বিশ্ব ইজতেমার জরুরী সেবা ও ফোন নম্বর সমূহ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিশ্ব ইজতেমা বয়ে আনুক দেশ, জাতি ও বিশ্বের কল্যাণ।

সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনীতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান।

বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গী এখন ধর্মীয় উৎসবের নগরীতে পরিণত হয়েছে।পুরো এলাকায় নেমেছে মানুষের ঢল। মাঠের আশে-পাশে চলছে মুসল্লিদের অজু, গোসল আর রান্নার আয়োজন।

এতে অংশগ্রহন করছে বিশ্বের বিভিন্ন দেশ হতে ধর্মপ্রাণ মূসল্লীগণ।

বিশ্ব ইজতেমা আমাদের গর্ব আমাদের দেশের অহংকার।

 ➡  ইজতেমায় ব্যবহৃত জরুরী ফোন নম্বর সমূহ

  1. জেলা প্রশাসন কন্ট্রোল রুমঃ ০২-৯৮১৩৪০১, ০২- ৯৮১৩৪০২,
  2. পুলিশ কন্ট্রোল রুমঃ ০২-৯৮১৩৪০৩
  3. র‌্যাব কন্ট্রোল রুমঃ ০২-৯৮১৫১১২, ০২-৯৮১৫১১৩, ০২-৯৮১৫১১৪
  4. আনসার ও ভিডিপি কন্ট্রোল রুমঃ ০২-৯৮১৬৩৭৫
  5. এনএসআই কন্ট্রোল রুম ৯৮১৭৫১৩
  6. ডিজি এফ আই কন্ট্রোল রুম : ০২-৯৮১৬৩৩০
  7. ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমঃ ০২-৯৮১৬৩৬৯,
  8. মিডিয়া সেন্টারঃ ০২-৯৮১৩৪০৮
  9. স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমঃ ০২-৯৮১৩৪০৬, ০২-৯৮১৭৫১৪, ০২-৯৮১৭৫১৫, ০২-৯৮১৭৫১৬,
  10. তথ্য কেন্দ্র ইজতেমা কর্তৃপক্ষঃ ০২- ৯৮১৬৩৭০-৭৪
  11. বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমঃ ০২-৯৮১৬৩৭৯
  12. তিতাস গ্যাস ০২-৯৮১৬৩৭৮
  13. বিদেশী মেহমানদের তাঁবু : ০২-৯৮১৬৩৬৮
  14. টঙ্গী পৌরসভা কন্ট্রোল রুমঃ ০২- ৯৮১৩৪০৭
  15. পাম্প হাউজ: ০২-৯৮১৫১১৬- ৮

ফোন নম্বর সমূহ খোলা থাকবে ইজতেমা চলাকালীন ২৪ ঘন্টাই খোলা থাকবে।

আপনার প্রয়োজনে সহযোগীতা পেতে পারেন উক্ত নম্বর সমূহ থেকে।

 ➡  আপনার মোবাইল থেকে ইজতেমার বয়ান ও অন্যান সেবা পেতে পারেন।

  1. গ্রামীণফোনঃ ২২০০১১
  2. রবি ২১২৭২
  3. বাংলালিংক ২২০০

বিশ্ব ইজতেমা ২০১৬ এর স্কেচ ম্যাপ

 

 

ম্যাপটিও হতে পারে আপনার সহায়তার সঙ্গী।আসুন আমি আপনি সবাই এগিয়ে রাখতে সহযোগীতা করি দেশটাকে।

বিশ্বের কাছে মাথা উচু করে বলতে পারি বিশ্বের ২য় ইসলামী জামায়াত আমাদের দেশে হচ্ছে যার নাম বিশ্ব ইজতেমা।

ধর্মপ্রাণ মুসলামনদের সর্বোচ্চ সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা থাকছে সেবা দাতা সকল বাহিনী, দপ্তর, সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এছাড়াও সুদৃঢ় দৃষ্টিপাত করছে ইজতেমা কর্তৃপক্ষ।

আল্লাহ্ পাক সকলের মঙ্গল করুন, আমিন

Level 0

আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস