হবিগঞ্জের অনলাইন প্রফেশনালদের মিটাপে যেসকল বিষয় তুলে ধরা হল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত ৩০ মে ২০১৬ আমি হবিগঞ্জের অনলাইন প্রফেশনালদের একটি মিটাপ/আড্ডার উদ্যোগ গ্রহন করি। এই মিটাপে হবিগঞ্জ শহরের সকল অনলাইন প্রফেশনাল, ফ্রিল্যান্সারদের আমি আমন্ত্রন জানাই। আমন্ত্রনে সারা দিয়ে বেশ কয়েকজন প্রফেশনাল এই মিটাপ-টিতে যোগ দেন।

মিটাপের ভেনু হিসেবে আমি আমার একাডেমীকে বেছে নেই। এই মিটাপে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয় যার মধ্যে প্রধান ছিল হবিগঞ্জ শহরের আউটসোর্সিং এবং অনলাইন পেশাকে কিভাবে আরো জনপ্রিয় করে তোলা যায়।

মিটাপের আয়োজক হিসেবে আমার বক্তব্য ছিল, যে আমরা সবাই অনলাইনের কাজ করতে করতে ক্লান্ত। সময় সময় আমাদের একটা আড্ডা দেয়া দরকার যেখানে আমরা একই ফিল্ডের মানুষদের সাথে আমাদের মনের কথাগুলো শেয়ার করতে পারি।

habiganj internet meetup 2
হবিগঞ্জের অনলাইন প্রফেশনালদের মিটাপের একাংশ

মিটাপে বেসিস আউটসোর্সিং এওয়ার্ড প্রাপ্ত মেহের ইস্তি তার ফ্রিল্যান্সিং জীবনের নানান রকম অভিজ্ঞতার কথা তুলে ধরেন। হবিগঞ্জ অনলাইন প্রফেশনালদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ পান্না শেয়ার করেন তার বেশ কয়েকটি ফ্রিল্যান্স আইডি সাসপেন্ড হয়ে যায়, এরপর তিনি নিজের ওয়েবসাইট বিল্ডাপ করে কাজ করছেন। ফলে একটি বিষয় আবারো উঠে আসে যে আমাদের মার্কেটপ্লেস নির্ভর না হয়ে নিজের প্ল্যাটফরম ব্যবহারে আরো জোর দিতে হবে।

অনলাইনে নতুন যারা কাজ শুরু করতে আগ্রহী হন তারা বেশিরভাগ সময় অল্প সময়ে, অল্প কাজ করে অনেক টাকার মালিক হতে চান বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। অনলাইন প্রফেশনালরা শেয়ার করেন যে নতুনদের এই ধারনা সম্পুর্ন ভূল এবং অনলাইন কাজ করতে হলে এটাকে সিরিয়াসলি একটি ক্যারিয়ার হিসেবে নিতে হবে।

মিটাপে প্যাসিভ ইনকামের ব্যাপারে আলোকপাত করা হয়। প্যাসিভ ইনকাম হল এমন একটি সোর্স যেখানে কাজ না করেও আয় করা যায়। তবে প্যাসিভ ইনকাম যে সারাজীবনের জন্য প্যাসিভ নয় সে ব্যাপারটি আমরা তুলে ধরি।

habiganj internet professionals meetups 1
হবিগঞ্জের অনলাইন প্রফেশনালদের মিটাপের আরেকটি অংশ

মিটাপের এক পর্যায়ে আমরা একমত হই যে আমরা হবিগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য হবিগঞ্জে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং আরো জনপ্রিয় করে তুলতে হবে। এক্ষেত্রে নতুনদের সঠিক দিক নির্দেশনা ও গাইডলাইন দেয়া অভিজ্ঞদের দ্বায়িত্ব।

এই মিটাপটিতে উপস্থিত সবাই মাসে একবার করে এই মিটাপটি করার জন্য মত প্রকাশ করেন। মিটাপটিতে আয়োজক তমাল আনোয়ার, অঙ্কন পান্না, মেহের ইস্তি ছাড়াও জয়সেন দাশ, বিভাকর রায় বাপ্পী, শাহনুর নিলয়, রাব্বি কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

মিটাপ শেষে আমরা সবাই একজন আরেকজনের সাথে অফলাইনে এবং অনলাইনে সিলেট ইন্টারনেট মার্কেটারস ফেসবুক গ্রুপে যুক্ত থাকবো বলে অঙ্গীকার করি।

আপনি যদি সিলেট-হবিগঞ্জের অনলাইন প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যুক্ত হোন। আমাদের পরবর্তি মিটাপের তারিখ এবং সময় আমরা পরে গ্রুপে জানিয়ে দেব।

Level New

আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস