কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালই আছি, আশা করি আপনারাও অনেক ভাল আছেন।
সকল সিম রি ভেরিফিকেসন উপলক্ষে সকল সিম অপারেটর কম বেসি অফার দিচ্ছে, আর সেই অফার গুলো নিয়েই
আমার আজকের টিউন।
চলুন শুরু করা যাক
সিম রি-ভেরিফিকেসন করলে গ্রামীনফোন দিচ্ছে আকর্ষণীয় সব অফার :
1. 27 মে এর ভিতর আপনার সিম টি রি-ভেরিফিকেসন করলেই পাচ্ছেন ২০০ টাকার নিশ্চিত টকটাইম
2. প্রতিটি কমপ্লিট ভেরিফিকেসন সিম ইউসার রা প্রতি ২০ মিনিট এ পাচ্ছেন ১ টি করে স্মার্টফোন
3. প্রতিটি রি-ভেরিফিকেসন সিম এ পাচ্ছেন ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট যা ব্যবহার করতে পারবেন রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত
অফারটি নিতে ডায়াল করুন *5000*99#
4. এছাড়াও ২০ টাকায় ১ জিবি ইন্টারনেট পাচ্ছেন ২৪ ঘন্টা ব্যবহার করার জন্য (উল্লেখ্য আপনি মেয়াদ বারাতে পারবেন না) মেয়াদ ৫ দিন
অফারটি নিতে ডায়াল করুন *5000*200#
৫. এছাড়াও বন্ধূকে রেফার করে পেতে পারেন ১ জিবি ডাটা। আপনার বন্ধুর সিম ভেরিফিকেসন করার পূর্বে আপনার নাম্বার টি এই লিংক এ ক্লিক করে এন্ট্রি করে যাবেন
সিম রি-ভেরিফিকেসন করলে বাংলালিংক দিচ্ছে জটিল সব অফার :
1. বাংলালিংক নাম্বার রি-ভেরিফিকেশন করলেই পাচ্ছেন মাত্র ৭ টাকায় ১জিবি ইন্টারনেট যা ব্যবহার করতে পারবেন রাত ১২ টা থেকে দুপুর ১২টা
অফারটি অ্যাক্টিভ করতে ডায়াল *৫০০০*৭০৪#। ব্যালেন্স চেক করতে ডায়াল *৫০০০*৫০০#
2. বাংলালিংক নতুন সংযোগ কিনলেই পাচ্ছেন ৪ জিবি ইন্টারনেট বোনাস ডাটা। প্রথম ১ জিবি পেতে ১০ বা তার বেসি টাকা রিচার্জে করতে হবে।
আপনি ৩০তম, ৬০তম, ৯০তম দিনে পাবেন বাকি ৩ জিবি ইন্টারনেট।
বন্ধ রবি সংযোগ এ ৯ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ১ জিবি ইন্টারনেট ও আজীবন মেয়াদসহ যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট অফার
1. এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A ০১৮XXXXXXXX লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে
2. প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*০৯০# ৭ দিনে শুধু একবারই এই প্যাকটি কিনতে পারবেন। প্রতিদিন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই
প্যাকটি ব্যবহার করতে পারবেন। ডাটা ব্যালেন্স জানতে *৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করুন
1. এয়রটেল sim রি-ভেরিফিকেশন করলেই পাচ্ছেন ১৯ টাকা রিচার্জে ৩ জিবি পর্যন্ত ইন্টারনেট যা ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে যার মেয়াদ ৩ দিন।
আপনি ৩০তম, ৬০তম দিনে পাবে বাকি ২ জিবি ইন্টারনেট। ডাটা চেক করবেন *778*33# নাম্বার এ। পরবর্তী ডাটা পেতে আপনাকে নুন্নতম ৩০ টাকা ব্যবহার করতে হবে।
2. আপনার সিম টি রি-ভেরিফিকেশন করে *121*50# ডায়াল করলেই পাচ্ছেন ৫০ মিনিট ফ্রী টকটাইম।
তো আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থকবেন এই কামনায়
আল্লাহ হাফেজ
তথ্য সুত্র :
ঘুরে আসতে পারেন আমাদের বিনোদন মেলা থেকে।
আমি রাব্বি খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Important Post