বিরক্তিহীন ভাবে এশিয়া কাপের খেলা অনলাইনে দেখুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমাদের দেশে ক্রিকেট এখন তরুনদের কাছে এক রকম ক্রেজ। কিন্তু বেস্ত জীবনে খেলা দেখাটাই এক রকম কষ্ট হয়ে যায়। বিশেষ করে অনলাইন মার্কেটে যারা কাজ করেন, তাদের জন্য তো বেপারটা আর বেশি কষ্টের। সারা দিন কম্পিউটারের সামনে থেকে, টিভি দেখার সময় হয় না।

যাই হোক। খেলা দেখার জন্য কাজটা মুলত নিজের কারনেই করেছিলাম। এখন ভাবি টিটিতে শেয়ার দিলে মন্দ হয় নাই। আপনারাও চাইলেো এখান থেকে লাইভ খেলা দেখতে পারেন। মোবাইল, কম্পিউটার সব কিছু থেকেই দেখতে পারবেন।

Watch Live Asia cup on online TV

 

লিঙ্কটি আমি বুক মার্ক করে রেখেছি। আপনি চাইলেও করতে পারেন। এশিয়া কাপে যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে। সব থেকে দুঃখ জনক ছিল সাকিবের ক্যাঁচ মিস হওয়াটা। সাকিবের মাপের খেলোয়াড়ের থেকে এটা কামনা করা যায় না। হয়ত অই ভুলটা না হলে ফলাফল অন্য কিছু হতে পারতো। টাও আশা করি পরের ম্যাচে আমরা ভালই করবো।

সাথে একটু কষ্ট বাড়ানোর জন্য গত এশিয়া কাপের একটা ফটো  এড করে দিচ্ছি।

মনে পরে সেই দিনের কথা? আমি কিন্তু এখনো ভুলি নাই। কার কার মনে আছে, তারা টিউমেন্ট করবেন।

লিঙ্কটি আমি বুক মার্ক করে রেখেছি। আপনি চাইলেও করতে পারেন। এশিয়া কাপে যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে। টাও আশা করি পরের ম্যাচে আমরা ভালই করবো। সবাই দোয়া করবেন আমাদের টাইগার দের জন্য।

Level 1

আমি অনেক অপেক্ষা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস