আশা করি সবাই ভাল আছেন,আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।
এবার আসল কথায় আসি।
আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল।
ফল মোবাইল ফোনে এসএমএস এবং ইন্টারনেট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।
প্রাথমিক (পিএসসি) ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://www.dperesult.teletalk.com.bd) পাওয়া যাবে।
এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও প্রাথমিকের ফল জানা যাবে।
দেখে নিন DPE 10901 123456 2015
and send it to 16222.
ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
জেএসসি-জেডিসির ফল পেতে http://www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএম করলেও ফল জানা যাবে.
জে এস সি রেজাল্ট টেলিটক থেকে এখনি পাবেন, কিন্তু অন্য সিম থেকে এখন পাওয়া যাচ্ছেনা।
টেক্টিউনেসের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি, আমরা সবাই চাই এর সদস্যকে ভাল কিছু উপহার দিবার। আমরা কখনো চাইনা জে জনগণ খারাপ কিছু পেয়ে আমাদের দুর্নাম করুক। তাই সবাইকে এটাই বলতে চাই, আপনারা মানসম্মত টিউন করুন আর টেক্টিউন্সের সাথেই থাকুন।
আমি মোঃ জিল্লুর রহমান। Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Md.Zillur Rahman, born in 1991, is one of the first children of two children in a small family consists of five members. Born in a poor family, I face a very miserable condition from outset of my bringing up until maturity. Being a very depraved child in the poor family...