অল্প টাকায় যে ব্যবসা করতে পারেন, ২য় পর্ব

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রথম পর্বের পর অনেক সারা পেয়েছি, তাই এই ২য় টিউনি করতে আগ্রহী হয়েছি,  আমরা যারা আমাদের আয় বাড়াতে চাই, তারা প্রতিনিয়ত নতুন কিছু করতে চাই, বা যারা এখনো কিছু করতে পারছেন না, তারা কিছু শুরু করতে চান অল্প টাকায়, তাদের জন্য আমার কিছু অল্প টাকায় ব্যবসার আইডিয়া মাথায় গুর পাক খাচ্ছে, (আমি চাকুরির পাশা পাশি করি), তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, প্লিজ ঠাণ্ডা মাথায় একটু পড়ে বুঝে দেখুন, আপনার না হলেও আপনার আসে পাশের কারো কাজে লাগতে পারে।

 

যারা ১ম পর্ব পরেন নাই, তারা এই লিঙ্ক থেকে পড়তে পারেন।

 

আজকে আমি আলোচনা করবো আরো কিছু ব্যবসা নিয়ে, ব্যবসা ব্যবসাই হয়, তা যতোই ছোট হোক না কেনো। তাই ব্যবসা করে নিজেই নিজেকে গড়ে তুলুন।

 

আপনি প্রথমেই অল্প টাকায় ৫ থেকে ১০ হাজার টাকায় শুরু করতে পারেন, যে ব্যবসা গুলো

১- এনার্জি লাইট

আমাদের দেশের বিভিন্ন বাজারে রাস্তা ঘাটেই এখন দেখতে পাওয়া যায় অল্প টাকায় এনার্জি বাল্ব বিক্রি করতে, ওরা নাকি কোম্পানির প্রচারের জন্য ৭০% ডিসকাউন্টে ৩০০ টাকার বাল্ব মাত্র ১০০ টাকায় দিচ্ছে, অনেকে আবার ২০০ টাকার বাল্ব কিনলে ১টার সাথে আরেকটি বাল্ব ফ্রি দেয়, এতে বিক্রিও হচ্ছে অনেক, তাই আপনিও শুরু করতে পারেই এই ব্যবসা। লাইট গুলো খুভি অল্প দামে কিনতে পাওয়া যায়। তাই বিক্রি করে আপনি ভালোই আয় করতে পারেন।

আপনি ইচ্ছে করলে প্রতি দিন কম পক্ষে ২০ থেকে ৪০ টা বাল্ব বিক্রি করতে পারবেন, সারা দিনে।

প্রতি দিন যদি ২০ টি বাল্ব বিক্রি করেন প্রতি দিন, আপনি ২০ টাকা করে আয় করেন -

তাহলে প্রতি দিন ২০ গুন ২০ সমান ৪০০ টাকা

তাহলে মাসে  ৪০০ গুন ৩০ সমান ১২০০০ হাজার টাকা, ওয়াও

বেকার বসে না থেকে আজি শুরু করতে পারেন এই ব্যবসা।

২- চার্জার লাইটের ব্যবসা

শুরু করতে পারেন অল্প টাকায় চার্জার লাইটের ব্যবসা, উপরের নিয়মেই এই ব্যবসা করতে পারেন। বা এনার্জি লাইটের সাথেই এই ব্যবসা করতে পারেন।

এখন যে হারে কারেন্ট যাচ্ছে, তাতে সবারি সমস্যা হচ্ছে, পড়ালেখার পাশা পাশি ব্যবসা বানিজ্য করতেও সমস্যা হচ্ছে, ফুটপাতের ব্যবসা করতেও এখন এই লাইটি রাতের ভেলায় বরসা। তাই অল্প টাকায় আজি শুরু করতে পারেন এই ব্যবসা। একটি ব্যটারির সাথে চার্জার সার্কিট ও লাইট এটাচ থাকে। দামেও সস্থা।

৯০ থেকে ১১০ টাকায় নিনে, সহজেই ১৫০ টাকার মতো বিক্রি করতে পারেন।

 

৩- মিনি আইপিএস এর ব্যবসা

এসেছে গরমের দিন, সাথে লোডশেডিং এর শুরু। তাই আপনি সহজেই বিক্রি করতে পারেন মিনি আইপিএস এর ব্যবসা। একটি বক্স, সাথে টেবিল ফ্যান ও বাল্ব দিয়ে সহজেই বিক্রি করতে পারেই এই মিনি আইপিএস।

প্রতি পিস মাত্র ১৬০০ থেকে ১৮০০ টাকার মধ্যেই কিনে শুরু করতে পারেন এই ব্যবসা। বিক্রি করা যায় ২৩০০ থেকে ২৫০০ টাকার মতোই। তাই লাভটাও কম না।

 

চলবে  তাই বাকি টিউন গুলো পেতে টেকটিউনের সাথেই থাকুন।

 

 

সময় পেলে ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে, ক্লিক করুন

 

 

আমি mahadi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

all kinds of computer & software ----- virus


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি ব্যবসা করতে চাই? [email protected]

এতদিন পর একটি মনের মত টিউন পেলাম। ধন্যবাদ টিউনটি করার জন্য। সম্ভব হলে এরকম টিউন আরো করবেন আশা করি।

আপনি উদ্দেশ্য অত্যান্ত মহৎ, কিন্তু বাহবা দিতে পারছিনা কারণ টিউনটা অসম্পূর্ণ! ধরুন, এনার্জি বাল্বের কথাই বলছি। অনেকেই হয়তো এনার্জি বাল্ব বিক্রিতে আগ্রহী হবে কেননা এতে সবচে কম পুঁজি লাগবে কিন্তু আপনি বিস্থারিত লিখেন নি… যেমন একটা এনার্জি বাল্ব কিনতে খরচ করত হবে বা কোথায় পাওয়া যাবে এই বাল্ব। কোন গ্যারন্টি আছে কিনা। এইসব… বিস্থারিত লিখে যদি টিউন করতে তাহলে ভীষণ রকমের উপকারী হতো। আশা করি পরবর্তী সময় এসব বিষয় খুব খেয়াল করবেন। ধন্যবাদ।

বিস্তারিত 01977886660

আসলে কোন ব্যবসাকেই ছোট করে দেখা উচিত না।আমরা শিক্ষিত সমাজ এই ব্যবসা গুলো লজ্জার চোখে দেখি।আমার একটা বন্ধু আছে সে ফুটপাতে ছোটদের খেলনা বিক্রী করে মাসে 18000 টাকা + ইনকাম করে।

    একে বারে সত্যি কথা, যা কিনা এখন গ্রাজুয়েশন করে বসে থাকার চেয়ে ভালো।

Level 0

মিনি আইপিএস এতো চিপ রেটে পাওয়া সম্ভব?