তত ওই দুইটা সীম রিপ্লেস করে আনতে বললাম।
যাক আসল কথায় আসি। আপনি ইচ্ছে করলে জানতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে অন্য কোন সিম রেজি: হয়েছে কি না?
কিভাবে কাজটি করবেন? প্রথমে আপনার ফোন থেকে ডায়াল করুন *১৬০০*২#। ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দিবে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং ওই জাতীয় পরিচয় পত্র দিয়ে কোন কোন নম্বর রেজি: হয়েছে।
বি:দ্র: এটা শুধু বাংলালিংক গ্রাহকদের জন্য।
টিউনটি যদি আপনাদের উপকারে আসে তবে টিউমেন্টস করে জানাবেন। আর আপনার পরিচিত জনতের এ বিষয়ে সচেতন করে তুলবেন। বাজার থেকে সিম কেনার সময় নিজের আইডি কার্ড এবং ছবি দিয়ে রেজি: করে তবেই সিম কিনুন। দোকান হতে রেজি: করা সিম কখনো কিনবেন না। কারণ ওই সিম একবার নষ্ট হয়ে গেলে আপনি সেটা আর তুলতে পারবেন না। কোন দোকানদার যদি রেজি: করার সিম বিক্রি করে তাকে পুলিশে দিন।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
gp te kemne dakhbo