আমি তেমন টিউন করিনা, শুধু পড়ি। কিন্তু আজকে এই টিউন না করে পারছিনা কারন আমি এই টিউন করাটাকে একটি নৈতিক দায়িত্ব হিসাবে মনে করছি।
সম্প্রতি ফেইসবুকে দেশীয় একটি কার্ড বিক্রির চক্রের খপ্পরে পড়ে বহু ফ্রিল্যান্সার তাদের কষ্টার্জিত অর্থ খুইয়েছেন। আমি ও আমার পরিচিত একজন তাদের প্রতারনার শিকার হয়েছি। পরে ফেইসবুকের ১টি গ্রুপে গিয়ে জানতে পারলাম অনেক মানুষ তাদের প্রতারনার শিকার হয়েছেন। ভুল আসলে আমরাই করেছি। তাদের চটকদার বিজ্ঞাপন দেখে ফাদেঁ পা দেই। তাদের সাইটের নামের সাথে bd লেখা, আবার মানুষকে প্রতারনা করার জন্য .uk লিখে রেখেছে। তাদের ফোন করার জন্য কোন নাম্বার দেয়া নেই! একটি ফর্ম পুরন করে দিলে তারা কল ব্যাক করে এবং খুব সুন্দর করে নানা সুবিধার কথা বর্ননা করে। পরবর্তীতে কেউ ঐ নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। কলব্যাক নাম্বার কখনো দেশি কখনো UK নাম্বার দেখা যায়। একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হলে সেখানে কোন ফোন নং থাকবেনা কেন?
তাদের বর্ননা অনুযায়ী এই ভারচুয়াল কার্ড দিয়ে নাকি ফেইসবুক, গুগলে বিজ্ঞাপনসহ যে যে দেশে মাস্টারকার্ড সাপোর্ট করে সে সে দেশে এই কার্ড ব্যবহার করা যায়।
আমি সবাইকে সর্বোচ্চ সাবধান থাকতে অনুরোধ করছি, ফেইসবুকে এই ধরনের বিজ্ঞাপন দেখে টাকা খোয়াবেন না। আপনার কষ্টের টাকা কেউ প্রতারনা করে নিয়ে যাক এটা নিশ্চই আপনি কখনো চাইবেন না! এই ধরনের বিজ্ঞাপন থেকে খুব সাবধান। ধন্যবাদ।
আমি Shakil Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঠিক বলেছেন ভাই। দেশে এখন ডিজিটাল চোরের অভাব নাই। বিশেষ করে মাষ্টার কার্ড গুলো লোড করে দেয়ার কথা বলে, টাকা হাতিয়ে নিচ্ছে। এইসব চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সবার।