আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন/ আমিও আল্লাহর রহমতে ভাল আছি। যাই হোক কথা বেশী বলবো না। এবার কাজের কথায় আসি।
আজ থেকে বিকাল ৩টা বাজে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচ। আজ বিকাল ৩টা বাজে প্রথম T20। সম্ভবত গাজী টিভি সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। কিন্তু দূঃখের বিষয় অনেককেই গাজী টিভি দেখতে হলে অনেক সমস্যা পোহাতে হয়। তার কারণ হল গাজী টিভি এখন প্যে চ্যানেল। কিন্তু এবার আর ঝামেলায় পড়তে হবে না। এবার আপনি সরাসরি অনলাইনেই স্লো স্পীডে খেলা দেখতে পারবেন প্রতিদিন।
আমরা অনেকে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি। কিন্তু কিছু কিবোর্ড শর্টকাট জানা থাকলে আপনি অতি সহজে এবং দ্রুত কাজ করতে পারবেন। আর এখন বিভিন্ন চাকুরীর পরীক্ষায় ও এই কিবোর্ড শর্টকাট থেকে প্রশ্ন করা হয়। তাই কথা না বাড়িয়ে দেখে নিন কিবোর্ড শর্টকাট>>
Create, save, view and print documents
Ctrl+N- নতুন ডকুমেন্ট শুরু করা। (To New Document)
Ctrl+O- ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা। (To Open a File)
Ctrl+W- অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা। (To close document)
Ctrl+S- ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা। (To Save)
Ctrl+P- প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য (To Print)
Alt+Ctrl+I- প্রিন্ট কত পেইজ থেকে কত পেইজ হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য (Print in page range)
Alt+Ctrl+P- প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য। (Preview)
Alt+Ctrl+O- আউটলাইন ভিউ প্রদর্শন করার জন্য। (Out line view)
Alt+Ctrl+N- ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্য। (Draft view)
আমি মোঃ শাহীন শাহ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Watch Live This Match Only On http://live-cricket.co/bangladesh-vs-zimbabwe-live-stream/