————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
প্রিয় টেকটিউনস ভাই-বোনেরা, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি,
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নাসার স্পেসশিপ এ দায়িত্বরত নভোচারীদের কিভাবে নতুন বছরের শুভেচ্ছা জানানো হল। আমরা অনেকেই জানিনা যে নভোচারীরা দিনের পর দিন স্পেসশিপ এ দিন কাটায়। আজ দেখুন কিভাবে তারা বসবাস করে। ভূ-পৃষ্ঠ থেকে ৩ হাজার ৬’শ মাইল উচ্চতায় পৌঁছে পৃথিবীকে ঘিরে দুবার চক্কর দেয় নাসার এই মহাকাশযানটি। মহাকাশের বাংলো 'ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন'। যেখানে থাকে নভোচারীরা। যেখানে একটা নিদির্ষ্ট নিয়ম মাফিক প্রতিটি দিন পার করে তারা। আমরা কতটাই বা জানি তাদের এই জীবনযাত্রা।
এদের জীবন যাত্রা যেমন কঠিন তেমন মজার ও আছে।
মহাকাশযানে মাধ্যাকর্ষণ নেই, আর এটা যেন মহাকাশচারীদের একেবারে শিশু বানিয়ে দেয়। বাচ্চাদের মতোই কতোরকম মজা যে করেন তারা। কেউ মাছের মতো বাতাসে সাঁতার কাটেন, কেউ মেঝে থেকে দেওয়ালে চক্রা কারে দৌড়ান। মগের সবটুকু কফি শূন্যে ঢেলে এরপর স্ট্র মুখে দিয়ে বাতাস থেকে কফি খান কেউ কেউ। একগাদা ক্যান্ডি শূন্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে পরে হা করে একটা একটা মুখে পোরার খেলাটাও কম মজার নয়।
ভিডিও লিঙ্কঃ-
or
ধন্যবাদ
পূর্বে প্রকাশিতঃ TechSeba
YouTube Channel: TechSeba
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
প্রিয় টেকটিউনস ভাই-বোনেরা, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি,
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নাসার স্পেসশিপ এ দায়িত্বরত নভোচারীদের কিভাবে নতুন বছরের শুভেচ্ছা জানানো হল। আমরা অনেকেই জানিনা যে নভোচারীরা দিনের পর দিন স্পেসশিপ এ দিন কাটায়। আজ দেখুন কিভাবে তারা বসবাস করে। ভূ-পৃষ্ঠ থেকে ৩ হাজার ৬’শ মাইল উচ্চতায় পৌঁছে পৃথিবীকে ঘিরে দুবার চক্কর দেয় নাসার এই মহাকাশযানটি। মহাকাশের বাংলো 'ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন'। যেখানে থাকে নভোচারীরা। যেখানে একটা নিদির্ষ্ট নিয়ম মাফিক প্রতিটি দিন পার করে তারা। আমরা কতটাই বা জানি তাদের এই জীবনযাত্রা।
এদের জীবন যাত্রা যেমন কঠিন তেমন মজার ও আছে।
মহাকাশযানে মাধ্যাকর্ষণ নেই, আর এটা যেন মহাকাশচারীদের একেবারে শিশু বানিয়ে দেয়। বাচ্চাদের মতোই কতোরকম মজা যে করেন তারা। কেউ মাছের মতো বাতাসে সাঁতার কাটেন, কেউ মেঝে থেকে দেওয়ালে চক্রা কারে দৌড়ান। মগের সবটুকু কফি শূন্যে ঢেলে এরপর স্ট্র মুখে দিয়ে বাতাস থেকে কফি খান কেউ কেউ। একগাদা ক্যান্ডি শূন্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে পরে হা করে একটা একটা মুখে পোরার খেলাটাও কম মজার নয়।
আমি আর্নব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।