আজ আমি আমার একটি ভালোলাগা আপনাদের সাথে শেয়ার করছি।
ছোটবেলা থেকেই আমি পড়তে খুব পছন্দ করি।
অবশ্য পাঠ্যবই না।(এটা কারই বা ভালো লাগে 😛 )
সৈয়দ মুজতবা আলী বলেছিলেন,"বই কিনে কেউ দেউলিয়া হয় না।"
তিনি হয়তো হতেন না। টাকার কুমির ছিলেন তাই হয়তো।
কিন্তু এই আমরা যারা আছি,বেকারযুবসমাজ। টাকার অভাবে অনেকসময় টুথপেস্ট পর্যন্ত কেনা হয়না। তারাই বুঝি টাকা কি জিনিস। শত সাধ থাকলেও কেনার সাধ্য না থাকায় বইপড়া হয়ে ওঠে না।
বাধ্য হয়ে অনলাইনে ইবুক খুজি। আমি ইবুকের বিরোধিতা করছি না।
তবে নতুন বইয়ের পিডিএফ খুজতে গেলে কি হবে? লেখক প্রকাশকদের কথাও তো ভাবতে হবে। তাছাড়া স্মার্টফোনে/ট্যাব/পিসিতে দীর্ঘক্ষন ইবুক পড়ার বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।
নতুন বই কিনতে পারব না তো কি হয়েছে?
পুরনো বই কিনেই পড়া যাক।
আজ আমি একটা ওয়েবসাইট খুজে পেয়েছি।
অনেকটা বিক্রয় ডট কম অথবা এখানেই ডট কম এর মত।
আপনি চাইলে আপনার পুরনো বইগুলি এখানে বিক্রি করে দিতে পারেন।
চাইলেই কয়েক ক্লিকে খুজে নিতে পারেন আপনার পছন্দের পুরনো বই।
বইহাট ডটকম।
তো আজই আপনার অ্যাড প্রকাশ করুন।
কেনার অপেক্ষায় আছি। 😆
তাড়াতাড়ি করুন।
So,
hAPPY rEADING BOOK LOVERS!!!!
সবচে খারাপ লেগেছে যেটা তা হল সাইটটা মোবাইলের অপেরামিনিতে ভালমত ব্যবহার করা যায় না। তবে ইউসি বা ডিফল্ট ব্রাউজারে দারুণ।
সাইট এডমিন ও মডারেটরদের প্রতি বলছি,টিউনটা নীতিমালা বিরোধী হলে ডিলিট দিবেন। ব্যান নয়।
আমি অশোক চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।