সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। আমাদের বাসায় ভাড়া থাকে একজন ভ্যান ওয়ালা। বাসা লালমনিরহাটে। তিনি আজ ইফ্তারির পর আমাকে। বিকাল বেলা তার ফোনে কল আসে। তখন তিনি কাজ করছিলেন। কাজ রেখেই ফোন রিসিভ করেই লম্বা একটা সালাম সেই সাথে নরমাল ইংরেজিতে বলে শুভ গুড নিউজ । আমি বাংলালিংকের হেড অফিস বারিধারা থেকে বলছি। আপনি কী আপনার সিমটি বায়মেট্রিক পদ্ধতিতে রেজিট্রেশন করেছেন?
-হ্যা করেছি
- আপনার নামটি বলুন আমরা ভেরিফাই করে নিই
(ভিকটিম অনেক চালাক নামটা বলতে একটু সমস্যাই করেছে। অবশেষে নাম বলার পর)
-হ্যা আপনার নাম ঠিক আছে। আপনি কী বায়মেট্রিকে রেজিস্ট্রেশন করার পর কোন অফার পেয়েছিলেন?
- জ্বী না।
-আমরা প্রতী কয়েক মাস পর পর আমাদের তিন লাখ কাস্টমারের নাম্বার থেকে একটা লটারি করি এবং যাদের নাম্বারে কোন প্রকার অভিযোগ নেই তাদের থেকে 5 জন কে নির্বাচিত করি এবং পুরুষ্কার দিই। তো এই লটারিতে আপনি দ্বিতীয় হয়েছেন এবং পুরুষ্কার হিসেবে পাচ্ছেন ১৮ লাখ ৫২ হাজার টাকা। আর মাত্র টুয়েন্টি সেকেন্ড পর কলটি কেটে যাবে এবং আপনি সাথে সাথে কল ব্যাক করে বড় স্যারের সাথে কথা বলুন।
এই সব হাবিজাবী শোনার পড় ভিকটিমের বুদ্ধিদিপ্ত উত্তর শুনতে এখানে ক্লিক করে ইউটিউবে শুনতে পারেন।
তাই সকলকে অনুরোধ করছি এইসব ধোকাবাজদের থেকে সাবধান থাকবেন। প্রতারকের মোবাইল নম্বর 01911112992
আপনাদের কারো সাথে যদি এর পর কোন এইরকম অফার আসে তাহলে দয়া করে লোভে না পড়ে তারসাথে কথা বলতে বলতে নিকটস্থ কোন থানা পর্যন্ত যান এবং তার ফোনটি থানার কোন দাড়গার হাতে দিন। তারপর বুঝবে ঠ্যালা কারে কয়।
আমি ছন্নছাড়া জিসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থানায় গিয়ে লাভ নেই ভাই। পুলিশ আপনাকে বলবে Ignore IT… তাই নিজে থেকেই সাবধান হওয়া ভাল