এসএসসি তে জিপিএ ৫ এর ইতিহাস
২০০১ সালে পায়, ৭৬ জন,
২০০২ সালে পায়, ৩৩০ জন,
২০০৩ সালে, ১ হাজার ৩৮৯ জন,
২০০৪ সালে, ৮ হাজার ৫৯৭ জন,
২০০৫ সালে, ১৫ হাজার ৬৩১ জন, ২০০৬ সালে, ২৪ হাজার ৩৮৪ জন,
২০০৭ সালে, ২৫ হাজার ৭৩২ জন,
২০০৮ সালে, ৪১ হাজার ৯১৭ জন,
২০০৯ সালে, ৪৫ হাজার ৯৩৪ জন,
২০১০ সালে, ৫২ হাজার ১৩৪ জন,
২০১১ সালে, ৬২ হাজার ২৮৮ জন, ২০১২ সালে, ৮২ হাজার ২১২ জন,
২০১৩ সালে, ৯১ হাজার ২২৬ জন,
২০১৪ সালে, ১ লক্ষ ৪২ হাজার ২৭৬
জন,
২০১৫ সালে, ১ লক্ষ ১১হাজার ৯০১ জন
২০১৬ সালে, ১ লক্ষ ৯ হাজার ৭৬১ জন
এই লেখাটি এখান থেকে সংগৃহীত। ভাল টুইষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।
আচ্ছা ২০০ ওয়ার্ড তো হচ্ছেনা তাই আমার লেখা একটা কবিতা শেয়ার করলাম।
ভাবছি ভাববোনা আর কোনো ভাবনা
খুজবোনা ভালবাসা অমৃত কিশোরীর চোখের ভাঁজে।
নাইবা হোক প্রেম
যদি অশ্রুসিক্ত রুপকথা কাঁদে
আকাশ নুয়ে দেয় কল্পনার কৃতজ্ঞতায়।
যদি আমার মত কেউ কাপুরুষ হয়
তবে সৃষ্টি হতনা বিলাসীর।
আমিতো শত বালিকার স্বপ্ন দেখেও
স্পর্শ করিনি তোমার অপুর্নতায়।
ভয় নেই মৃত জীবন হারায়না,
আকাঙ্ক্ষা আর হতাশায় হারাবার মানেই নেই।
আর যদি কখনো আকাশের তারারা
সংগোপনে হাত বাড়িয়ে কাছে টানে।
সেই কলোরবে হবো দিশেহারা।
যারা শুনেছো, যারা জানো
তাকে বলে দিও।
আমি কি করে বাঁচি তাকে ছাড়া।
আমি আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।