সকালবেলা ঘুম থেকে উঠে মনে হল বিষয়টি জানানো প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট নিবন্ধন এখন পুরাতন বিষয়। অনেকেই নিবন্ধন করছেন আবার অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এক্ষেত্রে অনেকেই শুধু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর ও সিল স্কান করে অন্যদের দিয়ে করিয়ে নিচ্ছেন। সমস্যা এখানে। কিছু অসাধু বেক্তি বা প্রতিষ্ঠান ওই শিক্ষা প্রতিষ্ঠানের স্বাক্ষর নিজের মত দিয়ে নিয়ে অই প্রতিষ্ঠানের নামে ডোমেইন নিবন্ধন করছেন যাতে অই প্রতিষ্ঠান পরবর্তীতে তাদের ডি এন এস পরিবর্তন করতে না পারে। মুলত অই শিক্ষাপ্রতিষ্ঠান কে নিজের আয়ত্তে রাখতেই এই কৌশল।
গত ৭ দিনে আমার কাছে প্রচুর ফোন এসেছে এ ধরনের সমস্যা নিয়ে। আমি কোন সমাধান দিতে পারি নাই। গত কাল আমি বিটিসিএল এর সাথে যোগাযোগ করি এবং বিষয়টি খুলে বলি। তারা ঘন্টা খানিক পর জানায় কি করতে হবে।
যা করতে হবে - অই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কে তার প্রতিষ্ঠানের স্বীকৃতির মুল কাগজপত্র ও ভোটার আই ডি কার্ড নিয়ে সরাসরি বিটিসিএল এর ৬ষ্ঠ তলায় গিয়ে যেখানে ডোমেইন এর ডি এন এস পরিবর্তনের কাগজ জমা নেয় সেখানে গিয়ে বিষয়টি খুলে বলতে হবে, তখন তারা ডোমেইন রেজিঃ এর আবেদন খুজে বের করে সংশোধনের জন্য একটি আবেদন করতে বলবেন। তারপর সংশোধনের কাগজ জমা দেবেন। জমা দেয়ার সময় ডিএনএস পরিবর্তনের জন্য আরেকটি আবেদন করবেন। তারা ২/৩ দিনের ভেতর আপনার সমস্যার সমাধান করে দেবেন।
ডিজিটাল প্রতারনা নতুন কোন বিষয় নয়। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে।
যদি কাওকে ডোমেইন রেজিঃ করতে দেন তবে নিজেই সকল কাগজ পত্র পূরণ করে প্রতিষ্ঠানের স্বাক্ষর নিয়ে হাতে হাতে অথবা কুরিয়ার এর মাদ্ধমে পাঠাবেন।
আজ এ পর্যন্তয়
ভাল থাকবেন সবায়।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৫ম তালা নাকি ৬ষ্ঠ তালা , আমি কিছু দিন আগে ৬ষ্ঠ তালা থেকে করসি। আর BTCL এর প্রধান বাবত্থাপক এর সাইন নিতে পারলে ১-২ ঘণ্টা এর মদ্দে Nameserver Change করে দেয় । আমি আমার Domain এর জন্য কয়েক বার আবেদন করসি কাজ করে নাই তারপর BTCL এর বাবত্থাপক এর সাইন নিয়ে ২ ঘণ্টা এর মদ্দে করে আনছি । বাবত্থাপক এর রুম নম্বার হল ৬ষ্ঠ তালার ১০ নম্বর রুম।