প্রথমে ডাউনলোড করেন নিন দেশিবয়েজ এর প্রথম ম্যাগাজিন।
দেশীবয়েজ এর প্রথম ম্যাগাজিন ডাউনলোড করে নিতে এখানে ক্লিক করুন।
জাহাঙ্গির কবির বাপ্পিঃ কিংবা দেশের বাইরে বাংলাদেশীরা যেখানেই থাকেন না কেন বুকে ধারন করেন লাল সবুজের পতাকা। দেশের মাঠি থেকে দূরে থাকলে ও মা মাঠি মানুষের আকছে পড়ে থাকে তাদের মন।দেশের সাথে তার এই যে নাড়ীর বন্ধন তার টানেই তিনি যেখানেই যান না কোন চার পাশে একটি মিনি বাংলাদেশ সৃজন করে।
গত ৮ এপ্রিল আবুধাবীর কেরালা স্যোসাল সেন্টারে হয়ে গেল আবুধাবী ভিত্তিক প্রবাসি সামাজিক সংস্কৃতি সংগঠন দেশী বয়েজ মিডিয়া ই'উ'র প্রথম বর্ষ্পুর্তি উতসব।এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনাই প্রধান অতিথি ছিলেন আবুধাবীস্থ বাংলাদেশ দুতবাসের প্রথম সচিব জসিম উদ্দিন। জন্তা ব্যাংক ই'উ'র মহা-ব্যবস্থাপক ইসমাইল হোসেন, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সোশাল ক্লাব দুবাই'র সভাপতি নওশের আলি দেশী বয়েজ মিডিয়ার প্রধান উপদেষ্টা এম এ কুদ্দুস দেওয়ান, সিনিয়র উপদেষ্টা জাহাঙ্গীর কবির বাপ্পি, বিমান বাংলাদেশ এয়ারলাইন এর রিজিয়নাল ম্যানাজার ইকবাল আহমেদ চৌধুরী, দেশীবয়েজ মিডিয়ার সাধারণ সম্পাদক আমির মোহাম্মেদ সহ আন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্টানে দেশীবয়েজ মিডিয়ার বর্ষ্পুর্তির কেক কাটা হয় এবং সংগটনের প্রতিষ্টাবার্ষীকি স্নারক প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়। এতে সধীনতার সুর্যসৈনিক দুই মুক্তিযুদ্দা, সেরা সংবাদ কর্মী হিসেবে জাহাঙ্গীর কবির বাপ্পি, সেরা ফটোগ্রাপার হিসেবে বোরহান উদ্দিনকে, সফল প্রবাসী বানিজ্যিক উদ্দোক্তাদের সম্মননা প্রদক প্রদান করা হয়। দেশিবয়েজ মিডিয়ার টিম ছাড়া ও অনুষ্টানে টিম৭১, আন্টিভাইরাস, ব্যান্ড দন্তস্য, শিল্পি পাভেল আব্দুল্লাহ, ও কাইছার হামিদ, ক্ষুদে শিল্পী আরশী,সাইদা, নাহিদা, হ্যাপি, অপু সহ অন্যান্য শিল্পীদের গান নাচ কৌতুক। ফ্যাশন শো, দর্শকদের মনমুগ্ধ করে রাখে।
দেশীবয়েজ মিডিয়ার বর্ষ্পুর্তি অনুষ্টানের মিডিয়া পার্টনার ছিল বাংলা ভিশন ও দেশের খবর। র্যাফেল ড্র'র মাধ্যমে অনুষ্টান শেষ হয়। পুরো অনুষ্টানের প্রানবন্ত সঞ্ঝালনা করেন সাকোয়াত হসেন বকুল ও তানভীর শোভন।
নিচে ভিডিওতে দেখে নিন দেশীবয়েজ মিডিয়ার প্রথম বর্ষ্পুর্তির অনুষ্টান
দেশিবয়েজ মিডিয়ার প্রথম ব্ররষপুর্তির অনুষ্টান দেখতে এখানে কিল্ক করুন।
আমি Jahangir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরে লিখব :)
http://zahangir125.blogspot.ae/2016/04/blog-post.html