Album Name: Ke Jay (1994)
Year: 1994
Album Artist: Nachiketa Chakraborty
অ্যাম্বিশান, অ্যালবাম: কে যায় ! (১৯৯৪)
কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয়- রূপের বাহার, চুলের ফ্যাশান।
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশান !
ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে,
পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে।
ডাক্তার ভুলছে শপথ, ঘুষ খায় ইঞ্জিনিয়ার,
আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার।
যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম-
ফেলে দাও স্রোতের মুখে- আদর্শ, বিবেক ও প্রেম।
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশান !
বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো।
‘সৎ ভাবে বাঁচো বাঁচাও’, একথা লোক ভোলানো।
সৎ ভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো।
শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ।
এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে,
ধুলো মাখা পথই আমার, তুমি চড় জয়রথে।
শত লাঞ্ছণা দিও, করো আমায় অসম্মান।
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান !
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশান !
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশান !!
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান !!!!
নীলাঞ্জনা ii (হয়ত কারোর বুকে মাথা রেখে), অ্যালবাম: কে যায় ! (১৯৯৪)
হয়ত কারোর বুকে মাথা রেখে,
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে,
নিরাপত্তার উষ্ণতা দিয়ে-
ঢাকবে যন্ত্রণা, নীলাঞ্জনা।
স্বামী-সন্তান, ফ্ল্যাট আর গাড়ি;
সুখের অসুখ আজ মহামারী।
চেনা চেনা গান, চেনা অভিমান,
চেনা বিছানায় জুড়ি সম্মান,
পুরনো স্বপ্ন শত পাখি হয়ে –
সুদূরে দিয়েছে পাড়ি।
লাগে মাসকারা দু’চোখ আঁকতে
ক্লান্তির কালো রঙকে ঢাকতে
রাতের চাদরে মুখ ঢেকে খোঁজো
কিসের সান্ত্বনা ?
নীলাঞ্জনা iii (দুলছে হাওয়ায়), অ্যালবাম: কে যায় ! (১৯৯৪)
দুলছে হাওয়ায়, না না না ফুল নয় !
দখিনা বাতাসে এ নাগপাশে সময় নয়।
খোলা বারান্দায়, এই নির্জনতায়
সিলিংয়ের বন্ধনে, মাটির ব্যবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা।।
প্রেমিকের স্পর্শ আনবেনা শিহরণ আর ঐ মনে,
‘কেয়ার অফ: ফুটপাথ, নচিকেতা, দুটি হাত-
শূন্যে ছুড়বে ফাঁকা আস্ফালনে,
উড়ছে মাছি, না না না অবুঝ নয়
সে আজো একা তাই ঘিরে মাছিরাই রয়..
লাশকাটা ঘরে যদি চেরা হয় তার বুক সঙ্গোপনে,
দেখবে সেখানে রাখা বিবর্ণ একমুঠো স্বপ্ন যতনে !
যে স্বপ্ন কোন কিশোরের দেয়া উপহার গানের ভাষায়,
যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশায়।
এখন সময়,না না না রাত্রি নয় !
সে আজ জীবনরাত্রি পেরিয়ে গেছে হায়।
উৎসঃ Nachiketa.Net
এই অ্যালবামের সকল গানগুলো অনলাইনে শুনতে এখানে ক্লিক করুন
আমি মোহাম্মদ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ra jodi protidin 1 teke 10 dollar income korte san tahole ei site e jan http://www.traffic74.blogspot.com