[অকার্যকর] বাংলা ফোরাম – বাংলা ভাষায় মুক্ত আলোচনা – যে কোন সমস্যা সমাধান করুন আলোচনার মাধ্যমে – সমস্যা আছে? তো সমাধানও আছে [অকার্যকর]

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিঃদ্রঃ বিশেষ কারনে ফোরামটি বন্ধ করে দেয়া হয়েছে।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজ একটি ফোরাম সম্পর্কে টিউন করছি। এর নাম “বাংলা ফোরাম”। ফোরামটি সম্পূর্ন নতুন তৈরি করা হয়েছে।

বাংলা ভাষায় মুক্ত আলোচনা

আমরা কম্পিউটারে কাজ করার সময় বিভিন্ন ধরনের সমস্যাতে পড়ি। এ সব সমস্যা বড় হতে পারে আবার ছোটও হতে পারে। এ সব সমস্যা সমাধান করার মত যায়গা সাধারনত পাওয়া যায় না। এ সময় হয় বসে থাকতে হয় না হলে সার্ভিসিং সেন্টারে গিয়ে পানির মত টাকা ঢালতে হয়। কিন্তু দেখা যায় বেশীর ভাগ সমস্যাই খুব সাধারন বা সমাধান খুব সহজ। কিন্তু না জানার কারনে বা কোন সাহায্যকারী না পাওয়ার কারনে এসব সমস্যা সমাধান করা যায় না। এরকম একটা উদাহরন দেই। কয়েক দিন আগে একজন আমাকে বলে তার মিডিয়া প্লেয়ার চলছে না। পরে গিয়ে দেখি তার কম্পিউটারের ডেট কোন ভাবে ২০৯৯ করা আছে, শুধু এত টুকুর জন্যই তার মিডিয়া প্লেয়ার কাজ করছে না। বাংলা ফোরাম মূলত এসব ছোট-বড় সমস্যা সবার আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে। আর সমস্যা থাকলে তার সমাধান থাকবেই। ফোরামের মুল বিষয় গুলো হল -> কম্পিউটার, মুঠোফোন, প্রোগ্রামিং, গ্রাফিক্স, হ্যাকিং, গেম ইত্যাদি। যাদের অন্যকে আন্তরিক ভাবে সাহায্য করার ইচ্ছা আছে তারা যোগ দিতে পারেন। বাংলা ফোরামের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সবাইকে সাহায্য করা। এখন আপনাদের সবাইকে বাংলা ফোরামে যোগ দেয়ার আহবান জানাচ্ছি। সবাই যেমন সব জানে না, আবার এমনও কেউ নেই যে কিছুই জানে না। এরকম হতে পারে যে একজনের একটা সমস্যা হয়েছে আপনিও সে সমস্যাতে পড়েছেন এবং নিজে নিজে বা কোন ভাবে সমাধান করেছেন। তাহলে আপনি তাকে সাহায্য করতে পারেন। আবার আপনি যখন কোন সমস্যাতে পড়বেন তখন অবশ্যই আপনাকেও অন্য কেউ সাহায্য করবে। এখন আপনারা যোগ দিলে বাংলা ফোরামের লক্ষ বাস্তবায়ন হবে এবং এটি আরো উন্নত হতে পারবে। আর যদি আপনারা সহযোগীতা না করেন এগিয়ে না আসেন তাহলে এটি কোটি কোটি ওয়েব সাইটের ভীরে হয়তো হারিয়ে হয়ে যাবে।

বাংলা ফোরামে নাম, পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করতে ইচ্ছে না হলে ফেসবুকের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন। ফোরামে আলোচনা ছাড়াও সরাসরি চ্যাট করারও ব্যবস্থা আছে। ও এর ঠিকানাই তো দেখা হয়নি। এর ঠিকানা হল – banglaforum.motionsforum.com

বিঃদ্রঃ বিশেষ কারনে ফোরামটি বন্ধ করে দেয়া হয়েছে।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks…..1ti valu site share korar jonna…..

ভাল লাগল। ধন্যবাদ।

    সাথে থাকার জন্য ধন্যবাদ।

Level 0

ভাল উদ্দোগ।

    আপনারা আছেন বলেই সাহস নিয়ে ভাল কাজে হাত দিতে পারি। ধন্যবাদ

কাজের এবং সুন্দর একটি সাইট। প্রসংশনীয় উদ্যোগ। ধন্যবাদ।
http://bit.ly/9m8v04